এক দল স্বপ্ন দেখছে ইংল্যান্ড ও ইউরোপ সেরা হওয়ার। আরেক দল আশঙ্কায় ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপ থেকে অবনমনের। প্রথম দলটি লিভারপুল, যারা এই মুহূর্তে ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকার শীর্ষে। উয়েফা চ্যাম্পিয়নস লিগের প্রথম পর্বটাও সবার ওপরে থেকে শেষ করেছে আর্নে স্লটের দল। দ্বিতীয় দলটি প্লিমাউথ আর্গাইল, যারা কিনা পড়ে আছে ২৪ দলের চ্যাম্পিয়নশিপের তলানিতে।

আজ বিপরীত মেরুতে থাকা এমন দুটি দলই মুখোমুখি হলো এফএ কাপে। আর সেই ম্যাচ শেষে জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়ল প্লিমাউথ আর্গাইল। ঘরের মাঠে চতুর্থ রাউন্ডের ম্যাচটিতে লিভারপুলকে ১-০ গোলে হারিয়েছে দলটি।

৫৩ মিনিটে পেনাল্টি থেকে প্লিমাউথকে একমাত্র গোলটি এনে দেন রায়ান হার্ডি। দ্বিতীয় সারির দল নামানো লিভারপুল এরপর চেষ্টার পর চেষ্টা করেও গোল পায়নি। প্লিমাউথ গোলরক্ষক কনর হ্যাজার্ড বাধার প্রাচীর হয়েই রুখে দিয়েছেন একের পর এক আক্রমণ।

শেষ দিকে দারুণ দুটি সেভ করে লিভারপুলকে গোল পেতে দেননি প্লিমাউথ গোলরক্ষক কনর হ্যাজার্ড.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

জাপানের রাস্তায় রাস্তায়  ‘হিটেড বেঞ্চ’

জাপানের টোকিও, সাপোরো এবং ওসাকার মতো বড় বড় শহরগুলোর রাস্তায় হিটেড বেঞ্চ বসানো হয়েছে। তীব্র শীতের রাতে গৃহহীন মানুষদের উষ্ণতা এবং স্বস্তি দেওয়াই এই উদ্যোগের প্রধান লক্ষ্য।এই বেঞ্চগুলো সৌরশক্তি চালিত হয়ে থাকে।

হিটেড বেঞ্জগুলো দিনের বেলায় সূর্যের আলো থেকে তাপ সংগ্রহ করে বিশেষ "ফেজ-চেঞ্জ মেটেরিয়াল" ব্যবহার করে তা সংরক্ষণ করে।  এরপর সংরক্ষিত তাপ রাতে ধীরে ধীরে নির্গত হয় এবং প্রায় ১২ ঘণ্টা পর্যন্ত উষ্ণতা সরবরাহ করতে পারে। এটি পরিবেশবান্ধব এবং সাশ্রয়ী। 

আরো পড়ুন:

কারা বেশি কাঁদেন? 

যেসব কারণে মানুষ স্বর্ণ জমায়

হিটেড বেঞ্চের জন্য কোনো অতিরিক্ত জ্বালানী বা বিদ্যুতের প্রয়োজন হয় না। এই মানবিক উদ্যোগটি জাপান সরকারের একটি সহানুভূতিশীল পদক্ষেপ, যা নগর পরিকল্পনায় উদ্ভাবন এবং সামাজিক কল্যাণের এক চমৎকার উদাহরণ বলছেন দেশটির নাগরিকেরা। 

ঢাকা/লিপি

সম্পর্কিত নিবন্ধ