মিষ্টি জাতীয় খাদ্য পণ্যের অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড সুইট নেশনের সপ্তম শাখার উদ্বোধন করা হয়েছে। রাজধানীর পুরান ঢাকার ২৮/১ কাঠেরপুল, বানিয়া নগর, সূত্রাপুর এলাকায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা করা হয় এই নতুন শাখার। নারায়ণগঞ্জ থেকে পরিচালিত সুস্বাদু মিষ্টির ব্র্যান্ড সুইট নেশনের এই উদ্বোধনের মধ্য দিয়ে রাজধানী ঢাকায় চারটি এবং নারায়ণগঞ্জে তিনটি শাখাসহ মোট সাতটি শাখায় কার্যক্রম চলবে সুইট নেশনের।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৯ ফেব্রুয়ারি বিকেলে সুইট নেশনের সপ্তম ব্রাঞ্চের ফিতা কেটে উদ্বোধন করেন আলিফ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফয়সাল। এসময় আরও উপস্থিত ছিলেন আজাদ রিফাত ফাইবার্স প্রাইভেট লিমিটেডের পরিচালক মোহাম্মদ তাহজুল ইসলাম রাজিব, সুইট নেশনের প্রধান উদ্যোক্তা ফখরুল ইসলাম রাহাদ, আজাদ রিফাত ফাইবারস প্রাইভেট লিমিটেডের অন্যতম পরিচালক মাহমুদুল ইসলাম রিফাত, নবাব টোবাকোর পরিচালক আরশীফ আলী এবং কণ্ঠশিল্পী পারভেজসহ অনেকেই।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, স্বাস্থ্যসম্মত অর্গানিক পদ্ধতিতে নিজস্ব খামারের গাভীর দুধ দিয়ে মিষ্টি তৈরি করে সুইট নেশন। তারা মিষ্টির স্বাদকে অক্ষুণ্ন রেখে বিশুদ্ধ দই, মিষ্টি নারায়ণগঞ্জ ও রাজধানীর মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতেই এই উদ্যোগ নিয়েছে। তারই ধারাবহিকতায় নতুন শাখার যাত্রা বলে জানান ব্রান্ডটির প্রধান উদ্যেক্তা ফকরুল ইসলাম রাহাদ। তিনি বলেন, ‘সুইট নেশনের সুস্বাদু মিষ্টির রয়েছে ৫০টির অধিক আইটেম। এছাড়া বার্থডে কেক,পার্টি কেকসহ রয়েছে স্ন্যাকস টিফিনের ও বিভিন্ন আইটেম।’

তিনি আরও বলেন, ‘ক্রেতাদের চাহিদা অনুযায়ী সুইট নেশনের পণ্যের মান বজায় রেখে সময়ের সাথে নতুনত্বের আরও পণ্য উৎপাদন করার পরিকল্পনা মাথায় রেখে নারায়ণগঞ্জ, ঢাকা ও রাজধানী সহ আশেপাশের জেলাগুলোতে আরো আউটলেট করার পরিকল্পনা রয়েছে।’

২০১৮ সালে সুইট নেশনের যাত্রা শুরু হয় ডেইরি ফার্মের মাধ্যমে। সুইট নেশনের সহযোগী প্রতিষ্ঠান গ্রিন বেল ডেইরি রেঞ্চ। ২০২০ সালে কলেজ রোডে সুইট নেশনের প্রথম আউটলেট করা হয়। জনপ্রিয়তা ও ক্রেতাদের চাহিদার বাড়ার সঙ্গে  দ্বিতীয়টি নারায়ণগঞ্জের বঙ্গবন্ধুর সড়কের বেনু টাওয়ারের প্রথম ফ্লোরে উদ্বোধন করা হয়। তৃতীয়টি রাজধানী ঢাকার মোহাম্মদপুরে আসাদ এভিনিউ, চতুর্থটি করা হয় রাজধানীর প্রাণকেন্দ্র শনির আখড়ায় এবং পঞ্চম আউটলেট করা হয় নারায়ণগঞ্জের নবাব সলিমুল্লাহ রোডের মিশন পাড়া এলাকায়।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ন র য ণগঞ জ ল ইসল ম র পর চ ল

এছাড়াও পড়ুন:

জাপানের রাস্তায় রাস্তায়  ‘হিটেড বেঞ্চ’

জাপানের টোকিও, সাপোরো এবং ওসাকার মতো বড় বড় শহরগুলোর রাস্তায় হিটেড বেঞ্চ বসানো হয়েছে। তীব্র শীতের রাতে গৃহহীন মানুষদের উষ্ণতা এবং স্বস্তি দেওয়াই এই উদ্যোগের প্রধান লক্ষ্য।এই বেঞ্চগুলো সৌরশক্তি চালিত হয়ে থাকে।

হিটেড বেঞ্জগুলো দিনের বেলায় সূর্যের আলো থেকে তাপ সংগ্রহ করে বিশেষ "ফেজ-চেঞ্জ মেটেরিয়াল" ব্যবহার করে তা সংরক্ষণ করে।  এরপর সংরক্ষিত তাপ রাতে ধীরে ধীরে নির্গত হয় এবং প্রায় ১২ ঘণ্টা পর্যন্ত উষ্ণতা সরবরাহ করতে পারে। এটি পরিবেশবান্ধব এবং সাশ্রয়ী। 

আরো পড়ুন:

কারা বেশি কাঁদেন? 

যেসব কারণে মানুষ স্বর্ণ জমায়

হিটেড বেঞ্চের জন্য কোনো অতিরিক্ত জ্বালানী বা বিদ্যুতের প্রয়োজন হয় না। এই মানবিক উদ্যোগটি জাপান সরকারের একটি সহানুভূতিশীল পদক্ষেপ, যা নগর পরিকল্পনায় উদ্ভাবন এবং সামাজিক কল্যাণের এক চমৎকার উদাহরণ বলছেন দেশটির নাগরিকেরা। 

ঢাকা/লিপি

সম্পর্কিত নিবন্ধ