ব্রিটিশ পপ তারকা এড শিরান কনসার্টের জন্য এখন আছেন ভারতে। দেশটির বড় বড় শহরে তাঁর কনসার্ট। এর আগে উপভোগ করছেন ভারতীয় সংস্কৃতি। এমনকি মাথাও বানিয়ে নিলেন চেন্নাইয়ে গিয়ে। এমনই এক ভিডিও এখন ভাইরাল ইনস্টাগ্রামে।

এড শিরান চেন্নাইয়ের এক নাপিতের কাছে ‘চাম্পি’‌ নামের ঐতিহ্যবাহী ভারতীয় ম্যাসাজ করাতে গিয়েছিলেন। নাপিতের ভিন্নধর্মী ম্যাসাজের স্টাইল বেশ উপভোগ যে করেছেন, তা বোঝা যায় ভিডিও দেখলেই।

নাপিত ম্যাসাজ করার সময় এড শিরানের মাথায় চাপড় দিচ্ছিলেন অনবরত‌। শুরুতে কাতুকুতু লাগার কারণেই হয়তো শিরান ঠিক স্থির থাকতে পারছিলেন না, হাসিও থামছিল না। একসময় তো মুখটা লালই হয়ে গেল! কিছুক্ষণ পর অবশ্য মাথা বানিয়ে নেওয়ার মজাটা তিনি পেয়ে যান। মাঝে তো মজা করে বলে ফেললেন, ‘এটা অত্যাচার!’

মাথা বানিয়ে নিচ্ছেন এড শিরান.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’

কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।

সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।

নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত

সম্পর্কিত নিবন্ধ