জেলা প্রশাসকদের সজাগ থাকতে বললেন প্রধান উপদেষ্টা
Published: 16th, February 2025 GMT
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসকদের সজাগ থাকার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস।  
রবিবার (১৬ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে আয়োজিত ডিসি সম্মেলনে তিনি এ নির্দেশ দেন। আজ সকালে প্রধান উপদেষ্টা তিন দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন-২০২৫ এর উদ্বোধন করেন।
এ সময় তিনি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারদর নিয়ন্ত্রণে রাখতে মাঠ পর্যায়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
প্রধান উপদেষ্টা বলেন, “পাসপোর্ট করতে হলে পুলিশ ভেরিফিকেশন লাগে, এটা তো আমার নাগরিক অধিকার। পাসপোর্ট একটি নাগরিক পরিচয়পত্র। এখন আইন করে দিয়েছি পাসপোর্ট করতে পুলিশের ভেরিফিকেশন লাগবে না। এগুলো লাগে না। এগুলো হয়রানি।”
 গত বছরের মতো এবারও সম্মেলনের মূল ভেন্যু ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তন। আজ শুরু হওয়া এ সম্মেলন চলবে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত।  
সম্মেলনে চারটি বিশেষ ও ৩০টি কার্য অধিবেশন থাকবে। এর মধ্যে রয়েছে উদ্বোধনী অনুষ্ঠান, প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ, প্রধান উপদেষ্টার সঙ্গে একটি মুক্ত আলোচনা এবং বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের একটি সভা।
এই চারটি বাদ দিয়ে বাকি ৩০টি হবে কর্ম-অধিবেশন। বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাটি হবে বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে।
ঢাকা/হাসান/ইভা
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
৫ কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচটি কোম্পানির কর্তৃপক্ষ ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সমাপ্ত সময়ের ব্যবসা সংক্রান্ত পরিচালনা পর্ষদ সভার তারিখ নির্ধারণ করেছে।
কোম্পানিগুলো হলো- এনভয় টেক্সটাইল, এমজেএল বিডি, হাক্কানী পাল্প, মেঘনা পেট্রোলিয়াম এবং রহিমা ফুড।
মঙ্গলবার (৪ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, কোম্পানিগুলোর মধ্যে আগামী ৮ নভেম্বর হাক্কানী পাল্প, ৯ নভেম্বর মেঘনা পেট্রোলিয়াম, ১০ নভেম্বর এনভয় টেক্সটাইল ও এমজেএল বিডি এবং ১১ নভেম্বর রহিমা ফুডের এ সংক্রান্ত পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ সভায় চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের ব্যবসায়িক অবস্থান অনুমোদন করা হবে। একইসঙ্গে স্টেকহোল্ডারদের জন্য তা প্রকাশ করা হবে।
ঢাকা/এনটি/ইভা