নারায়ণগঞ্জ ডায়াবেটিক হাসপাতালের পরিচালনা পর্ষদ 'নারায়ণগঞ্জ ডায়াবেটিক সমিতি'র ২০২৪ সালের বার্ষিক সাধারণ সভা ২০২৫ সালের ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেল তিনটায় হাসপাতালের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের লাইফ মেম্বাররা এই বার্ষিক সভায় অংশগ্রহণ করে।

সংগঠনের সাবেক সভাপতি কাসেম জামালের সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন চুন্নুর সঞ্চালনায় অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় চারটি এজেন্ডার উপর আলোচনা করা হয়।

এজেন্ডাগুলো হলো, গত বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন, সাধারণ সম্পাদকের প্রতিবেদন পাঠ ও অনুমোদন, কোষাধ্যক্ষ কর্তৃক সমিতির ২০২১-২০২৩ সনের আয় ব্যয়ের হিসাব উপস্থাপন ও অনুমোদন এবং পরবর্তী বছরের হিসাব নিরীক্ষার জন্য অডিটর নিয়োগ দান।

সভা সূত্রে জানা যায়, সংগঠনের বিধি বহির্ভূত কর্মকাণ্ডের কারণে ইতিপূর্বে বহিষ্কৃত দুর্নীতিবাজ সাবেক সভাপতি ডা:  শাহনেওয়াজ চৌধুরীকে পুনর্বাসনের জন্য সংগঠনের একটি অংশ বিগত কয়েকদিন যাবত বেশ তৎপরতা চালিয়েছে। বার্ষিক সাধারণ সভার আগে ডাঃ শাহানাজ চৌধুরীর বিরোধিতাকারি বেশ কয়েকজনকে হুমকিও দেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে সভায় তারা আর সুবিধা করতে পারেনি। ডা শাহনওয়াজ চৌধুরীর প্রসঙ্গ উত্থাপিত হলে এজেন্ডায় না থাকায় বিষয়টি সাথে সাথে নাকচ করে দেয়া হয়।

উল্লেখ থাকে যে, গত ২২ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ ডায়বেটিস সমিতির ২০২৫-২০২৭ সালের নির্বাচনে সভাপতি সাধারণ সম্পাদকসহ ১৭ জনের কমিটির ১৬ জনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন এবং একটি পদ শূন্য থাকে। 

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন সভাপতি দেলোয়ার হোসেন চুন্নু, সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন, সহ-সভাপতি এডভোকেট সওকত আলী, এওয়াইএম হাসমত উল্লাহ, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ তারেক আফজাল, কোষাধ্যক্ষ মোঃ শামসুল হক, যুগ্ম কোষাধ্যক্ষ খাজা আজিজুল হক, সদস্য মাজহার হোসেন মাসুম, অ্যাডভোকেট মোহাম্মদ জাকির হোসেন, সাইদুল ইসলাম শাকিল, শাহিনুর আলম, আবুল কাশেম, সাখাওয়াত হোসেন বাচ্চু, অ্যাডভোকেট বিএম হোসেন, খাজা আহসানুল্লাহ ও নাসির উদ্দিন মন্টু। যুগ্ম কোষাধ্যক্ষের একটি পদ শূন্য রয়েছে। 

বার্ষিক সাধারণ সভায় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ডায়াবেটিস সমিতির লাইফ মেম্বার অ্যাডভোকেট জাকির হোসেন, অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম, অ্যাডভোকেট এইচএম আনোয়ার প্রধান, হাসপাতাল সুপার ডা: হাবিবুর রহমান, ডায়াবেটিক বিশেষজ্ঞ ডা: শামীম ভূঁইয়া, সিনিয়র কনসালটেন্ট ডা: ফারুক হোসেন প্রমুখ।

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য ণগঞ জ ড য স গঠন র

এছাড়াও পড়ুন:

‘ওয়ার্ল্ড ক্যান্সার ডে রান ২০২৫’ অনুষ্ঠিত

ক্যানসার অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের উদ্যোগে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে ‘ওয়ার্ল্ড ক্যান্সার ডে রান ২০২৫ পাওয়ার্ড বাই রেনাটা পিএলসি। ক্যান্সার সচেতনতা বৃদ্ধি এবং দরিদ্র ক্যান্সার রোগীদের সহায়তার উদ্দেশ্যে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানের রেজিস্ট্রেশন ফি থেকে প্রাপ্ত অর্থের একটা অংশ বাংলাদেশে ক্যান্সার চিকিৎসার অন্যতম সেবাধর্মী প্রতিষ্ঠান আহছানিয়া মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের সুবিধাবঞ্চিত রোগী এবং বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের দরিদ্র, অসহায় ক্যান্সার আক্রান্ত শিশুদের চিকিৎসা সেবায় দেওয়া হয়েছে। 

অনুদান হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন- আহছানিয়া মিশনের প্রেসিডেন্ট প্রফেসর ড. গোলাম রাহমান, ঢাকা আহছানিয়া মিশনের ট্রেজারার মোহাম্মদ এম এ জলিল, বিশেষজ্ঞ ক্যান্সার চিকিৎসক অধ্যাপক ডা. আবুল আহসান দিদার, ডা. ফারহানা ফেরদৌসি, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের শিশু ক্যান্সার ও রক্তরোগ বিভাগের প্রধান প্রফেসর ডা. মো. বেলায়েত হোসাইন, ক্যান্সার অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের ফাউন্ডার ডা. মোহাম্মদ মাসুমুল হক, ও রেনাটা পিএলসির হেড অব মার্কেটিং (অনকোলজি ও হেমাটোলজি) আমীর আবদুল্লাহসহ অন্যান্যরা। সংবাদ বিজ্ঞপ্তি।


 

সম্পর্কিত নিবন্ধ

  • ঢাবিতে পিস, কনফ্লিক্ট অ্যান্ড হিউম্যান রাইটসে প্রফেশনাল মাস্টার্স, জিপিএ ২.৫ এ আবেদন
  • আজ টিভিতে যা দেখবেন (১ মে ২০২৫)
  • মহান মে দিবস: শ্রমিকের অধিকার রক্ষায় সংস্কারে জোর সরকারের
  • ইউসেপ বাংলাদেশ নেবে ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট, বয়স ৩৫ হলেও আবেদন
  • সিলেট আর্মি আইবিএতে বিবিএ প্রোগ্রাম, আবেদন শেষ ৪ মে
  • কোহিনুর কেমিক্যালের ৯ মাসে মুনাফা বেড়েছে ২৮.৪২ শতাংশ
  • ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে ব্যাংকে চাকরি, স্নাতকে জিপিএ–৩ হলে আবেদন
  • রোনালদোর আল নাসর কেন নেই ক্লাব বিশ্বকাপে
  • আজ টিভিতে যা দেখবেন (৩০ এপ্রিল ২০২৫)
  • ‘ওয়ার্ল্ড ক্যান্সার ডে রান ২০২৫’ অনুষ্ঠিত