যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় রোববার বলেছেন, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সংস্থাগুলোর ‘শত শত কোটি ডলার জালিয়াতি’ খুঁজে বের করতে সহায়তা করবেন ইলন মাস্ক।

যুক্তরাষ্ট্রের টেলিভিশন চ্যানেল ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা বলেছেন। সাক্ষাৎকারটি কিছু অংশ রোববার প্রচারিত হয়েছে। বাকি অংশ দেশটির জাতীয় ফুটবল লীগের চূড়ান্ত ম্যাচ বা সুপার বোল ফুটবল চ্যাম্পিয়নশিপের আগে স্থানীয় সময় সোমবার সম্প্রচারিত হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুনতারা আমাদের সন্তানদের যন্ত্রণা দিচ্ছে: ট্রাম্পের অভিবাসনবিরোধী তল্লাশি নিয়ে সতর্ক যুক্তরাষ্ট্রের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো০৮ ফেব্রুয়ারি ২০২৫

সম্প্রচারিত অংশে ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের জনগণ চায় ‘আমি অপচয় খুঁজে বের করি’। ইলন মাস্কের সরকারি ব্যয় কমানোর উদ্যোগ অপ্রয়োজনীয় ব্যয় নির্মূল করতে ‘দুর্দান্তভাবে সহায়তা করছে’।

ট্রাম্প বলেন, ‘আমরা শত শত কোটি ডলারের জালিয়াতি ও অপব্যবহার খুঁজে বের করতে যাচ্ছি। আপনারা জানেন, এ জন্যই জনগণ আমাকে নির্বাচিত করেছেন।’

আরও পড়ুনইউএসএআইডির কর্মীদের ছুটিতে পাঠানোর ট্রাম্পের পরিকল্পনা স্থগিত করলেন মার্কিন বিচারক০৮ ফেব্রুয়ারি ২০২৫

তিন সপ্তাহ আগে ক্ষমতা গ্রহণকারী ট্রাম্প কেন্দ্রীয় সরকারের ব্যয় কমানোর লক্ষ্যে এরই মধ্যে অনেকগুলো নির্বাহী আদেশে সই করেছেন। সরকারের ব্যয় কমানোর দায়িত্ব দিয়েছেন মহাশূন্য-বিষয়ক প্রযুক্তি কোম্পানি স্পেসএক্স ও বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারী কোম্পানি টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ককে। তাঁকে করা হয়েছে ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিসিয়েন্সি (ডিওজিই) বা সরকারি দক্ষতা বিভাগের প্রধান। ডিওজিইর প্রধান হওয়ায় দেশটির লাখো নাগরিকের ব্যক্তিগত ও আর্থিক খাতের ডেটা মাস্কের হাতে চলে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ট্রাম্প যেসব প্রকল্প বন্ধ করতে চাইছেন, সেগুলোর মধ্য থেকে বেশ কিছুর গুরুত্ব তুলে ধরা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। কিন্তু তা সত্ত্বেও ট্রাম্প মনে করেন, প্রকল্পগুলো বন্ধ বা সংকুচিত করা উচিত। কিন্তু বিভিন্ন প্রকল্পে ব্যাপক জালিয়াতির বিষয়েও এখন পর্যন্ত প্রমাণ দিতে পারেননি ট্রাম্প।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ইলন ম স ক সরক র

এছাড়াও পড়ুন:

হুংকার দিয়ে জাতীয় নির্বাচন ঠেকান যাবে না: জাহিদ হোসেন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, “আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনকে কোনো শক্তি বা হুংকার দিয়ে বাধাগ্রস্ত করা যাবে না। জনগণ যদি গণতন্ত্রের পক্ষে ঐক্যবদ্ধ হয়, তবে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার হবে, ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে, রাজনৈতিক সংস্কার কার্যকর হবে এবং লুণ্ঠিত রাষ্ট্রীয় সম্পদ ফেরত আসবে।”

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আরো পড়ুন:

মাঠের জবাব মাঠে দেওয়া হবে: সালাহউদ্দিন 

বাগেরহাটে হরতাল প্রত্যাহার, নির্বাচন অফিস ঘেরাওয়ের ঘোষণা

তিনি বলেন, “বাংলাদেশের জনগণ গণতন্ত্রের পক্ষে জেগে উঠলে কোনো শক্তিই নির্বাচনী প্রক্রিয়া ঠেকাতে পারবে না। গণতন্ত্র থাকলে জনগণের ভোটাধিকার নিশ্চিত হবে, রাষ্ট্রের সম্পদ সুরক্ষিত থাকবে এবং আইনের শাসন প্রতিষ্ঠা পাবে।”

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “সংগঠনকে আরো শক্তিশালী করতে হবে এবং জনগণের আস্থা অর্জন করে তাদের পাশে দাঁড়াতে হবে। দেশের বর্তমান পরিস্থিতি পরিবর্তন করতে হলে ঐক্যবদ্ধভাবে জনগণের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে হবে।”

সভায় উপস্থিত ছিলেন, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সহ-সভাপতি শাহিনুর ইসলাম, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, যুগ্ম-সাধারণ সম্পাদক এসএম রেজা বিপুল প্রমুখ।

নেতাকর্মীরা এ সময় আসন্ন জাতীয় নির্বাচনে দলীয় কার্যক্রমকে আরো বেগবান করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। পাশাপাশি গ্রাম থেকে শহর পর্যন্ত সংগঠনকে সক্রিয় করে জনগণের মাঝে বিএনপিকে শক্তিশালীভাবে উপস্থাপনের আহ্বান জানান।

ঢাকা/মোসলেম/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ

  • পটুয়াখালীতে সালিস বৈঠকে অংশ নিলে নেতা-কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বিএনপি
  • জুলাই সনদের বাস্তবায়নে দেরি হলে জনগণ আবারও রাস্তায় নামবে: জামায়াত নেতা রফিকুল
  • বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে ঐকমত্য না হলে গণভোট ছাড়া উপায় নেই: এবি পার্টি
  • রোহিঙ্গা সমস্যায় রাজনৈতিক সমাধান খুঁজে বের করতে হবে
  • হুংকার দিয়ে জাতীয় নির্বাচন ঠেকান যাবে না: জাহিদ হোসেন
  • মাঠের জবাব মাঠে দেওয়া হবে: সালাহউদ্দিন 
  • জামায়াত কীভাবে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি তোলে: আনিসুল ইসলাম মাহমুদ
  • জুলাই সনদ নিয়ে যেসব বিষয় বিবেচনায় রাখতে হবে
  • ফরিদপুরে সীমানা নিয়ে ডিসির চিঠি, এলাকাবাসীর ৫ দাবি
  • জামায়া‌তের তিন‌ দি‌নের কর্মসূচি ঘোষণা