রিটার্ন দাখিলের সময় আর বাড়ছে না
Published: 16th, February 2025 GMT
রিটার্ন দাখিলের সময় আর বাড়ছে না বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআরের) চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান। তিনি বলেন, আজ রাত ১২ টার আগ পর্যন্ত রিটার্ন দাখিল করলে কোনো জরিমানা লাগবে না।
রোববার রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন আব্দুর রহমান।
এনবিআরের চেয়ারম্যান বলেন, অনলাইনে রিটার্ন দাখিলের ক্ষেত্রে বেশ সাড়া পাওয়া যাচ্ছে। এখন পর্যন্ত ১৪ লাখ ১০ হাজার করদাতা রিটার্ন দাখিল করেছে। তবে আজ রাত ১২ টায় বন্ধ হওয়ার আগ পর্যন্ত আরও ২০-৩০ হাজার বাড়তে পারে।
তিনি বলেন, আগের নিয়মে হার্ডকপির মাধ্যমেও অনেকে রিটার্ন দাখিল করেছে। সব মিলিয়ে এখন পর্যন্ত প্রায় ৩৭ থেকে ৩৮ লাখ করদাতা রিটার্ন দাখিল করেছেন। বর্তমানে টিআইএনধারী করদাতার সংখ্যা ১ কোটি ১৪ লাখের মতো। তবে এরপরও রিটার্ন দাখিল করা যাবে। সেক্ষেত্রে জরিমানা গুনতে হবে।
উৎস: Samakal
কীওয়ার্ড: র ট র ন দ খ ল কর
এছাড়াও পড়ুন:
জাপানের রাস্তায় রাস্তায় ‘হিটেড বেঞ্চ’
জাপানের টোকিও, সাপোরো এবং ওসাকার মতো বড় বড় শহরগুলোর রাস্তায় হিটেড বেঞ্চ বসানো হয়েছে। তীব্র শীতের রাতে গৃহহীন মানুষদের উষ্ণতা এবং স্বস্তি দেওয়াই এই উদ্যোগের প্রধান লক্ষ্য।এই বেঞ্চগুলো সৌরশক্তি চালিত হয়ে থাকে।
হিটেড বেঞ্জগুলো দিনের বেলায় সূর্যের আলো থেকে তাপ সংগ্রহ করে বিশেষ "ফেজ-চেঞ্জ মেটেরিয়াল" ব্যবহার করে তা সংরক্ষণ করে। এরপর সংরক্ষিত তাপ রাতে ধীরে ধীরে নির্গত হয় এবং প্রায় ১২ ঘণ্টা পর্যন্ত উষ্ণতা সরবরাহ করতে পারে। এটি পরিবেশবান্ধব এবং সাশ্রয়ী।
আরো পড়ুন:
কারা বেশি কাঁদেন?
যেসব কারণে মানুষ স্বর্ণ জমায়
হিটেড বেঞ্চের জন্য কোনো অতিরিক্ত জ্বালানী বা বিদ্যুতের প্রয়োজন হয় না। এই মানবিক উদ্যোগটি জাপান সরকারের একটি সহানুভূতিশীল পদক্ষেপ, যা নগর পরিকল্পনায় উদ্ভাবন এবং সামাজিক কল্যাণের এক চমৎকার উদাহরণ বলছেন দেশটির নাগরিকেরা।
ঢাকা/লিপি