কদমতলীতে প্রিমিয়ার ব্যাংকের শাখা স্থানান্তরিত ও আগ্রাবাদে এটিএম উদ্বোধন
Published: 3rd, February 2025 GMT
বৃহত্তর নতুন পরিসরে গ্রাহকদের সবচেয়ে আধুনিক এবং সর্বোত্তম সেবা দিতে সম্প্রতি দি প্রিমিয়ার ব্যাংক পিএলসির স্থানান্তরিত কদমতলী শাখা, চুনা ফ্যাক্টরি উপ-শাখা এবং আগ্রাবাদ এটিএম উদ্বোধন করা হয়েছে।
(কদমতলী শাখা: রাজা সুপার মার্কেট, দ্বিতীয় তলা, প্লট নম্বর ৬২৭, পাঠানটুলী, ডাবলমুরিং, চট্টগ্রাম। চুনা ফ্যাক্টরি উপ-শাখা: চুনা ফ্যাক্টরি উপ-শাখা, চট্টগ্রাম, এসকেএফ সেন্টার, দ্বিতীয় তলা, পি.
প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে এসব কার্যক্রমের শুভ উদ্বোধন করেন দি প্রিমিয়ার ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু জাফর।
বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নওশের আলী, শামসুদ্দিন চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক এবং চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) সৈয়দ আবুল হাশেম, এফসিএ, এফসিএমএ সহ প্রমুখ।
ঢাকা/সুমন/এসবি
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
জাপানের রাস্তায় রাস্তায় ‘হিটেড বেঞ্চ’
জাপানের টোকিও, সাপোরো এবং ওসাকার মতো বড় বড় শহরগুলোর রাস্তায় হিটেড বেঞ্চ বসানো হয়েছে। তীব্র শীতের রাতে গৃহহীন মানুষদের উষ্ণতা এবং স্বস্তি দেওয়াই এই উদ্যোগের প্রধান লক্ষ্য।এই বেঞ্চগুলো সৌরশক্তি চালিত হয়ে থাকে।
হিটেড বেঞ্জগুলো দিনের বেলায় সূর্যের আলো থেকে তাপ সংগ্রহ করে বিশেষ "ফেজ-চেঞ্জ মেটেরিয়াল" ব্যবহার করে তা সংরক্ষণ করে। এরপর সংরক্ষিত তাপ রাতে ধীরে ধীরে নির্গত হয় এবং প্রায় ১২ ঘণ্টা পর্যন্ত উষ্ণতা সরবরাহ করতে পারে। এটি পরিবেশবান্ধব এবং সাশ্রয়ী।
আরো পড়ুন:
কারা বেশি কাঁদেন?
যেসব কারণে মানুষ স্বর্ণ জমায়
হিটেড বেঞ্চের জন্য কোনো অতিরিক্ত জ্বালানী বা বিদ্যুতের প্রয়োজন হয় না। এই মানবিক উদ্যোগটি জাপান সরকারের একটি সহানুভূতিশীল পদক্ষেপ, যা নগর পরিকল্পনায় উদ্ভাবন এবং সামাজিক কল্যাণের এক চমৎকার উদাহরণ বলছেন দেশটির নাগরিকেরা।
ঢাকা/লিপি