পেশাজীবী সংগঠন অর্থনীতি সমিতির নেতৃত্ব নিয়ে চরম বিশৃঙ্খলা চলছে। একটি পক্ষ নিজেদের অন্তর্বর্তী বা অ্যাডহক কমিটি দাবি করে গত ১২ ফেব্রুয়ারি সংগঠনের কার্যালয় দখলে নিয়ে তালা ঝুলিয়ে দিয়েছে। ফলে সমিতির গঠনতন্ত্র অনুযায়ী অধ্যাপক মাহবুব উল্লাহর নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী কমিটির সদস্যরা কার্যালয়ে যেতে পারছেন না। এভাবে ২৩ দিন ধরে সমিতির কার্যালয় ও কার্যক্রম দুটিই বন্ধ রয়েছে।

পাঁচ দশকের যাত্রায় অর্থনীতি সমিতি কখনোই নেতৃত্ব নিয়ে এমন টানাপোড়েনের মধ্যে পড়েনি। সমিতির একাধিক সদস্য প্রথম আলোকে বলেন, নেতৃত্ব নিয়ে পাল্টাপাল্টি কমিটি গঠন এবং কার্যালয়ে হামলা ও দখলের ঘটনায় অর্থনীতি সমিতির ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। অবশ্য কেউ কেউ বলছেন, গত দেড় দশকে সমিতি আওয়ামী লীগের ঘনিষ্ঠ একটি গোষ্ঠীর কাছে জিম্মি ছিল। প্রশ্নবিদ্ধ নির্বাচনের মাধ্যমে তারা নেতা নির্বাচন করেছে। স্বচ্ছতা ও জবাবদিহির অভাব ছিল। সে জন্য রাজনৈতিক পটপরিবর্তনের পর ক্ষোভের বিস্ফোরণ ঘটেছে।

এদিকে অর্থনীতি সমিতির অন্তর্বর্তী কমিটির আহ্বায়ক মাহবুব উল্লাহ প্রথম আলোকে বলেন, ‘তারা (নতুন অ্যাডহক কমিটি) যা করেছে, তা কোনো সভ্য মানুষ করতে পারে না। আমরা প্রশাসনকে অবহিত করেছি। আশা করছি অচিরেই অচলাবস্থার নিরসন হবে।’ অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা এক বছরের মধ্যে নির্বাচন দিয়ে দায়িত্ব হস্তান্তর করতে চাই।’

১৯৭৪ সালে গঠিত অর্থনীতি সমিতির সদস্যসংখ্যা বর্তমানে প্রায় চার হাজার। সারা দেশের অর্থনীতির ছাত্র, শিক্ষক, ব্যাংকার ও অর্থনীতিবিদেরা এই সমিতির সদস্য। প্রতিষ্ঠালগ্ন থেকে দেশের প্রখ্যাত অর্থনীতিবিদেরা এ সমিতির নেতৃত্ব দিয়েছেন। বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ১৯৭২-৭৪ মেয়াদে অর্থনীতি সমিতির সহসভাপতি ছিলেন।

এক সমিতি, দুই কমিটি

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর বিভিন্ন ব্যবসায়ী ও পেশাজীবী সংগঠনের নেতৃত্ব নিয়ে টানাপোড়েন শুরু হয়। অর্থনীতি সমিতির গত নির্বাচনে পরাজিত প্যানেলের বেশ কয়েকজন সদস্য সংগঠনের তৎকালীন কমিটির পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেন। এর নেতৃত্ব দেন নটর ডেম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান মো.

আজিজুর রহমান।

সমিতির তৎকালীন সভাপতি ও সাধারণ সম্পাদক আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক করেও তাঁদের শান্ত করতে ব্যর্থ হন। পরে ৩০ সেপ্টেম্বর আন্দোলনকারীরা সমিতির কার্যালয়ে বৈঠক করার ঘোষণা দিলে কমিটির সদস্যরা ফটকে তালা লাগান। ওই দিনই তালা ভেঙে কার্যালয়ের নিচতলায় বৈঠক করে অ্যাডহক কমিটি করেন আন্দোলনকারীরা। সেই কমিটিতে সভাপতি হন আজিজুর রহমান। এর তিন সপ্তাহ পর নির্বাচিত কমিটির সদস্যরা কার্যালয়ে ঢুকলেও পরে তা আবার দখল করে নেয় অ্যাডহক কমিটি। নভেম্বরের প্রথম সপ্তাহে আবার সমিতির দখল নেয় আগের কমিটি। তখন তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সাবেক অধ্যাপক মাহবুব উল্লাহকে আহ্বায়ক করে ২৯ সদস্যের অন্তর্বর্তী কমিটি করে। ৭ জানুয়ারি অন্তর্বর্তী কমিটি দায়িত্ব নেয়।

অন্যদিকে আজিজুর রহমানের নেতৃত্বাধীন অ্যাডহক কমিটির নেতারা গত ১২ ফেব্রুয়ারি আবারও অর্থনীতি সমিতির কার্যালয়ের দখল নেন। পরে ১৭ ফেব্রুয়ারি সকালে পুলিশ নিয়ে অধ্যাপক মাহবুব উল্লাহর নেতৃত্বাধীন অন্তর্বর্তী কমিটি পুনরায় দখল নেয়। সন্ধ্যার পর পুলিশ চলে গেলে আবার বেদখল হয় সমিতির কার্যালয়। তার পর থেকেই কার্যালয়টি তালাবদ্ধ রয়েছে। তবে ভবনের ওপরের তলাগুলোতে স্কুল অব ইকোনমিকসের কার্যক্রম চলছে।

অন্তর্বর্তী কমিটির আহ্বায়ক মাহবুব উল্লাহ, সদস্যসচিব মোহাম্মদ হেলাল উদ্দিনসহ অন্যরা ২৪ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলন করে বলেন, ১২ ফেব্রুয়ারি আজিজুর রহমানের নেতৃত্বে বহিরাগতদের নিয়ে সমিতির কার্যালয়ে সশস্ত্র আক্রমণ হয়েছে। সিসিটিভি ক্যামেরা ভাঙচুর, ব্যাংকের চেক বইসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র গায়েবের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাধারণ ডায়েরিও করা হয়।

কেন বারবার সমিতির কার্যালয় দখল করছেন, এমন প্রশ্নের জবাবে অন্য অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ মাহবুব ই জামিল গত বৃহস্পতিবার বলেন, ‘১৬-১৭ বছর একটি গোষ্ঠীর কবজায় ছিল অর্থনীতি সমিতি। নিয়মনীতি ছাড়া সদস্য করা হয়েছে। নির্বাচন বলে কিছু ছিল না। সে কারণে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আমরা আন্দোলন করে তাদের তাড়িয়েছি। তবে আমাদের বাদ দিয়ে অন্তর্বর্তী কমিটি করা হয়েছে। আসলে এটি সাবেক কমিটির ধারাবাহিকতা।’

সমস্যার সমাধান কোথায়, জানতে চাইলে অ্যাডহক কমিটির সভাপতি আজিজুর রহমান বলেন, ‘অচলাবস্থা নিরসনে প্রয়োজনে আমরা আলোচনায় বসতে রাজি আছি।’

প্রসঙ্গত, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ২০১০ সালে অর্থনীতি সমিতির সভাপতি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবুল বারকাত। তিনি টানা দুই মেয়াদে সভাপতি হন। ২০১৮ সাল থেকে আবার দুই মেয়াদে সভাপতি ছিলেন আবুল বারকাত। আওয়ামী লীগের ঘনিষ্ঠ হওয়ায় তাঁকে ২০০৯ সালের ৯ সেপ্টেম্বর জনতা ব্যাংকের চেয়ারম্যান করা হয়। পাঁচ বছর এই পদে ছিলেন তিনি। আবুল বারকাতের কমিটিতে দুবার সাধারণ সম্পাদক হন জামালউদ্দিন আহমেদ। পরে তিনিও জনতা ব্যাংকের চেয়ারম্যান হয়েছিলেন।

অর্থনীতি সমিতির অচলাবস্থা নিয়ে বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সিপিডির সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠান বিভিন্ন সেমিনার, দ্বিবার্ষিক সম্মেলনসহ বিভিন্ন আয়োজনের মাধ্যমে অর্থনীতিচর্চাকে উৎসাহিত করেছে। যদিও সাম্প্রতিক সময়ে আমরা দেখছিলাম, সমিতি পেশাদারির সঙ্গে তার কাজ করতে পারছিল না। বর্তমানে নেতৃত্ব নিয়ে যা হচ্ছে, তা খুবই অনভিপ্রেত। যত দ্রুত সম্ভব আলোচনার মাধ্যমে সমাধানে আসা প্রয়োজন। এভাবে চলতে থাকলে অর্থনীতিবিদদের গোষ্ঠীগত অসম্মানই হবে।’

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আজ জ র রহম ন ক কম ট র কম ট র স র সদস য সরক র স গঠন প রথম

এছাড়াও পড়ুন:

অটোরিকশার ধাক্কায় ছিটকে বাসের নিচে, দুই বন্ধু নিহত

রাজধানীতে অটোরিকশার ধাক্কায় ছিটকে বাসের নিচে পড়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল বুধবার বনশ্রীর এফ ব্লক সড়কে এ দুর্ঘটনা ঘটে। এদিন মতিঝিলের ফকিরাপুল মোড়ে প্রাইভেট কারের চাপায় আব্দুল মতিন (৩৬) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। এ ছাড়া পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় ছয়জন প্রাণ হারিয়েছেন।

বনশ্রীতে নিহত দু’জন হলেন– আব্দুল্লাহ আল নোমান (২১) ও পাভেল মিয়া (২০)। নোমানের মামা আব্দুল হামিদ জানান, নিহতরা পরস্পর বন্ধু। নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে ঢাকায় ঘুরতে যাওয়ার সময় দু’জন দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। তারা রূপগঞ্জের নামারমুসুরি এলাকায় থাকতেন। নোমান মুড়াপাড়া ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী। পাভেল তেমন কিছুই করতেন না। এ ঘটনায় নোমানের পরিবারের পক্ষ থেকে সড়ক নিরাপত্তা আইনে খিলগাঁও থানায় মামলা হয়েছে।

প্রত্যক্ষদর্শী মোটরসাইকেল চালক টিপু সুলতান বলেন, সড়কটি যানবাহনে ঠাসা ছিল। এ কারণে গাড়ি চলছিল ধীরগতিতে। হঠাৎ একটি ব্যাটারিচালিত অটোরিকশা পাশ থেকে এসে নোমানের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে দু’জন সড়কের ওপর ছিটকে পড়েন। পরে মিয়ামি পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। নোমান ঘটনাস্থলেই মারা যান। মোটরসাইকেল আরোহী পাভেলকে গুরুতর আহত অবস্থায় ফরাজী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খিলগাঁও থানার ওসি দাউদ হোসেন জানান, বাসটি জব্দ করা হয়েছে। চালক ও তার সহকারী পালিয়ে গেছে। অটোরিকশা চালককেও আটক করা যায়নি। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।

গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ফকিরাপুল মোড়ে প্রাইভেটকারের চাপায় প্রাণ হারান রিকশাচালক আব্দুল মতিন। তাঁর বাড়ি রংপুরে। তিনি মুগদার মাণ্ডা এলাকায় একটি রিকশার গ্যারেজে থাকতেন। মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) মোহাইমিনুল ইসলাম জানান, প্রাইভেটকারের চালক আল আমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাইভেটকার জব্দ করা হয়েছে। ময়নাতন্ত শেষে পরিবারের কাছে মতিনের মরদেহ হস্তান্তর করা হয়েছে।

এদিকে মঙ্গলবার রাতে বিমানবন্দর থানার সিভিল এভিয়েশন কোয়ার্টার গেটের (সি-টাইপ) সামনের ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ২৫ বছর। বিমানবন্দর থানার এসআই আমিনুল ইসলাম বলেন, ওই যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।

সড়কে ঝরল আরও ছয় প্রাণ
খুলনার ডুমুরিয়ায় তেলবাহী লরির চাপায় দুই নারী নিহত হয়েছেন। গতকাল বিকেলে উপজেলার আটলিয়া ইউনিয়নের নরনিয়া মহিলা মাদ্রাসার কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন– রোকেয়া বেগম (৫৫) ও রশিদা বেগম (৪৫)।

গতকাল সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের গণস্বাস্থ্য কেন্দ্রের কাছে সেলফি পরিবহনের বাসের ধাক্কায় শামসুল হক নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি গাজীপুরের শ্রীপুরে গণস্বাস্থ্য উপকেন্দ্রের নিরাপত্তাকর্মী ছিলেন। সাভার থেকে অবসরের পাওনাদি নিয়ে ফেরার পথে তিনি প্রাণ হারান। শামসুলের বাড়ি চাঁদপুরে। ঘটনার পর গণস্বাস্থ্য মেডিকেল কলেজের শিক্ষার্থী ও গণস্বাস্থ্য কেন্দ্রের কর্মচারীরা সেলফি পরিবহনের পাঁচটি বাস আটক করেন।

এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অটোরিকশা ও পিকআপ ভ্যানের সংঘর্ষে নয়ন মিয়া (৩৭) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ জন। গতকাল বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগড়াপাড়া ইউনিয়নের রতনদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কুষ্টিয়ার দৌলতপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শান্ত ইসলাম (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন। গতকাল উপজেলার কুষ্টিয়া-প্রাগপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। শান্ত মথুরাপুর পশ্চিমপাড়া গ্রামের রিপন মণ্ডলের ছেলে। 

রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী বাজারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে স্বপন শীল নামে এক স্যালুন ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল ছেলের বিয়ের অনুষ্ঠানের নিমন্ত্রণপত্র বিলি করতে বেরিয়ে দুর্ঘটনায় প্রাণ হারান তিনি।

সম্পর্কিত নিবন্ধ