বাংলাদেশ নারী ফুটবল দলের সিনিয়ার খেলোয়াড়রা বিদ্রোহ করেছেন। সেই সংকট কাটনি এখনও। তবে যাকে ঘিরে এই সমস্যার সূত্রপাত, সেই পিটার বাটলার আজ (১ ফেব্রুয়ারি, ২০২৫) কাজ শুরু করে দিয়েছেন অনুশীলনে যোগ দেওয়া অংশকে নিয়েই। তবে কোচের ডাকে আজ সর্বসাকুল্যে ১৩ জন ফুটবলার এসেছিলেন। বিদ্রোহ নিয়ে ইংলিশ কোচ বাটলারের মন্তব্য- এসবে তার ধারণ কিংবা আগ্রহ কোনটাই নেই!

নারী দলের সিনিয়ার ১৮ জন ফুটবলার বৃহস্পতিবার (৩০ জানুয়ারি, ২০২৫) এক অপ্রতাশিত সংবাদ সম্মেলনে বিদ্রোহের ডাক দিয়ে সাফ বলে দেন- হয় কোচ বাটলার থাকবে নয়তো তারা। এই বিদ্রোহী দলের অনেকেই আবার দুইবারের সাফ জয়ী। তারা আজকে যোগ দেননি দলের অনুশীলনে। সেই তালিকায় আছে অধিনায়ক সাবিনা খাতুন, সানজিদা, কৃষ্ণা, মনিকা চাকমা, মারিয়া এবং  মাসুরার মত গুরুত্বপূরর্ণ ফুটবলাররা।

আজ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সামনে জড়ো হওয়া সাংবাদিকরা চলমান পরিস্থিতি নিয়ে বাটলারের কাছে জানতে চাইলে তিনি বলেন, “পিচ ভালো ছিল, কোনো সমস্যা নেই… আমি বোঝাতে চাইছি, কাজ চলবে। আমরা কাজ চালিয়ে যাব। আমরা পেশাদার এবং সংগঠিত এবং আরও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে, আমরা আন্তরিক এবং সৎ থাকব।

আরো পড়ুন:

নারী ফুটবলাররা বাটলারকে কোচ হিসেবে না চাওয়ার যত কারণ

হামজার সঙ্গে সাক্ষাৎ বাফুফে সভাপতি তাবিথের 

মাত্র ১৩ জন ফুটবলার নিয়ে আর যাই হোক, পূর্ণাঙ্গ অনুশীলন হয় না, এই ব্যাপারে বাটলার যোগ করেন, “(সামনে) তরুণ খেলোয়াড়রা যোগ দেবে। বাকিদের নিয়ে আগ্রহী নই আমি। পরবর্তী অনূর্ধ্ব-২০ বয়সী খেলোয়াড়দের নিয়েই আমার সব আগ্রহ এবং আমার কোনো সন্দেহ নেই যে, তারা গর্বের সাথে এই জার্সি পরে দেশের সেবা করবে এবং দেশের মর্যাদা নষ্ট করবে না।”

শনিবারের অনুশীলনে ১৩ জন খেলোয়াড় উপস্থিত ছিলেন। এই খেলোয়াড়রা হলেন ইয়ারজান বেগম, আফঈদা খন্দকার, শাহেদা আক্তার রিপা, স্বপ্না রানী, সুরমা জান্নাত, আইরিন, হালিমা, কোহাতি কিসকু, প্রীতি, জয়নব, আকলিমা, অপির্তা, ও মুনকি আক্তার। এই ১৩ জন নিয়ে পিটার বাটলার স্ট্রেচিং, রানিং এবং টেকটিক্যাল অনুশীলন করান।

এদিকে নারী ফুটবলারদের কোচের বিরুদ্ধে আনীত অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু করেছে ফেডারেশন। বাফুফের সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান তদন্ত কমিটির প্রধান। তারা আগামী বৃহস্পতিবারের মধ্যে প্রতিবেদন জমা দেবেন।

ফেব্রুয়ারির শেষে এবং মার্চের শুরুতে সংযুক্ত আরব আমিরাতে দুটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশ নারী ফুটবল দলের। যেই ম্যাচগুলো দিয়ে বিগত বছরের অক্টোবরের পর আবারও আন্তর্জাতিক মঞ্চে ফিরবে তারা।

ঢাকা/নাভিদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল ফ টবল র

এছাড়াও পড়ুন:

ঢাকা সিটি কলেজে একাদশে ভর্তি, জেনে নিন বিস্তারিত তথ্য

ঢাকা সিটি কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ছাত্রছাত্রী ভর্তির আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে।
আবেদনের ন্যূনতম যোগ্যতা—
বিজ্ঞান বিভাগ:
১. প্রভাতি (বাংলা ভার্সন)—জিপিএ ৪.৭৫ (উচ্চতর গণিতসহ)
২. প্রভাতি (ইংরেজি ভার্সন)—জিপিএ ৪.৭৫ (উচ্চতর গণিতসহ)
৩. দিবা (বাংলা ভার্সন)—জিপিএ ৫.০০ (উচ্চতর গণিতসহ)
ব্যবসায় শিক্ষা বিভাগ:
১. প্রভাতি (বাংলা ভার্সন)—জিপিএ ৩.৫০
২. প্রভাতি (ইংরেজি ভার্সন)—জিপিএ ৪.০০
৩. দিবা (বাংলা ভার্সন)—জিপিএ ৪.০০
মানবিক বিভাগ:
১. প্রভাতি (বাংলা ভার্সন)—জিপিএ ৩.৫০
২. দিবা (বাংলা ভার্সন)—জিপিএ ৪.০০

আরও পড়ুনএকাদশ শ্রেণিতে ভর্তিতে আবেদন শুরু, ফি-মেধা কোটা-ভর্তির যোগ্যতা-গ্রুপ নির্বাচন যেভাবে৮ ঘণ্টা আগে

ভর্তি ও কলেজসংক্রান্ত তথ্য
১. অনলাইনের মাধ্যমে ঢাকা সিটি কলেজকে পছন্দের তালিকায় ১ নম্বরে রেখে আবেদন করতে হবে। আবেদনের সময় থানা ‘ধানমন্ডি’ নির্বাচন করতে হবে।
২. অনলাইনে আবেদনের ওয়েবসাইট
৩. অনলাইনে ২২০ টাকা আবেদন ফি জমা দিয়ে একজন শিক্ষার্থীকে কমপক্ষে ৫টি কলেজ ও সর্বোচ্চ ১০টি কলেজে পছন্দক্রম অনুসারে আবেদন করতে হবে।
৪. আবেদনের তারিখ ৩০ জুলাই থেকে ১১ আগস্ট ২০২৫।
৫. প্রভাতি শাখা ছাত্রী এবং দিবা শাখা ছাত্রদের জন্য।
৬. ছাত্রীদের ক্লাস সকাল ৭:৩০টা থেকে এবং ছাত্রদের ক্লাস দুপুর ১২:৩০টা থেকে শুরু হয়।
বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট

আরও পড়ুননটর ডেম কলেজ: একাদশে ভর্তিতে যোগ্যতার শর্ত প্রকাশ, ও লেভেল শিক্ষার্থীদের আবেদন নয়, আসন ৩২৯০টি২৬ জুলাই ২০২৫আরও পড়ুনকমনওয়েলথ ফেলোশিপে আবেদনের সুযোগ, মাসে ৩ লাখ ৪৫ হাজার টাকার সঙ্গে নানা সুবিধা১১ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ

  • ঢাকা শিক্ষা বোর্ডে দ্বাদশের ইটিসি-বিটিসি-বিষয়-গ্রুপ-ছবি পরিবর্তন, শুরু ১ আগস্ট থেকে
  • ব্র্যাকে জেলা পর্যায়ে ম্যানেজার নিয়োগ, স্নাতকে আবেদন
  • আজ টিভিতে যা দেখবেন (১ আগস্ট ২০২৫)
  • সংকোচনমূলক মুদ্রানীতি বাণিজ্য-বিনিয়োগের প্রবৃদ্ধিকে বাধাগ্রস্ত করবে: ঢাকা চেম্বার
  • এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিশেষ সুবিধা নিয়ে নির্দেশনা মাউশির, কে কত টাকা পাবেন
  • বাটা সু’র মুনাফা কমেছে ২৬.৮৪ শতাংশ
  • বাংলাদেশের কাছে আবারো ইলিশের জন্য অনুরোধ করেছে ভারত
  • ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্যানেল করতে চান উমামা
  • আজ টিভিতে যা দেখবেন (৩১ জুলাই ২০২৫)
  • ঢাকা সিটি কলেজে একাদশে ভর্তি, জেনে নিন বিস্তারিত তথ্য