নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে চিত্রনায়িকা পারভীন সুলতানা দিতির বাড়িতে হামলা করা হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে সোনারগাঁ পৌরসভার দিয়াপাড়া এলাকায় হামলা করা হয়। এতে দিতির মেয়ে লামিয়া ও ভাই টিপু সুলতানের স্ত্রী শারমিন প্রিতি আহত হয়েছে। 

দিতির ভাই আনোয়ার হোসেন বলেন, ‘‘দুপুরে আমার ছোট ভাইয়ের স্ত্রী শারমিন প্রিতি, স্থানীয় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম টিটু, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দীন, সোহেল, জাহাঙ্গীরসহ গণ্যমান্য ব্যক্তিরা আমাদের বাড়ি সার্ভে করে জোর করে পিলার বসিয়ে দেয়। এ সময় আমরা বাধা দিলে বিএনপি নেতাদের সহযোগিতায় আমার ছোট ভাইয়ের স্ত্রী শারমিন প্রিতি ও তার সঙ্গীয় লোকজন আমার বোন দিতির মেয়ে লামিয়ার ওপর এবং আমাদের পরিবারের সদস্যদের ওপর হামলা চালিয়ে আহত করে এবং লামিয়ার গাড়ি ভাংচুর করে। এ সময় স্থানীয় লোকজনের সহযোগিতায় প্রাণ বাঁচাতে লামিয়া গাড়ি নিয়ে চলে যায়।’’ 

চিত্রনায়িকা দিতির ভাই টিপু সুলতানের স্ত্রী আহত শারমিন প্রিতি বলেন, ‘‘দীর্ঘ ৭ বছর আগে আমার স্বামী টিপু মারা যাওয়ার পর থেকে আমার শশুর বাড়ির লোকজন আমাকে ও আমার প্রতিবন্ধী শিশু সন্তানকে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করে রেখেছেন। আজকে পূর্বনির্ধারিত সময়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা বাড়িতে বসে আমার জমি মেপে দেয়ার সময় চিত্রনায়িকা দিতির মেয়ে লামিয়া ও তার সহযোগীরা আমার ওপর হামলা করে। এখানে বিএনপি নেতারা শুধু ন্যায়বিচার করার জন্য এসেছেন। কোনো জমি দখলের জন্য আসেননি।’’

আরো পড়ুন:

রাজশাহীতে ইউপি চেয়ারম্যানের বাড়িতে হামলা, নারী নিহত

মসজিদে হামলার ঘটনায় আহত ইব্রাহীমের মৃত্যু

এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বলেন, ‘‘আমি সেখানে কোনো দলীয় পরিচয়ে নয়, স্থানীয় বাসিন্দা হিসেবে গিয়েছিলাম। অন্যান্য বিএনপির নেতাকর্মীরা আমার বাসায় ছিল। নায়িকা দিতির মেয়ে লামিয়া নাকি শেখ হাসিনার পরিবারের শেখ মারুফকে সঙ্গে নিয়ে সোনারগাঁ আসছেন— এমন খবর পেয়ে বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থলে আসেন। কোনো জমি দখলের সঙ্গে আমরা কেউ জড়িত নই।’’ 

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমএ বারী বলেন, ‘‘এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন আমাকে ফোনে জানায় ওই এলাকায় জমি সংক্রান্ত বিষয়ে ঝামেলা হয়েছে। পরবর্তীতে ঘটনাস্থলে আমি পুলিশ পাঠিয়েছি। পরে শুনতে পেলাম বিষয়টি চিত্রনায়িকা দিতির পারিবারিক।’’ 

ঢাকা/অনিক/বকুল 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আহত ব এনপ র উপজ ল

এছাড়াও পড়ুন:

জাপানের রাস্তায় রাস্তায়  ‘হিটেড বেঞ্চ’

জাপানের টোকিও, সাপোরো এবং ওসাকার মতো বড় বড় শহরগুলোর রাস্তায় হিটেড বেঞ্চ বসানো হয়েছে। তীব্র শীতের রাতে গৃহহীন মানুষদের উষ্ণতা এবং স্বস্তি দেওয়াই এই উদ্যোগের প্রধান লক্ষ্য।এই বেঞ্চগুলো সৌরশক্তি চালিত হয়ে থাকে।

হিটেড বেঞ্জগুলো দিনের বেলায় সূর্যের আলো থেকে তাপ সংগ্রহ করে বিশেষ "ফেজ-চেঞ্জ মেটেরিয়াল" ব্যবহার করে তা সংরক্ষণ করে।  এরপর সংরক্ষিত তাপ রাতে ধীরে ধীরে নির্গত হয় এবং প্রায় ১২ ঘণ্টা পর্যন্ত উষ্ণতা সরবরাহ করতে পারে। এটি পরিবেশবান্ধব এবং সাশ্রয়ী। 

আরো পড়ুন:

কারা বেশি কাঁদেন? 

যেসব কারণে মানুষ স্বর্ণ জমায়

হিটেড বেঞ্চের জন্য কোনো অতিরিক্ত জ্বালানী বা বিদ্যুতের প্রয়োজন হয় না। এই মানবিক উদ্যোগটি জাপান সরকারের একটি সহানুভূতিশীল পদক্ষেপ, যা নগর পরিকল্পনায় উদ্ভাবন এবং সামাজিক কল্যাণের এক চমৎকার উদাহরণ বলছেন দেশটির নাগরিকেরা। 

ঢাকা/লিপি

সম্পর্কিত নিবন্ধ