বিপিএলের চ্যাম্পিয়ন্স ও রানার্স আপ দলের প্রাইজমানি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। বিপিএলের চলতি আসরে চ্যাম্পিয়ন দল ২ কোটি ৫০ লাখ টাকা অর্থ পুরস্কার পাবে। আগে যা ছিল ২ কোটি টাকা।
এছাড়া রানার্স আপ দল ১ কোটি ৫০ লাখ টাকা অর্থ পুরস্কার পাবে। মঙ্গলবার বিসিবি এই সিদ্ধান্ত নিয়েছে। এর আগে রানার্স আপ দল ১ কোটি টাকা প্রাইজমানি হিসেবে পেত।
বিপিএলের আগের আসরগুলোতে সুপার ফোরে ওঠা দল কোন প্রাইজমানি পেত না। এবার ওই নিয়মে পরিবর্তন এনেছে বিসিবি। সেরা চারে উঠলেই অর্থ পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সেক্ষেত্রে সেরা তিনে শেষ করা দল অর্থাৎ দ্বিতীয় কোয়ালিফায়ার খেলে বাদ পড়া দল ৬০ লাখ টাকা অর্থ পুরস্কার পাবে। চতুর্থ সেরা দল পাবে ৪০ লাখ টাকা অর্থ পুরস্কার।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
আমির খান আলোচিত যে ৭ সিনেমা ফিরিয়ে দিয়েছিলেন
‘সাজন’
লরেন্স ডিসুজার এই রোমান্টিক সিনেমাটি উপমহাদেশজুড়েই ব্যাপক জনপ্রিয়তা পায়, সিনেমাটির গানগুলোও মানুষের মুখে মুখে ফেরে। বিভিন্ন ভাষায় সিনেমাটির রিমেক হয়। তবে মূল সিনেমাটিই আদতে একটি ফরাসি নাটক থেকে অনুপ্রাণিত। আলোচিত এ হিন্দি সিনেমায় অভিনয় করেন সঞ্জয় দত্ত, মাধুরী দীক্ষিত ও সালমান খান। এ ছাড়া ছিলেন কাদের খান। ১৯৯১ সালে এটি ছিল সবচেয়ে ব্যবসাসফল হিন্দি সিনেমা। শুরুতে এ ছবির প্রস্তাব যায় আমির খানের কাছে। কিন্তু তাঁর কাছে চরিত্রটি পছন্দ হয়নি। আমির খান জানান, চরিত্রটির সঙ্গে তিনি কোনোভাবেই একাত্মবোধ করতে পারছেন না, তাই ফিরিয়ে দেন।