ক্রাচে ভর করে রাজস্থানের অনুশীলনে দ্রাবিড়
Published: 13th, March 2025 GMT
বাঁ পায়ের চোট নিয়েও রাজস্থান রয়্যালসের অনুশীলনে হাজির হলেন ভারতের সাবেক কোচ রাহুল দ্রাবিড়। স্থানীয় ক্রিকেট লিগে খেলার সময় পায়ে চোট পান তিনি। বুধবার তার প্লাস্টার বাঁধা পায়ের ছবি সামনে আসার পরদিনই তাকে দেখা গেল রাজস্থানের ট্রেনিং ক্যাম্পে। ক্রাচে ভর করে অনুশীলন দেখতে ও ক্রিকেটারদের পরামর্শ দিতে দেখা গেছে 'দ্য ওয়াল' খ্যাত এই কিংবদন্তিকে।
রাজস্থানের পক্ষ থেকে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, গলফ কার্টে করে মাঠে আসেন দ্রাবিড়। বাঁ পায়ে তখনও প্লাস্টার, তবু দায়িত্বের খাতিরে মাঠে উপস্থিত তিনি। ক্রাচ নিয়ে কিছুটা হেঁটে গিয়ে একটি চেয়ারে বসেন। সেখান থেকেই ব্যাটিং টিপস দেন রিয়ান পরাগ ও যশস্বী জয়সওয়ালকে। মনোযোগ দিয়ে শোনেন মাহিশ থিকশানার কথাও। পুরো অনুশীলন জুড়ে ছিল তার স্বাভাবিক হাসিমুখ।
দ্রাবিড়ের আগমনে অনুপ্রাণিত রাজস্থানের ক্রিকেটাররাও। কোচের দায়বদ্ধতা দেখে মুগ্ধ যশস্বী-পরাগরা। বসেই টেকনিক বোঝান, কথা বলেন ব্যাটারদের সঙ্গে। শেষে আবার গলফ কার্টে করেই মাঠ ছাড়েন তিনি।
????➡️???? pic.
এর আগে রাজস্থান রয়্যালস এক পোস্টে জানিয়েছিল, রাহুল দ্রাবিড় বেঙ্গালুরুতে স্থানীয় ক্রিকেট খেলতে গিয়ে চোট পান। তবে এখন অনেকটাই সেরে উঠেছেন। বুধবার জয়পুরে দলের অনুশীলন শিবিরে যোগ দিয়েছেন তিনি।
চোট পাওয়ার কিছুদিন আগেই কর্নাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের তৃতীয় ডিভিশন লিগে বিজয়া ক্রিকেট ক্লাবের হয়ে খেলেন দ্রাবিড়। সেই ম্যাচে তার ১৬ বছরের ছেলে অন্বয় ছিলেন সতীর্থ। সেদিন ৮ বলে ১০ রান করেছিলেন ভারতের সাবেক এই কোচ।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
কার্টুন, মিমে অভ্যুত্থানের ভিন্ন ধারার দৃশ্যায়ন
টাকার বস্তার ভেতর থেকে মাথা উঁচিয়ে আছেন শুভ্র কেশ, সফেদ দাড়ি, চশমা পরিহিত এক লোক। তাঁর ছবি দেখে তো বটেই, এই বর্ণনা থেকেও তাঁকে চিনবেন দেশবাসী। বর্তমানে কারাগারের বাসিন্দা পতিত স্বৈরশাসকের এই উপদেষ্টা বলছেন, ‘টাকার ওপর আমার বিশ্বাস উঠে গেছে।’ এই ছবির পাশেই এক কাটআউট। সেখানে ‘শেখ হাসিনা পালায় না’ বলতে বলতে দৌড়ে পালাচ্ছেন ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতার মসনদ থেকে উৎপাটিত শেখ হাসিনা।
এমন মজার মজার কার্টুন, মিম, গ্রাফিতি, ভিডিও স্থাপনাকর্মসহ বৈচিত্র্যময় সৃজনসম্ভার নিয়ে শুরু হয়েছে ‘বিদ্রূপে বিদ্রোহ’ নামের ব্যতিক্রমী এক প্রদর্শনী। আয়োজন করেছে অনলাইনভিত্তিক স্যাটায়ার সাময়িকী ‘ইয়ারকি’। জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজের লা গ্যালারিতে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে ছয় দিনের এ প্রদর্শনী শুরু হয়েছে। চলবে ৫ আগস্ট পর্যন্ত। সবার জন্য প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা।
গত বছর ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে উত্তাল ছিল জুলাই। একটি বৈষম্যহীন, উদার গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক মানবিক সমাজ প্রতিষ্ঠার জন্য পথে নেমেছিলেন অগণিত মানুষ। শেখ হাসিনার কর্তৃত্ববাদী সরকারকে উৎখাত করতে জীবন উৎসর্গ করেছেন তাঁদের অনেকে। আহত হয়েছেন বেশুমার। রক্তরঞ্জিত রাজপথ বেয়ে এসেছে জনতার বিজয়।
প্রদর্শনীতে প্রবেশপথটির দুই পাশে লাল রঙের পটভূমিতে বড় বড় ডিজিটাল পোস্টার। সেখানে ২ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত প্রতিদিনের বিভিন্ন ঘটনার আলোকচিত্র, সংবাদপত্র, অনলাইন পোর্টাল, টেলিভিশনের রিপোর্ট, ছবি, ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমের পোস্ট—এসব তুলে আনা হয়েছে এ পোস্টারগুলোতে। প্রবেশপথটিও লাল রঙের। ‘জুলাই করিডর’ নামে এই রক্তিম পথটি বেয়ে দর্শনার্থীরা প্রদর্শনীতে প্রবেশের সময় অভ্যুত্থানের উত্তাল দিনগুলোর উত্তাপ ফিরে পাবেন।