আশরাফ টেক্সটাইলের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বিএসইসি
Published: 12th, February 2025 GMT
পুঁজিবাজারের ওভার দ্য কাউন্টার (ওটিসি) মার্কেটের কোম্পানি আশরাফ টেক্সটাইল মিলস লিমিটেডের বিরুদ্ধে মানিলন্ডারিংসহ বিভিন্ন অভিযোগ প্রমাণিত হয়েছে। ফলে কোম্পানিটির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ৫ ফেব্রুয়ারি বিএসইসির ৯৪১ তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আশরাফ টেক্সটাইল মিলসের বিরুদ্ধে পরিচালিত তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে ৮৮১ তম এবং ৯০২ তম কমিশন সভার সিদ্ধান্তসমূহ পর্যালোচনাপূর্বক সিকিউরিটিজ আইন ও বিধি লঙ্ঘনের জন্য বিএসইসি প্রয়োজনীয় এনফোর্সমেন্ট ব্যবস্থা গ্রহণ করবে।
সেই সঙ্গে প্রতিষ্ঠানটির মানি লন্ডারিং বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এ প্রেরণ করার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঢাকা/এনটি/ইভা
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব যবস থ ব এসইস
এছাড়াও পড়ুন:
জাপানের রাস্তায় রাস্তায় ‘হিটেড বেঞ্চ’
জাপানের টোকিও, সাপোরো এবং ওসাকার মতো বড় বড় শহরগুলোর রাস্তায় হিটেড বেঞ্চ বসানো হয়েছে। তীব্র শীতের রাতে গৃহহীন মানুষদের উষ্ণতা এবং স্বস্তি দেওয়াই এই উদ্যোগের প্রধান লক্ষ্য।এই বেঞ্চগুলো সৌরশক্তি চালিত হয়ে থাকে।
হিটেড বেঞ্জগুলো দিনের বেলায় সূর্যের আলো থেকে তাপ সংগ্রহ করে বিশেষ "ফেজ-চেঞ্জ মেটেরিয়াল" ব্যবহার করে তা সংরক্ষণ করে। এরপর সংরক্ষিত তাপ রাতে ধীরে ধীরে নির্গত হয় এবং প্রায় ১২ ঘণ্টা পর্যন্ত উষ্ণতা সরবরাহ করতে পারে। এটি পরিবেশবান্ধব এবং সাশ্রয়ী।
আরো পড়ুন:
কারা বেশি কাঁদেন?
যেসব কারণে মানুষ স্বর্ণ জমায়
হিটেড বেঞ্চের জন্য কোনো অতিরিক্ত জ্বালানী বা বিদ্যুতের প্রয়োজন হয় না। এই মানবিক উদ্যোগটি জাপান সরকারের একটি সহানুভূতিশীল পদক্ষেপ, যা নগর পরিকল্পনায় উদ্ভাবন এবং সামাজিক কল্যাণের এক চমৎকার উদাহরণ বলছেন দেশটির নাগরিকেরা।
ঢাকা/লিপি