কে ক্র্যাফট
ঈদ আসে আনন্দের সহযাত্রী হয়ে। তাই আসছে ঈদকে সামনে রেখে শিশু থেকে শুরু করে সব বয়সী ক্রেতা, শুভানুধ্যায়ীকে প্রত্যাশিত নতুন কিছু দেওয়ার জন্য কে ক্র্যাফট ইতোমধ্যে ঈদ আয়োজনের পোশাক নিয়ে হাজির হয়েছে। আয়োজনে রয়েছে নানা প্যাটার্নের সালোয়ার-কামিজ, ডাবল লেয়ারড সালোয়ার-কামিজ, লং-কুর্তি, রেগুলার কুর্তি, টপস, ডাবল লেয়ারড কুর্তি, টিউনিক, গাউন, কাফটান, প্যান্টসহ টপস, টপস-স্কার্ট। ছেলেদের জন্য রেগুলার, কাটবেজড ও ফিটেড পাঞ্জাবি, রেগুলার ও স্লিম ফিট ক্যাজুয়াল শার্ট, এথনিক শার্ট, ফতুয়া ও টি-শার্ট। এ ছাড়াও থাকছে বাচ্চাদের জন্য উৎসবভিত্তিক পোশাক, ম্যাচ করা ফ্যামিলি পোশাক এবং যুগলদের জন্য বিশেষ পোশাক। পরিবেশ ও আবহাওয়ার সঙ্গে আরামের বিষয়টি মাথায় রেখে ফেব্রিক ও রঙের ব্যাপারেও গুরুত্ব দেওয়া হয়েছে। v
সাতকাহন
ঈদ আনন্দে যোগ দিতে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড ‘সাতকাহন’ ফ্যাশনপ্রেমীদের কথা চিন্তা করে এবার নিয়ে এসেছে তাদের বিশেষ ঈদ কালেকশন ২০২৫। ঐতিহ্য ও আধুনিকতার মিশেলে তৈরি এই নতুন সংগ্রহে থাকছে বসন্তের উচ্ছ্বাস, ভালোবাসার রং, আরামদায়ক ফেব্রিক্স ও নান্দনিক ডিজাইনের সমন্বয়। ‘সাতকাহন’-এর কালেকশনে এবার উজ্জ্বল রঙের দৃষ্টিনন্দন সংমিশ্রণ করা হয়েছে। ডিজাইনগুলোয় দেশীয় কারিগরদের শিল্পকর্ম ফুটিয়ে তোলা হয়েছে, যা ফ্যাশনপ্রেমীদের মন জয় করবে। নতুন এই কালেকশনে আবেগ, ভালোবাসা ও বাংলার ঐতিহ্যকে তুলে ধরার চেষ্টা করেছে। ট্রেন্ড ও আরামের দিকটিও সমানভাবে গুরুত্ব পেয়েছে, যাতে ক্রেতারা স্টাইল ও স্বাচ্ছন্দ্য দুটিই উপভোগ করতে পারেন। সাতকাহনের ঈদ কালেকশনকে দুটি ঋতুর ভিন্নতা এবং সংযোগের কথা মাথায় রেখে বিশেষভাবে সাজানো হয়েছে বাহারি রং, নকশা ও ট্রেন্ডি ডিজাইনের মাধ্যমে, যেখানে ফুটে উঠেছে বাংলার ঐতিহ্য।
রঙ বাংলাদেশ
‘রঙ বাংলাদেশ’-এর এবারের ঈদের থিম ‘আল হামরা মসজিদ’, ‘টি’নালক উইভিং’ ও ‘ডিলাইট ইন ডিজাইন-ইন্ডিয়ান সিলভার ফর দ্য রাজ’। আল হামরা মসজিদ স্পেনের কর্ডোবা শহরে অবস্থিত উমাইয়া খলিফাদের নির্মিত একটি ঐতিহাসিক স্থাপত্য। এই মসজিদের অনন্য শিল্পশৈলীমণ্ডিত নকশার অনুপ্রেরণাকে ‘রঙ বাংলাদেশ’ কাজে লাগিয়েছে ঈদের পোশাকে। টি’নালক উইভিং একটি ঐতিহ্যবাহী বুননশিল্প, যা ফিলিপাইনের টি’বোলি জনগোষ্ঠীর সামাজিক পরিচয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। প্রাচীন এ শিল্প মাধ্যমে প্রাকৃতিক সুতার ব্যবহারে সুন্দর নকশার টি’নালক শাড়ি ও অন্যান্য পোশাক তৈরি হয়, যা মূলত স্বপ্ন ও প্রাকৃতিক দৃশ্য অনুপ্রাণিত জটিল জ্যামিতিক নকশা ও নিপুণ কারুকাজের জন্য পরিচিত। ‘ডিলাইট ইন ডিজাইন-ইন্ডিয়ান সিলভার ফর দ্য রাজ’ ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের সময় ভারতীয় কারিগরদের তৈরি রূপার শিল্পকর্ম। এ শিল্পকর্মে আছে সূক্ষ্ম খোদাই, জটিল নকশা এবং কারিগরদের সৃজনশীলতার ছাপ; যা ‘রঙ বাংলাদেশ’-এর পোশাকে নিপুণভাবে ফুটিয়ে তুলেছে।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাইকোলজিতে প্রফেশনাল এমএস কোর্স, আবেদনের সময় বৃদ্ধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ে মনোবিজ্ঞান বিভাগে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে প্রফেশনাল এমএস কোর্সে আবদনের সময় বাড়ানো হয়েছে। তৃতীয় ব্যাচের ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের আবেদনপত্র গ্রহণ ও জমাদানের সর্বশেষ তারিখ ২২ মে ২০২৫। ভর্তি পরীক্ষা ২৩ মে ২০২৫, সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগে অনুষ্ঠিত হবে।
আরও পড়ুনপ্রাথমিক শিক্ষকদের বেতন এক ধাপ বাড়ানোর উদ্যোগ, ভিন্নমত শিক্ষকদের২৮ এপ্রিল ২০২৫আরও পড়ুনজাপানে উচ্চশিক্ষা: যাত্রা শুরু করবেন কোথা থেকে, কীভাবে?২৮ এপ্রিল ২০২৫