নারায়ণগঞ্জ ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত।
Published: 27th, February 2025 GMT
নারায়ণগঞ্জ ডায়াবেটিক হাসপাতালের পরিচালনা পর্ষদ 'নারায়ণগঞ্জ ডায়াবেটিক সমিতি'র ২০২৪ সালের বার্ষিক সাধারণ সভা ২০২৫ সালের ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেল তিনটায় হাসপাতালের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের লাইফ মেম্বাররা এই বার্ষিক সভায় অংশগ্রহণ করে।
সংগঠনের সাবেক সভাপতি কাসেম জামালের সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন চুন্নুর সঞ্চালনায় অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় চারটি এজেন্ডার উপর আলোচনা করা হয়।
এজেন্ডাগুলো হলো, গত বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন, সাধারণ সম্পাদকের প্রতিবেদন পাঠ ও অনুমোদন, কোষাধ্যক্ষ কর্তৃক সমিতির ২০২১-২০২৩ সনের আয় ব্যয়ের হিসাব উপস্থাপন ও অনুমোদন এবং পরবর্তী বছরের হিসাব নিরীক্ষার জন্য অডিটর নিয়োগ দান।
সভা সূত্রে জানা যায়, সংগঠনের বিধি বহির্ভূত কর্মকাণ্ডের কারণে ইতিপূর্বে বহিষ্কৃত দুর্নীতিবাজ সাবেক সভাপতি ডা: শাহনেওয়াজ চৌধুরীকে পুনর্বাসনের জন্য সংগঠনের একটি অংশ বিগত কয়েকদিন যাবত বেশ তৎপরতা চালিয়েছে। বার্ষিক সাধারণ সভার আগে ডাঃ শাহানাজ চৌধুরীর বিরোধিতাকারি বেশ কয়েকজনকে হুমকিও দেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে সভায় তারা আর সুবিধা করতে পারেনি। ডা শাহনওয়াজ চৌধুরীর প্রসঙ্গ উত্থাপিত হলে এজেন্ডায় না থাকায় বিষয়টি সাথে সাথে নাকচ করে দেয়া হয়।
উল্লেখ থাকে যে, গত ২২ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ ডায়বেটিস সমিতির ২০২৫-২০২৭ সালের নির্বাচনে সভাপতি সাধারণ সম্পাদকসহ ১৭ জনের কমিটির ১৬ জনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন এবং একটি পদ শূন্য থাকে।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন সভাপতি দেলোয়ার হোসেন চুন্নু, সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন, সহ-সভাপতি এডভোকেট সওকত আলী, এওয়াইএম হাসমত উল্লাহ, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ তারেক আফজাল, কোষাধ্যক্ষ মোঃ শামসুল হক, যুগ্ম কোষাধ্যক্ষ খাজা আজিজুল হক, সদস্য মাজহার হোসেন মাসুম, অ্যাডভোকেট মোহাম্মদ জাকির হোসেন, সাইদুল ইসলাম শাকিল, শাহিনুর আলম, আবুল কাশেম, সাখাওয়াত হোসেন বাচ্চু, অ্যাডভোকেট বিএম হোসেন, খাজা আহসানুল্লাহ ও নাসির উদ্দিন মন্টু। যুগ্ম কোষাধ্যক্ষের একটি পদ শূন্য রয়েছে।
বার্ষিক সাধারণ সভায় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ডায়াবেটিস সমিতির লাইফ মেম্বার অ্যাডভোকেট জাকির হোসেন, অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম, অ্যাডভোকেট এইচএম আনোয়ার প্রধান, হাসপাতাল সুপার ডা: হাবিবুর রহমান, ডায়াবেটিক বিশেষজ্ঞ ডা: শামীম ভূঁইয়া, সিনিয়র কনসালটেন্ট ডা: ফারুক হোসেন প্রমুখ।
.উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য ণগঞ জ ড য স গঠন র
এছাড়াও পড়ুন:
ভোট ম্যানুয়ালি গণনার আবেদন করলেন উমামা ফাতেমা
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোট ম্যানুয়ালি (হাতে) গণনা করার আবেদন করেছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী উমামা ফাতেমা। সোমবার প্রধান রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেন তিনি।
আবেদনে উমামা ফাতেমা লিখেছেন, ‘আমরা স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের পক্ষ থেকে সদ্য অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন এবং হল সংসদ নির্বাচন ২০২৫–এর নির্বাচনকেন্দ্রিক স্বচ্ছতা যাচাইকরণের উদ্দেশ্যে প্রতিটি কেন্দ্রের ভোটদাতাদের তালিকার কপি, ওএমআর মেশিনের পরিবর্তে ম্যানুয়ালি পুনরায় ভোট গণনা এবং ভোটকেন্দ্রে ভোটারদের প্রবেশের সিসিটিভি ফুটেজ শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করার অনুরোধ করছি।’
৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ হয়। ওই দিন নির্বাচনের ফলাফল ঘোষণা চলার মধ্যে রাত সোয়া তিনটার পর ফেসবুকে এক পোস্টে ভোট বর্জনের ঘোষণা দেন উমামা ফাতেমা।
ডাকসু নির্বাচনে ভিপি পদে জয়ী হন ছাত্রশিবির–সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাদিক কায়েম। তিনি পেয়েছিলেন ১৪ হাজার ৪২ ভোট। অন্যদিকে ৩ হাজার ৩৮৯ ভোট পেয়ে চতুর্থ হন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের উমামা ফাতেমা।
আরও পড়ুনডাকসুর ২৮ পদে কার সঙ্গে কার প্রতিদ্বন্দ্বিতা হলো, জয়ের ব্যবধান কত১০ সেপ্টেম্বর ২০২৫