ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডে পার্লামেন্ট নির্বাচনে ভোট গ্রহণ হয়েছে। এতে জয় পেয়েছে ডেনমার্ক থেকে স্বাধীনতার পথে ধীরে ধীরে এগিয়ে যাওয়ার পক্ষে থাকা মধ্য-ডানপন্থি দল ডেমোক্রেটিট পার্টি।

যুক্তরাষ্ট্রে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই গ্রিনল্যান্ড দখলের কথা বলে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রয়োজনে বলপ্রয়োগ করে গ্রিনল্যান্ড দখলে নেওয়ার হমকিও তিনি দিয়েছেন। তার সেই হুমকি-ধমকি উপেক্ষা করে স্বাধীনতার পক্ষে মত দিয়েছে গ্রিনল্যান্ডবাসী।

নির্বাচনের প্রাথমিক ফলাফলে দেখা গেছে, ২৯ দশমিক ৯ শতাংশ ভোট পেয়ে শীর্ষ অবস্থানে রয়েছে ডেমোক্রেটিট পার্টি। ২০২১ সালের ৯ দশমিক ১ শতাংশের তুলনায় এবার দলটি বেশি ভোট পেয়েছে। দ্রুত ডেনমার্কের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পক্ষে অবস্থান নেওয়া দল নালেরাক পার্টি ২৪ দশমিক ৫ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে।  আর ক্ষমতাসীন ইনুইত আতাকাতিগিট পার্টি (আইএ) ২১ দশমিক ৪ শতাংশ ভোট পেয়ে  তৃতীয় অবস্থানে নেমে গেছে। 

ডেমোক্রেটিট পার্টির নেতা এবং সাবেক শিল্প ও খনিজ মন্ত্রী জেন্স-ফ্রেডেরিক নিলসেন বলেছেন, “মানুষ পরিবর্তন চায়.

.. আমরা আমাদের কল্যাণের জন্য আরো কাজ করতে চাই। আমরা আগামীকালের স্বাধীনতা চাই না, আমরা একটি ভালো ভিত্তি চাই।”

রয়টার্স জানিয়েছে, নিলসেন এখন অন্যান্য দলের সাথে আলোচনা করে একটি জোট সরকার গঠনের চেষ্টা করবেন।

ফল ঘোষণার পর ইনুইত আতাকাতিগিটের নেতা এবং প্রধানমন্ত্রী মুট এগেদে ফেসবুক পোস্টে বলেছেন, “আমরা নির্বাচনের ফলাফলকে সম্মান করি।” আসন্ন জোট আলোচনায় তিনি যেকোনো প্রস্তাব শুনবেন বলে জানিয়েছেন।

ঢাকা/শাহেদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর অবস থ ন দশম ক

এছাড়াও পড়ুন:

নোয়াখালীতে পলাতক আওয়ামী লীগ নেতাকে আশ্রয় দেওয়ায় তাঁতী দলের নেতা বহিষ্কার

নোয়াখালীর হাতিয়া উপজেলায় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলাউদ্দিনকে নিজ বাড়িতে আশ্রয় দেওয়ার অভিযোগে জাতীয়তাবাদী তাঁতী দলের এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত মোহাম্মদ সৈকত উপজেলার বুড়িরচর ইউনিয়ন তাঁতী দলের সভাপতি ছিলেন। আজ শুক্রবার বিকেলে জেলা তাঁতী দলের সদস্যসচিব মোরশেদ আলম প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে বৃহস্পতিবার রাতে জেলা তাঁতী দলের আহ্বায়ক ইকবাল করিম সোহেল ও সদস্যসচিব মোরশেদ আলমের যৌথ স্বাক্ষরিত চিঠিতে বহিষ্কারের আদেশ দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মোহাম্মদ সৈকতকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে ইউনিয়ন পর্যায়ে কমিটি মূল্যায়নে ব্যর্থ হওয়ায় হাতিয়া উপজেলা তাঁতী দলের দক্ষিণ কমিটিকে সতর্ক করা হয়েছে।

দলীয় সূত্র জানায়, বৃহস্পতিবার ভোরে হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের জোড়খালী গ্রামে সৈকতের বাড়ি থেকে সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিনকে গ্রেপ্তার করে হাতিয়া থানা–পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে ১০টি ককটেল উদ্ধার করা হয়। আলাউদ্দিন ও মোহাম্মদ সৈকত সম্পর্কে ফুফা–ভাগনে।

এ বিষয়ে মোহাম্মদ সৈকত প্রথম আলোকে বলেন, ‘আমাদের বাড়িতে অনেকগুলো পরিবার থাকে। আমি ব্যবসার কাজে দিনের বেশির ভাগ সময় বাইরে থাকি। আলাউদ্দিন কখন বাড়িতে এসেছেন, তা আমার জানা নেই। আমাদের ঘর থেকে তাঁর শ্বশুরদের ঘর অনেক দূরে। উদ্দেশ্যমূলকভাবে আমাকে জড়ানো হয়েছে।’

নোয়াখালী জেলা তাঁতী দলের সদস্যসচিব মোরশেদ আলম বলেন, আওয়ামী লীগের পলাতক নেতাকে আত্মগোপনে থাকার সুযোগ করে দেওয়ায় মোহাম্মদ সৈকতকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি উপজেলার দক্ষিণাঞ্চলের তাঁতী দল কমিটিকেও সতর্ক করা হয়েছে।

আরও পড়ুনহাতিয়ায় শ্বশুরবাড়িতে পালিয়ে থাকা সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার৩১ জুলাই ২০২৫

সম্পর্কিত নিবন্ধ