ফতুল্লায় শিক্ষার্থীদের ইফতার সামগ্রী দিলো ইসলামী ছাত্র আন্দোলন
Published: 28th, February 2025 GMT
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে অর্ধশতাধিক শিক্ষার্থীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে ফতুল্লার শিবু মার্কেটস্থ আইসিএবি জেলা কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, নারায়ণগঞ্জ জেলার সেক্রেটারি মুহাম্মাদ জাহাঙ্গীর কবীর। তিনি বলেন, শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। রমজানের পবিত্রতা রক্ষা এবং ইবাদতের সুযোগ বাড়াতে আমাদের এ উদ্যোগ।
বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, নারায়ণগঞ্জ জেলার ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুহাম্মাদ জুবায়ের হোসাইন। তিনি বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকেই আমরা প্রতি বছর এ ধরনের উদ্যোগ নিয়ে থাকি। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মুহাম্মাদ আলী, এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।
এতে আরও উপস্থিত ছিলেন, সহ-সভাপতি সাঈদ মাহমুদ সোহাগ, প্রশিক্ষণ সম্পাদক নাইমুল ইসলাম, দাওয়াহ্ সম্পাদক সাইদুল ইসলাম সিয়াম, প্রকাশনা ও দফতর সম্পাদক মুহাম্মাদ মাসুম বিল্লাহসহ দায়িত্বশীল নেতৃবৃন্দ।
ইফতার সামগ্রীর মধ্যে ছিল ছোলা বুট, মুড়ি, চিনি, খেজুর, তেল, ট্যাং, খেসারির ডালসহ প্রয়োজনীয় উপকরণ।
শিক্ষার্থীরা এই উদ্যোগকে স্বাগত জানায় এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানায়।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ইফত র ন র য়ণগঞ জ জ ল ইসল ম
এছাড়াও পড়ুন:
সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা রিয়াদের দুই মেয়ে গুরুতর আহত : দোয়া প্রার্থনা
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির প্রথম সদস্য মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি রাফি উদ্দিন রিয়াদের দুই মেয়ে নূবাইসা ও নূসাইবা সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।
বুধবার দুপুর সোয়া বারোটার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডস্থ চানমারি ট্যাক্সি স্ট্যান্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পরে তাদেরকে উদ্ধার করে প্রথমে খানপুর হাসপাতালে নেয়া হলে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করেন। সেখানেও অবস্থা গুরুতর হলে মোহাম্মদপুর আল-মানার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
আহত দুই মেয়ের দ্রুত সুস্থতার জন্য রাফি উদ্দিন রিয়াদ সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন। নূবাইসা ও নূসাইবা নারায়ণগঞ্জ বেইলী স্কুলের ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থী।
জানা যায়, স্কুল শেষে অটোরিকশায় করে বাসায় ফিরছিলেন। হঠাৎ করে চানমারি ট্যাক্সি স্ট্যান্ডের সামনে অটোরিকশাটিকে প্রাইভেট কারে ধাক্কা দিলে উল্টিয়ে পড়ে গুরুতর আহত হন নূবাইসা ও নূসাইবা ।
দুর্ঘটনায় নূবাইসা ডান হাতের এক আঙ্গুল বিচ্ছিন্ন ও পায়ে গুরুতর আঘাত পায়। এছাড়া নূসাইবা মুখ ও পায়েও আঘাত পেয়েছেন।