উত্তম নির্বাচন করতে হবে—ডিসিদের নির্দেশনা দেবে ইসি
Published: 16th, February 2025 GMT
নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, যেকোনো মূল্যে একটি উত্তম জাতীয় নির্বাচন করতে হবে—জেলা প্রশাসকদের (ডিসি) এই নির্দেশনা দেবে নির্বাচন কমিশন (ইসি)। আগামী মঙ্গলবার জেলা প্রশাসকদের সম্মেলনে নির্দেশনামূলক বক্তব্য দেবে ইসি।
আজ রোববার দুপুরে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, ইসি বিশ্বাস করে, এবার নির্বাচনে কোনো খারাপ উদাহরণ সৃষ্টি হবে না, দেশের ইতিহাসে একটি উত্তম নির্বাচন হবে।
নির্বাচন কমিশনার বলেন, এবার ডিসি সম্মেলনে আমন্ত্রণ পেয়েছে ইসি। ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় ইসির জন্য একটি নির্ধারিত সেশন রয়েছে।
ডিসেদের উদ্দেশে ইসির কী ধরনের বার্তা থাকবে, এমন প্রশ্নের জবাবে আনোয়ারুল ইসলাম বলেন, ‘যেহেতু নির্বাচন কমিশনের কাজ হলো নির্বাচন করা। আর নির্বাচনের “পার্ট অ্যান্ড পার্সেল” হচ্ছে মাঠ প্রশাসন, জেলা প্রশাসকেরা গুরুত্বপূর্ণ দায়িত্বপালন করেন, পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকে। সে ক্ষেত্রে এবার যেহেতু বর্তমান নির্বাচন কমিশন একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও স্বচ্ছ নির্বাচনের জন্য প্রতিজ্ঞাবদ্ধ এবং এ নির্বাচন না হওয়ার কোনো বিকল্প নেই; একটা উত্তম নির্বাচন করতে চাচ্ছি আমরা এবং যেকোনো মূল্যে এটি করতে হবে— এই মেসেজ আমরা দেওয়ার চেষ্টা করব।’
আরেক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম বলেন, ইতিপূর্বে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যেসব নির্বাচন হয়েছে, সেগুলো মাঠ প্রশাসনকে দিয়েই হয়েছে। সুতরাং সরকারের পক্ষ থেকে কোনো ধরনের চাপ বা প্রভাব থাকবে না। তাই তাঁরা আশাবাদী, এবারও সুষ্ঠু, সুন্দর নির্বাচন হবে।
আওয়ামী লীগ আগামী নির্বাচনে থাকতে পারবে কি না, এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বলেন, ‘আমাদের এ বিষয়ে বলার সময় এখনো আসেনি। আরেকটু অপেক্ষা করতে হবে। অপেক্ষা বলতে আরও সময় লাগবে। এ বিষয়ে আমরা এখনো কিছু বলতে চাচ্ছি না। সময়ই বলে দেবে, সময়ই আমাদের গাইড করবে। সময়ই বলবে, আমরা কী সিদ্ধান্ত নিচ্ছি।’
সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের বিষয়ে আনোয়ারুল ইসলাম বলেন, সীমানা নির্ধারণ একটি জটিল প্রক্রিয়া। বিদ্যমান আইন যদি সংশোধন করা হয়, তাহলে ইসি এ বিষয়ে ব্যবস্থা নেবে। কমিশনও আইন সংশোধনের উদ্যোগ নিচ্ছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
খেলার মাঠে নুসরাত ফারিয়া, ব্যক্তিত্বের খুঁজে পূজা চেরি
সামাজিক যোগাযোগ মাধ্যমে তারকারা বেশির ভাগ সময়ই সরব থাকেন। প্রকাশ করেন তাদের কাজের খবরসহ ব্যক্তি জীবনের নানা ঘটনা। কখনো কখনো সেগুলোই বৈচিত্র্য হয়ে ধরা দেয় ভক্তদের কাছে। একনজরে দেখে নিতে পারেন ফেসবুকের পাতা থেকে তারকাদের মনের কথা।
টেবিল টেনিস খেলার তিনটি ছবি শেয়ার করে অভিনেত্রী নুসরাত ফারিয়া লিখেছেন, ‘নতুন কিছুর জন্য প্রস্তুতি চলছে।’
পূজা চেরি লিখেছেন, ‘যে জায়গায় নিজের ব্যক্তিত্ব খুঁজে পাওয়া যায় না, সে জায়গা এড়িয়ে চলাই ভালো আমি মনে করি।’
অভিনেত্রী কাজী নওশাবা লিখেছেন, ‘শিল্পীদের উপর হামলা কোনভাবেই মেনে নেওয়া যাবে না! সঠিক নিরাপত্তা মনোনয়ন করুন।’
সামনে কেক নিয়ে অভিনেত্রী বর্ষা লিখেছেন, ‘যখন আমি আমার জন্মদিনের কেক খাই।’
নতুন ফটোশুটের তিনটি ছবি শেয়ার করে অভিনেত্রী মৌসুমী হামিদ লিখেছেন, ‘কালো সবসময়ই অভিজাত’।
স্ত্রীর বেবি সাওয়ারে তোলা কয়েকটি ছবি পোস্ট করেছেন ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত নির্মাতা কাজল আরেফিন অমি। সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার চিহ্ন।
স্বামী সন্তানের সঙ্গে ছবিটি পোস্ট করে সংগীতশিল্পী টিনা রাসেল লিখেছেন, ‘আমার পুরা দুনিয়া।’
কালো পাঞ্জাবি নিজের তিনটি ছবি শেয়ার করে অভিনেতা সজল লিখেছেন, ‘কালো সব সময়ই ভালো।’