দোহারে বৈষম্যবিরোধীদের কমিটি বিলুপ্তি দাবি
Published: 24th, February 2025 GMT
ঢাকার দোহার উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি অবাঞ্চিত ঘোষণা করে বিলুপ্তির দাবি সংবাদ সম্মেলন করা হয়েছে। রোববার দুপুরে দোহার প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া ছাত্র আন্দোলনকারীর একাংশের নেতারা।
লিখিত বক্তব্যে ছাত্র আন্দোলনকারীরা অভিযোগ করেন, দোহারে গত বছরের ১৮-১৯ জুলাই ও ৪ আগস্টে যারা আন্দোলন সংগ্রাম করে পুলিশের হয়রানির শিকার হয়েছেন এবং আওয়ামী লীগের তান্ডব বাহিনীর হামলার শিকার হয়েছেন, তাদেরকে বাদ দিয়েই দোহার উপজেলায় গত ১৯ ফেব্রুয়ারি ২২৫ জনের নাম উল্লেখ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি কমিটি ঘোষণা করা হয়। এই পকেট কমিটি কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয়।
এ সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশের সদস্যরা আরও দাবি করেন, আন্দোলনের সময় দোহারে কোনো ছাত্র সমন্বয়ক ছিলো না। অথচ কতিপয় ব্যক্তিরা স্বার্থ হাসিলের জন্য নিজেকে সমন্বয়ক দাবি করে একটি পকেট কমিটি ঘোষণা দেন। সেই কমিটিতে দোহারে আন্দোলন সংগ্রামে জড়িতদের নাম নেই! এই সমালোচিত উপজেলা কমিটির বিলুপ্তির দাবি জানান ছাত্ররা। তারা আরও হুঁশিয়ারি করে জানান, দাবি আদায় না হলে বৃহত্তর কর্মসূচির পদক্ষেপ নেওয়া হবে।
উপস্থিত ছিলেন দোহারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া আবুল কালাম, নুরুল ইসলাম রিজভী, পায়েল নুর, অমি, সিনহা প্রমুখ।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
জাপানের রাস্তায় রাস্তায় ‘হিটেড বেঞ্চ’
জাপানের টোকিও, সাপোরো এবং ওসাকার মতো বড় বড় শহরগুলোর রাস্তায় হিটেড বেঞ্চ বসানো হয়েছে। তীব্র শীতের রাতে গৃহহীন মানুষদের উষ্ণতা এবং স্বস্তি দেওয়াই এই উদ্যোগের প্রধান লক্ষ্য।এই বেঞ্চগুলো সৌরশক্তি চালিত হয়ে থাকে।
হিটেড বেঞ্জগুলো দিনের বেলায় সূর্যের আলো থেকে তাপ সংগ্রহ করে বিশেষ "ফেজ-চেঞ্জ মেটেরিয়াল" ব্যবহার করে তা সংরক্ষণ করে। এরপর সংরক্ষিত তাপ রাতে ধীরে ধীরে নির্গত হয় এবং প্রায় ১২ ঘণ্টা পর্যন্ত উষ্ণতা সরবরাহ করতে পারে। এটি পরিবেশবান্ধব এবং সাশ্রয়ী।
আরো পড়ুন:
কারা বেশি কাঁদেন?
যেসব কারণে মানুষ স্বর্ণ জমায়
হিটেড বেঞ্চের জন্য কোনো অতিরিক্ত জ্বালানী বা বিদ্যুতের প্রয়োজন হয় না। এই মানবিক উদ্যোগটি জাপান সরকারের একটি সহানুভূতিশীল পদক্ষেপ, যা নগর পরিকল্পনায় উদ্ভাবন এবং সামাজিক কল্যাণের এক চমৎকার উদাহরণ বলছেন দেশটির নাগরিকেরা।
ঢাকা/লিপি