গলে আজ বুধবার (২৯ জানুয়ারি, ২০২৫) থেকে শুরু হয়েছে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার মধ্যকার প্রথম টেস্ট। উসমান খাজা ও স্টিভেন স্মিথের সেঞ্চুরিতে প্রথম দিনটি নিজেদের করে নিয়েছে অজিরা। সেঞ্চুরিতে আজ দুজনেই ছুঁয়েছেন রেকর্ড। তাদের রেকর্ড ছোঁয়ার দিনে অস্ট্রেলিয়া ২ উইকেট হারিয়ে ৩৩০ রান তুলেছে একদিনে।

খাজা ১৩৫ বলে ৮টি চার ও ১ ছক্কায় তিন অঙ্কের ম্যাজিক্যাল ফিগার স্পর্শ করেন। এটা ছিল তার টেস্ট ক্যারিয়ারের ষোড়শ সেঞ্চুরি। ২১০ বল খেলে ১০টি চার ও ১ ছক্কায় ১৪৭ রানে অপরাজিত আছেন। এই সেঞ্চুরির মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার দ্বিতীয় সবচেয়ে বেশি বয়সী ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি করার রেকর্ড গড়েছেন খাজা। তার আগে স্টিভ ওয়াহ ২০০৩ সালে বাংলাদেশের বিপক্ষে ৩৮ বছর ১ মাস ১৭ দিন বয়সে সেঞ্চুরি করেছিলেন।

স্মিথ আজ চারে ব্যাট করতে নেমে ১ রান নেওয়ার মধ্য দিয়েই চতুর্থ কোনো অস্ট্রেলিয়ান ক্রিকেটার হিসেবে টেস্টে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন। শেষ পর্যন্ত তিনি ১৮৮ বল খেলে ১০টি চার ও ১ ছক্কায় ১০৪ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন।

আরো পড়ুন:

শান্তর নিরাশ আঁধারে আশার আলো দেখালেন মিরাজ

বুড়ো বয়সে সেঞ্চুরিতে দ্বিতীয় খাজা

তাদের আগে ট্র্যাভিস হেড ঝড় তুলে ফিফটি তুলে নেন। মাত্র ৪০ বলে ১০টি চার ও ১ ছক্কায় ৫৭ রান করে প্রবথ জয়সুরিয়ারের শিকারে পরিণত হন। অস্ট্রেলিয়ার রান ছিল তখন ৯২। ১৩৫ রানের মাথায় ওয়ান ডাউনে নামা ল্যাবুশেন ফেরেন ২ চারে ২০ রান করে। তার উইকেটটি নেন জেফরি বন্দরসে।

সেখান থেকে খাজা ও স্মিথ ৩০৭ বল মোকাবিলা করে অবিচ্ছিন্ন জুটিতে ১৯৫ রান যোগ করেন দলীয় সংগ্রহে। এ যাত্রায় দুজনেই তুলে নেন সেঞ্চুরি। এরপর অপরাজিত থেকে শেষ করে আসেন দিন।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র কর ড

এছাড়াও পড়ুন:

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ কিলোমিটারজুটে যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার নিমশার থেকে দাউদকান্দি পর্যন্ত প্রায় ৩৫ কিলোমিটারজুড়ে যানজট দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন মহাসড়কে চলাচলকারী যাত্রী ও চালকেরা। নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ড ভ্যান উল্টে যাওয়ায় আজ বৃহস্পতিবার ভোর থেকে এ যানজট দেখা দেয়। 

হাইওয়ে পুলিশ  জানায়, বৃহস্পতিবার ভোরে মহাসড়কে কুমিল্লার চান্দিনা উপজেলার নূরীতলা এলাকায় একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ফেনী থেকে রেকার এনে কাভার্ড ভ্যানটি উদ্ধারের কাজ শুরু করে পুলিশ। 

সকাল সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত মহাসড়কে যানজট দেখা গেছে। 

ঢাকাগামী রয়েল পরিবহনের চালক রমিজ উদ্দিন বলেন, সকাল সাড়ে ৮টায় ঢাকার উদ্দেশে রওয়ানা করে বুড়িচংয়ের নিমশার বাজারে যানজটে এক ঘণ্টা বসে থাকতে হয়েছে। ৫ মিনিট গাড়ি চললে ২০ মিনিট বসে থাকতে হয়। এভাবে ১০টা ৪০ মিনিটে চান্দিনায় পৌঁছেছি। এ সময়ে ঢাকার কাছাকাছি থাকার কথা ছিল। 

নিমশার বাজারে আটকে থাকা প্রাইভেট কারের যাত্রী তৌহিদুল ইসলাম বলেন, ভোর থেকে যানজট অথচ সড়কে হাইওয়ে পুলিশ দেখছি না। 

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেন, মহাসড়কের নূরীতলা এলাকায় উল্টে কাভার্ড ভ্যানটি আড়াআড়িভাবে পড়ে ছিল। পরে ঢাকামুখী লেনের বেশ কিছু গাড়ি উল্টো পথে ঢোকায় যানজটের সৃষ্টি হয়েছে। ফেনী থেকে ক্রেন এনে গাড়িটি উদ্ধার করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। 

হাইওয়ে কুমিল্লা রিজিওনের পুলিশ সুপার অতিরিক্ত ডিআইজি মো. খাইরুল আলম সমকালকে বলেন, দুর্ঘটনার কারণেই যানজট দেখা দিয়েছে। দুর্ঘটনা কবলিত কাভার্ড ভ্যানটি উদ্ধার করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক হচ্ছে।

সম্পর্কিত নিবন্ধ