ফুটবলে ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথ মানেই বাড়তি উত্তেজনা। সেই চিরপ্রতিদ্বন্দ্বিতা এবার ছড়িয়ে পড়েছে ক্রিকেট মাঠেও। ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে মুখোমুখি হয়েছিল দুই দলের নারী ক্রিকেট দল। বুয়েনস এইরেসের সেন্ট আলবান্স ক্লাব মাঠে অনুষ্ঠিত ম্যাচে আর্জেন্টিনাকে ২৫ রানে হারিয়ে শুভ সূচনা করেছে ব্রাজিল।

টস হেরে প্রথমে ব্যাট করতে নামা ব্রাজিল নারী দল নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে তোলে মাত্র ৬৯ রান। দলের পক্ষে সর্বোচ্চ ১২ রান করেন অধিনায়ক কারোলিনা নাসিমেন্তো। জবাবে ব্যাট করতে নেমে ১৫.

১ ওভারেই মাত্র ৪৪ রানে গুটিয়ে যায় স্বাগতিক আর্জেন্টিনা।

শুরুটা অবশ্য ভালোই করেছিল আর্জেন্টাইনরা। দুই ওপেনার আলবের্তিনা গালান (৯) ও মালেনা লোয়ো (১০) দলকে এনে দেন ২২ রানের উদ্বোধনী জুটি। কিন্তু এরপরই ব্রাজিলীয় বোলারদের দাপটে একের পর এক উইকেট হারায় তারা। ম্যাচের মোড় ঘুরিয়ে দেন নিকোল মন্তেইরো। ৪ ওভারে মাত্র ৭ রান দিয়ে ৫টি উইকেট নিয়ে তিনি হয়ে যান ম্যাচসেরা।

আর্জেন্টিনার পক্ষে গালান ও লোয়োই ছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক। এই জয়ে ডাবল লিগ পদ্ধতির টুর্নামেন্টে ব্রাজিল ভালো অবস্থানে রয়েছে। কানাডা, যুক্তরাষ্ট্র, আর্জেন্টিনা ও ব্রাজিলকে নিয়ে আয়োজিত এই অঞ্চলের বাছাইপর্ব থেকে শীর্ষ দলটি যাবে গ্লোবাল রাউন্ডে।

আগামী ১৭ মার্চ আবারও মুখোমুখি হবে ব্রাজিল ও আর্জেন্টিনা নারী দল। তার আগে এই জয় আত্মবিশ্বাস দেবে ব্রাজিল দলকে।

উৎস: Samakal

কীওয়ার্ড: আর জ ন ট ন আর জ ন ট ন

এছাড়াও পড়ুন:

৬ মিনিটেই ইতিহাসে সালাহ, কেইনের লাগল ৬৩ মিনিট

চ্যাম্পিয়নস লিগে নতুন মৌসুমে স্কোরলাইনে নাম লেখাতে দেরি করেননি মোহাম্মদ সালাহ—সময় নিয়েছেন মাত্র ৬ মিনিট। অ্যানফিল্ডে গতকাল রাতে চ্যাম্পিয়নস লিগে নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে আতলেতিকো মাদ্রিদকে ৩-২ গোলে হারায় লিভারপুল। ম্যাচের ৬ মিনিটের মধ্যে গোল করানোর পাশাপাশি মিসরীয় ফরোয়ার্ড নিজেও একটি গোল করেন। আর তাতেই দারুণ এক রেকর্ড গড়েছেন লিভারপুল কিংবদন্তি।

আরও পড়ুনকেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব৫ ঘণ্টা আগে

৪ মিনিটে সালাহর ফ্রি–কিক লিভারপুল লেফট ব্যাক অ্যান্ড্রু রবার্টসনের পায়ে লেগে জালে জড়ায়। দুই মিনিট পরই বক্সের ভেতর থেকে দারুণ ফিনিশিংয়ে গোল করেন সালাহ। ‘অপ্টা’ জানিয়েছে, সালাহ চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে কোনো ইংলিশ ক্লাবের হয়ে ম্যাচের প্রথম ৬ মিনিটের মধ্যে গোল করার পাশাপাশি গোল করালেন। যেকোনো ক্লাবের হিসাবে সালাহ এই তালিকায় তৃতীয়। এর আগে মারিয়ানো বোমবার্দা ও করিম বেনজেমা প্রথম ৬ মিনিটের মধ্যে গোল করার পাশাপাশি গোল করিয়েছেন।

আতলেতিকোর বিপক্ষে গোল পেয়েছেন সালাহ

সম্পর্কিত নিবন্ধ