রমজানকে সামনে রেখে দিনাজপুরের হিলি স্থলবন্দরে ভারত থেকে বেড়েছে ছোলা আমদানি। যার প্রভাব পড়তে শুরু করেছে বাজারে। হিলির বাজারে গত এক মাসের ব্যবধানে ছোলার দাম কমেছে কেজিতে ২৫ টাকা। বর্তমানে ইফতারের অন্যতম এই উপকরণটি বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি দরে।  

শনিবার (১ মার্চ) সকালে হিলি বন্দর বাজারের ব্যবসায়ীরা জানান, রমজানে বাজারে ছোলার দাম কম বা স্বাভাবিক রাখতে ভারত থেকে পর্যাপ্ত ছোলা আমদানি করছেন ব্যবসায়ীরা। কয়েক মাস আগেও এই বন্দরে দিনে এক থেকে দুই ট্রাক ছোলা আমদানি হত। রমজানকে ঘিরে শুল্কমুক্ত প্রতিদিন ১০ থেকে ২০ ট্রাক ছোলা আমদানি হচ্ছে। যে কারণে কমে গেছে ছোলার দাম। এক মাস আগে বাজারে ছোলার কেজি ছিল ১২৫ টাকা। বর্তমান দাম কমে ছোলা ১০০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। 

তারা আরো জানান, বাজারে মসুর ডাল বিক্রি হচ্ছে মোটাটা ১০০ টাকা ও দেশিটা ১৩০ টাকা কেজি দরে। বুটের ডাল ১২০, খেসারির ডাল ১০৫, মাসকলাই ১৮০ ও মুগ ডাল বিক্রি হচ্ছে ১৬০ টাকা কেজি দরে।   

আরো পড়ুন:

অস্ট্রেলিয়ায় রোজা শুরু শনিবার

দেশের সব মসজিদে একই পদ্ধতিতে খতমে তারাবিহ পড়ার আহ্বান

হিলি বাজারে ছোলা কিনতে আসা আব্দুল খালেক বলেন, “ইনশাআল্লাহ আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে রমজান মাস। ইফতারের জন্য ছোলার প্রয়োজনীয়তা অপরিসীম। আজ বাজারে ছোলা কিনতে আসলাম। দাম আগের চেয়ে অনেক কম। এর আগে ১২৫ টাকা কেজি দরে ছোলা কিনেছিলাম, আজ মাত্র ১০০ টাকা কেজি।”

মফিদুল ইসলাম নামে অপর ক্রেতা বলেন, “প্রতিবছর রমজানে নিত্যপণ্যের দাম থাকে বাড়তির দিকে। এবার চিত্র আলাদা। প্রায় পণ্যের দাম কম। এবার ছোলা ১০০ টাকা, পেঁয়াজ ৩০, আদা ১০০ টাকা, কাঁচা মরিচ ৪০ টাকা ও রসুন ১০০ টাকা কেজি দরে কিনতে পেরেছি। পাশাপাশি অন্যান্য সবজির দামও অনেক কম। আশা করছি, এবার রমজানে তেমন সমস্যা হবে না।”  

হিলি বাজারে ছোলার ব্যবসায়ী জামান বলেন, “বর্তমান ভারত থেকে এই বন্দরে পর্যাপ্ত ছোলা আমদানি হচ্ছে। পাশাপাশি অন্যান্য দেশ থেকেও ছোলা আমদানি করছে সরকার বলে শুনেছি। মূলত রমজান মাসে এসব পণ্যের দাম স্বাভাবিক রাখার জন্যই আমদানি করা হচ্ছে। আমরা ১০০ থেকে ১০৫ টাকা কেজি হিসেবে ছোলা খুচরা বিক্রি করছি।” 

হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা শফিউল ইসলাম বলেন, “কিছুদিন ধরে এই বন্দরে ছোলা আমদানি বৃদ্ধি পেয়েছে। শুল্কমুক্তভাবে পণ্যটি আমদানি হচ্ছে। যেহেতু রমজান মাস চলে এসেছে, সেহেতু আমরা কাস্টমসের সব কার্যক্রম দ্রুততার সঙ্গে সম্পন্ন করে পণ্যটির ছাড়করণ করছি।” 

ঢাকা/মোসলেম/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর রমজ ন আমদ ন র দ ম কম ১০০ ট ক আমদ ন রমজ ন

এছাড়াও পড়ুন:

বাগদানের গুঞ্জনের মাঝে হুমার রহস্যময় পোস্ট

অনেক দিন ধরে গুঞ্জন উড়ছে, অভিনয় প্রশিক্ষক রচিত সিংয়ের সঙ্গে প্রেম করছেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশি। যদিও তারা এ সম্পর্কের কথা কখনো স্বীকার করেননি। কয়েক দিন আগে জানা যায়, দীর্ঘ দিনের কথিত প্রেমিক রচিতের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন হুমা কুরেশি।  

বিভিন্ন সংবাদমাধ্যমের বরাত দিয়ে দ্য ফ্রি প্রেস জার্নাল জানিয়েছে, এক বছরের বেশি সময় লিভ-ইন সম্পর্কে থাকার পর বাগদান সম্পন্ন করেছেন তারা। যদিও এই খবরের কোনো প্রতিক্রিয়া জানাননি হুমা।  

আরো পড়ুন:

আমার স্বামীর উপরে কু-নজর পড়েছে: অঙ্কিতা

‘উদয়ের সঙ্গে ব্রেকআপের পর অনেক কষ্ট পেয়েছিলাম’

বুধবার (১৭ সেপ্টেম্বর) ইনস্টাগ্রামে একটি রহস্যময় বার্তা শেয়ার করেছেন এই অভিনেত্রী। হুমা তার ইনস্টাগ্রাম স্টোরিতে রামেন বাউলের ছবি শেয়ার করে লেখেন, “প্রত্যেকেরই শান্ত হওয়া প্রয়োজন… আর শান্তভাবে কাজ করা উচিত।” পাশাপাশি জানান, তিনি বর্তমানে দক্ষিণ কোরিয়ায় অবস্থান করছেন। 

এর আগে হুমা-রচিতের ঘনিষ্ঠজন হিন্দুস্তান টাইমসকে বলেন, “হুমা তার দীর্ঘ দিনের প্রেমিক, অভিনয় প্রশিক্ষক রচিত সিংয়ের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন।”  

হুমা ও রচিতের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়, তাদের ঘনিষ্ঠ বন্ধু, গায়িকা আকাসা সিংয়ের শেয়ার করা একটি ছবিকে কেন্দ্র করে। এ ছবির ক্যাপশনে আকাসা লেখেন, “এক টুকরো এই স্বর্গের জন্য তোমাদের অভিনন্দন। দারুণ একটি রাত কেটেছে।”   

এ ঘটনার কিছুদিন পর, হুমা ও রচিতকে একসঙ্গে দেখা যায় সোনাক্ষী সিনহা ও জহির ইকবালের বিয়েতে, দুজনেই সেদিন পরেছিলেন গোলাপী রঙের পোশাক। তাদের রসায়ন ছিল চোখে পড়ার মতো এবং ভক্তরা দ্রুত অনলাইনে খোঁজখবর নেওয়া শুরু করেন এই রহস্যময় ব্যক্তিটিকে (রচিত) নিয়ে।  

সম্প্রতি, রচিতের ঘনিষ্ঠ একজনের জন্মদিন উদযাপনের সময় আবারো তাদের একসঙ্গে দেখা যায়, যা তাদের বাগদান নিয়ে জল্পনা আরো বাড়িয়ে তোলে। তবে বাগদান নিয়ে নানা চর্চা চললেও সরাসরি একটি কথাও বলেননি হুমা কিংবা রচিত।  

রচিত সিংহ একজন নামকরা অভিনয় প্রশিক্ষক। রচিত সিং ওয়ার্কশপ নামে তার নিজস্ব প্রতিষ্ঠান রয়েছে। এই ওয়ার্কশপের মাধ্যমে ১০০টিরও বেশি কর্মশালা পরিচালনা করেছেন রচিত। তার কর্মশালায় অংশ নিয়েছেন—গুলশন দেবাইয়া, ইমাদ শাহ, কুণাল কাপুর, পূজা হেগডে, হর্ষবর্ধন রানে, অমৃতা সুবাস, সহানা গোস্বামী, অহনা কুমারা, রণবীর সিং, বরুণ ধাওয়ান, ভিকি কৌশল, অনুশকা শর্মা, অনীত পড্ডা, শানায়া কাপুরের মতো অভিনয়শিল্পীরা।  

এর আগে পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার মুদাসসার আজিজের সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশি। দীর্ঘ ৩ বছর সম্পর্কে ছিলেন তারা। ২০২২ সালের শেষের দিকে জানা যায়, ভেঙে গেছে এই সম্পর্ক।  

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ