গণ–অভ্যুত্থানের আকাঙ্ক্ষা সফল করতে ঐক্যের আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাসদ। দলটি বলছে, শেখ হাসিনার ফ্যাসিবাদী কর্মকাণ্ডের বিরুদ্ধে ক্ষোভের নামে যা করা হয়েছে, তা হাসিনার অশাসনকে আড়াল করে ফ্যাসিবাদ পুনরুজ্জীবনের পথ উন্মুক্ত করবে।

গতকাল শনিবার রাজধানীর শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে বাংলাদেশ জাসদ জাতীয় কমিটির পঞ্চম সভায় দলটির নেতারা এসব কথা বলেন। আজ রোববার বাংলাদেশ জাসদের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিক্ষোভের নামে একটি চিহ্নিত মহল ৫ ফেব্রুয়ারি স্বাধীনতাসংগ্রামের ঐতিহাসিক স্মারক ‘বঙ্গবন্ধু ভবন’ গুঁড়িয়ে দেওয়া ও সারা দেশে বিভিন্ন বাসভবন, স্থাপনা, বাণিজ্যিক ভবন, ম্যুরাল, ভাস্কর্য ধ্বংস করাসহ চরম নৈরাজ্য ও বিশৃঙ্খল কার্যকলাপে গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানানো হয় সভায়। গণ–অভ্যুত্থানের চেতনা ও ঐক্যকে নস্যাৎ করার ষড়যন্ত্রের অংশ হিসেবেই এই ন্যক্কারজনক কর্মকাণ্ড করা হয়েছে বলে দলটির ধারণা।

বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নূরুল আম্বিয়ার সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন দলের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান। এ সময় দলের অন্য নেতারা আলোচনায় অংশ নেন।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

জাপানের রাস্তায় রাস্তায়  ‘হিটেড বেঞ্চ’

জাপানের টোকিও, সাপোরো এবং ওসাকার মতো বড় বড় শহরগুলোর রাস্তায় হিটেড বেঞ্চ বসানো হয়েছে। তীব্র শীতের রাতে গৃহহীন মানুষদের উষ্ণতা এবং স্বস্তি দেওয়াই এই উদ্যোগের প্রধান লক্ষ্য।এই বেঞ্চগুলো সৌরশক্তি চালিত হয়ে থাকে।

হিটেড বেঞ্জগুলো দিনের বেলায় সূর্যের আলো থেকে তাপ সংগ্রহ করে বিশেষ "ফেজ-চেঞ্জ মেটেরিয়াল" ব্যবহার করে তা সংরক্ষণ করে।  এরপর সংরক্ষিত তাপ রাতে ধীরে ধীরে নির্গত হয় এবং প্রায় ১২ ঘণ্টা পর্যন্ত উষ্ণতা সরবরাহ করতে পারে। এটি পরিবেশবান্ধব এবং সাশ্রয়ী। 

আরো পড়ুন:

কারা বেশি কাঁদেন? 

যেসব কারণে মানুষ স্বর্ণ জমায়

হিটেড বেঞ্চের জন্য কোনো অতিরিক্ত জ্বালানী বা বিদ্যুতের প্রয়োজন হয় না। এই মানবিক উদ্যোগটি জাপান সরকারের একটি সহানুভূতিশীল পদক্ষেপ, যা নগর পরিকল্পনায় উদ্ভাবন এবং সামাজিক কল্যাণের এক চমৎকার উদাহরণ বলছেন দেশটির নাগরিকেরা। 

ঢাকা/লিপি

সম্পর্কিত নিবন্ধ