আগামী ৭ ফেব্রুয়ারি আমীরে জামায়াতের জনসভাকে সাফল্যমন্ডিত করার লক্ষ্যে ৩১জানুয়ারি শুক্রবার বিকেল তিনটায় নারায়ণগঞ্জ সদর পশ্চিম থানার উদ্যেগে ভোলাইল ঈদগাহ মাঠে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

কর্মী সমাবেশে থানা আমীর অ্যাডভোকেট আক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য এবং নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মুহাম্মদ আব্দুল জব্বার। তিনি বলেন নারায়ণগঞ্জ এর মানুষ অত্যান্ত শান্তি প্রিয় মানুষ। 

রাসুল (স:) এর দেখানো রাস্তায় যদি রাস্ট্র পরিচালিত হয় তাহলে মানুষের প্রত্যাশিত শান্তিভ পাওয়া সম্ভব।  কারন দুনিয়ার মানুষ তার মনগড়া আইন দিয়ে রাস্ট্রে কোন দিন শান্তি প্রতিষ্ঠা করতে পারবেনা।

তাই আসুন জামায়াতের পতাকাতলে ঐক্যবদ্ধ হয়ে মানুষের দুনিয়া ও আখিরাতের শান্তি নিশ্চিত করি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর কর্ম পরিষদের সম্মানিত সদস্য মাওলানা সাইফুদ্দিন মনির ও  মোহাম্মদ জাকির হোসেন। বক্তব্য রাখেন ডা: নুরুল ইসলাম, 

থানা সেক্রেটারি মোহাম্মদ সাইদুর রহমান, বশিরুল হক, সিরাজুল ইসলাম, আনোয়ার হোসেন প্রমুখ নেতৃবৃন্দ।

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ব ল দ শ জ ম য ত ইসল ম ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

জাপানের রাস্তায় রাস্তায়  ‘হিটেড বেঞ্চ’

জাপানের টোকিও, সাপোরো এবং ওসাকার মতো বড় বড় শহরগুলোর রাস্তায় হিটেড বেঞ্চ বসানো হয়েছে। তীব্র শীতের রাতে গৃহহীন মানুষদের উষ্ণতা এবং স্বস্তি দেওয়াই এই উদ্যোগের প্রধান লক্ষ্য।এই বেঞ্চগুলো সৌরশক্তি চালিত হয়ে থাকে।

হিটেড বেঞ্জগুলো দিনের বেলায় সূর্যের আলো থেকে তাপ সংগ্রহ করে বিশেষ "ফেজ-চেঞ্জ মেটেরিয়াল" ব্যবহার করে তা সংরক্ষণ করে।  এরপর সংরক্ষিত তাপ রাতে ধীরে ধীরে নির্গত হয় এবং প্রায় ১২ ঘণ্টা পর্যন্ত উষ্ণতা সরবরাহ করতে পারে। এটি পরিবেশবান্ধব এবং সাশ্রয়ী। 

আরো পড়ুন:

কারা বেশি কাঁদেন? 

যেসব কারণে মানুষ স্বর্ণ জমায়

হিটেড বেঞ্চের জন্য কোনো অতিরিক্ত জ্বালানী বা বিদ্যুতের প্রয়োজন হয় না। এই মানবিক উদ্যোগটি জাপান সরকারের একটি সহানুভূতিশীল পদক্ষেপ, যা নগর পরিকল্পনায় উদ্ভাবন এবং সামাজিক কল্যাণের এক চমৎকার উদাহরণ বলছেন দেশটির নাগরিকেরা। 

ঢাকা/লিপি

সম্পর্কিত নিবন্ধ