জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) সতর্ক করেছে, যদি দ্রুত তহবিল না পাওয়া যায় তবে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মাসিক রেশন অর্ধেকে কমিয়ে দিতে হবে।

শুক্রবার (৭ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, তহবিলের অভাবে ১০ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থীর খাদ্য সহায়তা হুমকির মুখে। বর্তমানে শরণার্থীরা মাসে ১২.

৫০ ডলার রেশন পাচ্ছেন, কিন্তু জরুরি তহবিল না পাওয়া গেলে তা কমিয়ে ৬ ডলারে নামিয়ে আনা হবে। 

এ সংকট এমন এক সময়ে ঘটছে, যখন শরণার্থীরা রমজান শেষে ঈদ উদযাপনের প্রস্তুতি নিচ্ছে।

ডব্লিউএফপি জানিয়েছে, তাদের রেশন ব্যবস্থায় রোহিঙ্গারা ভাউচার ব্যবহার করে নির্ধারিত দোকান থেকে খাবার কিনতে পারেন। তবে পুরো রেশন চালিয়ে যেতে এপ্রিলে জরুরি তহবিল হিসেবে ১৫ মিলিয়ন ডলার এবং ২০২৫ সালের শেষ পর্যন্ত ৮১ মিলিয়ন ডলার প্রয়োজন।

ডব্লিউএফপির কান্ট্রি ডিরেক্টর ডম স্ক্যালপেলি বলেন, “রোহিঙ্গা শরণার্থী সংকট বিশ্বের অন্যতম বৃহৎ মানবিক সংকট। খাদ্য সহায়তা কমানো হলে তারা গভীর সংকটে পড়বে।” 

সাম্প্রতিক মাসগুলোতে আরও ১ লাখের বেশি রোহিঙ্গা নতুন করে বাংলাদেশে প্রবেশ করেছে, ফলে শিবিরগুলোতে চাপ বেড়েছে।

ডব্লিউএফপি হুঁশিয়ারি দিয়েছে, সংকট আরও গভীর হওয়ার আগেই জরুরি সহায়তা প্রয়োজন।

ঢাকা/হাসান/টিপু

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর শরণ র থ তহব ল

এছাড়াও পড়ুন:

ট্রাম্পের ঘনিষ্ঠজনকে নিয়ে মন্তব্য, বন্ধ হলো যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টিভি অনুষ্ঠান

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন শো ‘জিমি কিমেল লাইভ!’ অনির্দিষ্টকালের জন্য বাতিল করা হয়েছে। মার্কিন নেটওয়ার্ক এবিসি এই তথ্য নিশ্চিত করেছে। বাতিলের পেছনে মূল কারণ হিসেবে বিবেচিত হয়েছে শোর হোস্ট জিমি কিমেলের বক্তব্য, যেখানে তিনি কনজারভেটিভ প্রভাবশালী চার্লি কার্কের হত্যার পটভূমিতে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে সমালোচনা করেছিলেন। খবর ভ্যারাইটির
যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রভাবশালী লেট নাইট শোগুলোর একটি অনির্দিষ্ট সময়ের জন্য স্থগিত করার এই চাঞ্চল্যকর সিদ্ধান্ত এমন সময়ে এসেছে, যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গণমাধ্যমের বিরুদ্ধে পক্ষপাতমূলক বলে অভিযোগ করে নানা পদক্ষেপের ঘোষণা দিয়েছেন।

‘জিমি কিমেল লাইভ!’–এর সম্প্রচার বন্ধ হওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ট্রাম্প বলেন, ‘এটি আমেরিকার জন্য দারুণ খবর।’
চার্লি কার্ক ছিলেন প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র। গত সপ্তাহে ইউটাহ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গুলিতে নিহত হন। ২২ বছর বয়সী টাইলার রবার্টসন এই হত্যার জন্য দায়ী বলে অভিযোগ আনা হয়েছে।

জিমি কিমেল। এএফপি ফাইল ছবি

সম্পর্কিত নিবন্ধ