স্বাস্থ্য গবেষণায় ৪০০ কোটি ডলার ব্যয় কমাচ্ছে ট্রাম্প প্রশাসন
Published: 9th, February 2025 GMT
যুক্তরাষ্ট্রে চিকিৎসা গবেষণায় কয়েকশ কোটি ডলারের ব্যয় কমানোর সিদ্ধান্ত নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ অর্থ দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়, হাসপাতাল ও বিজ্ঞান গবেষণা কেন্দ্রে দেওয়া হয়, যা নতুন নতুন ওষুধ বা প্রতিষেধক উৎপাদন ত্বরান্নিত করে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউশন অব হেলথ (এনআইএইচ) বলছে, তারা পরোক্ষ স্বাস্থ্য গবেষণার ব্যয় কমাতে যাচ্ছে, যার মাধ্যমে বছরে ৪০০ কোটি ডলার সাশ্রয় হবে। বিশেষজ্ঞরা বলছেন, মার্কিনিরা জীবন দিয়ে এ ব্যয় সংকোচনের মূল্য দেবেন।
বিশ্বব্যাপী বিভিন্ন মানবিক সহায়তা দেওয়া ইউএসএআইডির অনুদান স্থগিতের পর এ ধরনের একটি পদক্ষেপ বৈশ্বিক স্বাস্থ্য খাতেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। কারণ, যুক্তরাষ্ট্রে উদ্ভাবিত ওষুধ পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে। বিরোধী ডেমোক্র্যাটরা ট্রাম্প প্রশাসনের এ পদক্ষেপের কঠোর সমালোচনা করেছেন।
রোববার দ্য গার্ডিয়ান অনলাইনের প্রতিবেদনে বলা হয়, প্রতিষ্ঠানগুলোকে প্রদত্ত অনুদানের কেবল ১৫ শতাংশ দেওয়া হবে ভবন, সরঞ্জাম ও কর্মীদের সহায়তা হিসেবে। কার্যত এটি একটি বড় ধরনের ব্যয় সংকোচন। এক বিবৃতিতে স্থানীয় সময় শুক্রবার এনআইএইচ জানায়, যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য গবেষণা খাত বিশ্বে সবচেয়ে উন্নত। এটা নিশ্চিত করা হচ্ছে, অধিকাংশ তহবিল এখন সরাসরি গবেষকদের কাছে পাঠানো হবে; এটা আগের মতো বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানদের মাধ্যমে দেওয়া হবে না। এনআইএইচের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে স্বাস্থ্য অনুদানের ৩৫ বিলিয়নের ৯ বিলিয়নই দেওয়া হয় পরোক্ষ অনুদান।
এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন ট্রাম্প সমর্থকরা। তাঁর প্রশাসনের ব্যয় সংকোচন বিভাগের প্রধান ধনকুবের ইলন মাস্ক পদক্ষেপের প্রশংসা করে সামাজিক মাধ্যম এক্সে ‘দারুণ কাজ’ বলে বর্ণনা করেছেন। হোয়াইট হাউস থেকেও দাবি করা হয়, এ পদক্ষেপের কারণে ক্ষতিগ্রস্ত হবে না চিকিৎসা গবেষণা।
তবে বিশেষজ্ঞরা বলছেন উল্টো কথা। তারা সতর্ক করে বলেছেন, এভাবে অর্থ সহায়তা বন্ধ করায় গুরুত্বপূর্ণ স্বাস্থ্য গবেষণাকে বাধাগ্রস্ত হবে। যুক্তরাষ্ট্রের কাউন্সিল অন গভর্নমেন্ট রিলেশন্সের সভাপতি ম্যাট ওয়েনস বলেন, এটা জীবন রক্ষাকারী গবেষণা ও উদ্ভাবনের প্রক্রিয়াকে নিশ্চিতভাবে পঙ্গু করে দেবে। বিশ্বমানের গবেষণা চালানোর জন্য এ খরচ অপরিহার্য। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বীরা এ আত্মঘাতী পদক্ষেপে স্বস্তির নিঃশ্বাস ফেলবে। মার্কিনিরা এ ক্ষতি মোকাবিলার আগেই তারা এনআইএইচকে এ নীতি পুনর্বিবেচনার আবেদন জানান।
ট্রাম্প প্রশাসনের এ নীতির সমালোচনা করেছেন বিরোধী ডেমোক্র্যাটরাও। ডেমোক্র্যাট সিনেটর প্যাটি মুরি বলেন, তহবিল সংকুচিত করার প্রভাব পড়বে জীবন রক্ষার গবেষণায়, যার জন্য অনেক রোগী ও তাদের পরিবারের সদস্যরা অপেক্ষায় আছেন। তিনি বলেন, ‘অসুস্থ শিশুরা তাদের প্রয়োজনীয় চিকিৎসা পাবে না। হঠাৎ করে ক্লিনিক্যাল ট্রায়াল বন্ধ হয়ে যাবে, যা প্রভাব হবে ভয়ংকর। এ ধরনের পরোক্ষ খরচ সম্পর্কে ইলন মাস্কের কোনো ধারণা নেই। এর মূল্য মার্কিনিরা তাদের জীবন দিয়ে দেবেন।’
শিগগিরই এ ব্যায় সংকোচনমূলক পদক্ষেপ কার্যকর হবে। বেশ কয়েকজন বিজ্ঞানীর উদ্ধৃতি দিয়ে দ্য ওয়াশিংটন পোস্ট জানায়, বিশ্ববিদ্যালয়গুলোতে যেসব গবেষণা কার্যক্রম চলছে, ট্রাম্প প্রশাসনের এ ধরনের পদক্ষেপের কারণে তা আটকে যেতে পারে।
জো বাইডেনের মেয়াদে যুক্তরাষ্ট্রের জাতীয় ক্যান্সার ইনস্টিটিউটের প্রধান ছিলেন কিমরিন রাতমেল। তিনি বলেন, হঠাৎ করে এ ধরনের তহবিল বন্ধ করায় চিকিৎসা বিজ্ঞানের ওপর মারাত্মক প্রভাব পড়বে। ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটির এ গবেষক বলেন, অনেক মানুষ চাকরি হারাতে যাচ্ছেন; বন্ধ হয়ে যাবে ক্লিনিক্যাল ট্রায়াল। এতে ক্যান্সার ও অন্যান্য রোগের গবেষণার গতি থমকে যাবে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
সন্তানদের টানে বিচ্ছেদ থেকে বন্ধন, আদালত চত্বরে আবার বিয়ে
তিন বছর আট মাস আগে বিবাহবিচ্ছেদ হয় এক দম্পতির। পরে দুই কন্যাসন্তানের হেফাজত চেয়ে আদালতে পাল্টাপাল্টি মামলা করেন মা ও বাবা। শুনানির সময় বাবার সঙ্গে আদালতে সন্তানদের দেখা হতো। কিন্তু এতটুকু দেখাতে মন ভরত না সন্তানদের। সন্তানেরা মা-বাবাকে সব সময় একসঙ্গে কাছে পেতে চাইত। সাত বছর বয়সী বড় কন্যা প্রতিবার সাক্ষাতের সময় কান্নাকাটি করে মা-বাবাকে একসঙ্গে থাকার জন্য আকুতি জানাত।
পরে দুই কন্যার মানসিক অবস্থা বিবেচনা করে ব্যথা ও অভিমান ভুলে ওই দম্পতি আবার একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেন। প্রায় তিন বছর মামলা চালানোর পর গত মার্চ মাসে আদালত চত্বরে তাঁদের বিয়ে সম্পন্ন হয়।
সুপ্রিম কোর্টের আইনজীবী মলয় কুমার সাহা প্রথম আলোকে বলেন, শুধু কন্যাদের মানসিক অবস্থা বিবেচনায় নিয়ে ওই দম্পতি আবার এক হয়েছেন। আপসের পর ধর্মীয় বিধান মেনে আদালত চত্বরে তাঁদের আবার বিয়ে সম্পন্ন হয়েছে। তাঁরা সংসার শুরু করেছেন।
যেভাবে দ্বন্দ্ব, যেভাবে আপস
২০১৭ সালে পারিবারিকভাবে এই দুজনের বিয়ে হয়। তাঁরা দুজনই উচ্চশিক্ষিত। দুজনই উচ্চপদে চাকরি করেন। বিয়ের পর নারীর বাবার বাড়িতে তাঁদের সংসার শুরু হয়। পরে রাজধানীতে একটি ভাড়া বাসা নিয়ে থাকা শুরু করেন। বিয়ের এক বছরের মাথায় তাঁদের কন্যাসন্তানের জন্ম হয়।
নারীর ভাষ্য, বিয়ের পর তাঁদের সংসার ভালোই চলছিল। স্বামী যৌতুক চেয়েছিলেন। এ কারণে মেয়ের সুখের কথা ভেবে যৌতুক হিসেবে ছয় লাখ টাকা ব্যয় করে টিভি, ফ্রিজ, খাট ও আলমারি উপহার দেন তাঁর বাবা।
মামলায় ওই নারী অভিযোগ করেন, বসুন্ধরা আবাসিক এলাকায় তাঁর স্বামীর ভাড়া বাসায় ওঠার কয়েক মাস পর থেকে সংসারে অশান্তি শুরু হয়। ভাড়া বাসার পাশে তাঁর ননদের বাসা ছিল। শাশুড়ি কখনো তাঁদের সঙ্গে, আবার কখনো মেয়ের বাসায় থাকতেন। তুচ্ছ কারণে শাশুড়ির সঙ্গে তাঁর প্রায় সময় মনোমালিন্য হতো। এ নিয়ে স্বামী তাঁকে কটু কথা বলতেন। একপর্যায়ে মানসিক ও শারীরিক নির্যাতন করতেন স্বামী। তবু সন্তানের কথা ভেবে অত্যাচার সহ্য করে সংসার করতে থাকেন তিনি।
মামলায় ওই নারী আরও অভিযোগ করেন, একপর্যায়ে বাবার কাছ থেকে জমি লিখে নিতে স্বামী তাঁকে চাপ দিতে শুরু করেন। এ প্রস্তাবে রাজি না হওয়ায় শারীরিক ও মানসিক নির্যাতন আরও বেড়ে যায়। একসময় তাঁদের মধ্যে দূরত্ব তৈরি হয়। পরে নির্যাতন সহ্য করতে না পেরে বিয়ের চার বছরের মাথায় তিনি স্বামীকে তালাক দিয়ে সন্তান নিয়ে বাবার বাড়ি চলে যান।
তালাক কার্যকরের (তিন মাস) আগে স্বামীর পরিবারের সদস্যরা তালাকের নোটিশ প্রত্যাহারের অনুরোধ করতে থাকেন। স্বামী ও তাঁদের স্বজনেরা ওই নারীর কাছে অঙ্গীকার করেন, আর কখনোই শারীরিক বা মানসিক নির্যাতন করা হবে না। স্বামীর অনুরোধ ও সন্তানের কথা ভেবে কার্যকর হওয়ার আগে ওই নারী তালাকের নোটিশ প্রত্যাহার করে নেন। আবার সংসার শুরু করেন।
আদালতের কাছে নারী দাবি করেন, আবার সংসার শুরুর পর থেকে কয়েক মাস তাঁর স্বামীর সঙ্গে সম্পর্ক বেশ ভালো ছিল। তবে দ্বিতীয় সন্তান গর্ভে আসার পর থেকে আবারও স্বামী নির্যাতন করা শুরু করেন। তিনি এতটাই উগ্র হয়ে ওঠেন যে নির্যাতন ঠেকাতে পরিবারের অন্য সদস্যরা এগিয়ে এলে স্বামী তাঁদের সঙ্গেও খারাপ ব্যবহার করতেন। নির্যাতন সহ্য করতে না পেরে আবারও স্বামীর বাসা ছেড়ে চলে যান বাবার বাসায়। ২০২১ সালের ৩০ আগস্ট তিনি আবার তাঁর স্বামীকে তালাকের নোটিশ দেন। তালাক কার্যকরও হয়। ছয় মাস পর একটি বেসরকারি হাসপাতালে তাঁর দ্বিতীয় কন্যাসন্তানের জন্ম হয়। স্বামী কখনো দ্বিতীয় সন্তানকে দেখতে আসেননি।
তবে এই নারীর সব অভিযোগ অস্বীকার করেছেন তাঁর সাবেক স্বামী। সাবেক স্বামীর অভিযোগ, তাঁর মায়ের সঙ্গে স্ত্রীর বনিবনা হতো না। এ কারণে স্ত্রী প্রায় সময় তাঁর মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করতেন। একদিন রাগ করে তাঁর স্ত্রী বড় মেয়েকে নিয়ে বাবার বাড়ি চলে যান। দ্বিতীয় সন্তান জন্মের পর কন্যাদের দেখতে তিনি শ্বশুরবাড়িতে গেলে শ্বশুরবাড়ির লোকজন তাঁকে মারধর করেন। এ সময় তিনি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ ফোন দেন। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে।
এ ঘটনার পর তাঁদের দুজনের মধ্যে আর কোনো সমঝোতা হয়নি। পরে দুই কন্যার হেফাজত চেয়ে সাবেক স্ত্রীকে বিবাদী করে পারিবারিক আদালতে মামলা করেন সাবেক স্বামী। অন্যদিকে ওই নারীও সাবেক স্বামীকে বিবাদী করে একই ধারায় মামলা করেন।
আরও পড়ুনবিয়ের অনেক বছর পরও কেন বিচ্ছেদ হয়১০ জুলাই ২০২৪বিবাদীপক্ষের আইনজীবী মলয় কুমার সাহা প্রথম আলোকে বলেন, এই দম্পতির বড় সন্তানের বয়স প্রায় সাত বছর, আর ছোট সন্তানের বয়স চার বছর। পারিবারিক আদালতে মামলার শুনানি চলাকালে আদালতকক্ষে স্বামী-স্ত্রীর দেখা হতো। দুই কন্যা তখন মা–বাবা দুজনের সঙ্গেই কথা বলত। তারা কান্নাকাটি করত; সবাই মিলে একসঙ্গে থাকতে চাইত। একসময় স্বামী-স্ত্রী দুজনই সন্তানের মানসিক অবস্থার কথা চিন্তা করে আবার একসঙ্গে সংসার করার সিদ্ধান্ত নেন।
আইনজীবী মলয় কুমার সাহা বলেন, মা–বাবার বিচ্ছেদের পর সন্তানেরা মানসিক যন্ত্রণার মুখোমুখি হয়। শিশুর মানসিক বিকাশে মা–বাবার আদর-ভালোবাসা বিরাট ভূমিকা রাখে। বিচ্ছেদের কারণে আদর-ভালোবাসার ঘাটতি সন্তানদের জীবনে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলে। এ কারণে দুই কন্যার মানসিক সুস্থতার কথা ভেবে গত মার্চ মাসে আপস করে ওই দম্পতি আবার বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। তাঁরা সংসার শুরু করেছেন। তাঁদের ব্যাপারে নিয়মিত খোঁজখবর রাখা হচ্ছে। তাঁরা এখন সুখে আছেন।
আরও পড়ুনবিচ্ছেদের ৫০ বছর পর আবার একসঙ্গে দুজন ০৮ ডিসেম্বর ২০২৪আরও পড়ুনডিভোর্সের পরও সন্তানের কথা ভেবে এক ছাদের নিচে থাকা কি ঠিক২৮ ফেব্রুয়ারি ২০২৫