তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের প্রযুক্তি-অধ্যায় ১, তৃতীয় অংশ। এসএসসি পরীক্ষা-২০২৫
Published: 20th, March 2025 GMT
৪১.
‘ATM’-এর পূর্ণনাম কী?
ক. Automated Teller Machine
খ. Automated Tell Machine
গ. Automated Transfer Machine
ঘ. Auto Teller Machine
৪২.
‘EMTS’-এর পূর্ণনাম কী?
ক. Electric Money Transfer Machine
খ. Electronic Money Transfer Machine
গ. Electric Money Trast Machine
ঘ. Electronic Most Transfer Machine
৪৩.
‘HTTP’এর পূর্ণরূপ কোনটি?
ক. Hypertext Transfer Protocol
খ. Hyper Text Transfer Permissior
গ. Hyper Text Tansformation Protocol
ঘ. Hyper Text Transit Pass
৪৪.
‘E-commerce’-এর পূর্ণরূপ কী?
ক. Electro commerce খ. Electric commerce
গ. Electronic commerce ঘ. Electronics commerce
৪৫.
HTTP ব্যবহার করে তথ্য ব্যবস্থাপনার প্রস্তাব করা হয় কত সালে?
ক.১৯৫৩ সালে খ.১৯৫৫ সালে
গ.১৯৭১ সালে ঘ.১৯৮৯ সালে
৪৬.
WWW-এর জনক কে?
ক. রেমন্ড স্যামুয়েলস খ. স্টিভ জবস
গ. টিমেথি জন বার্নার্স-লি ঘ. জেমস ক্লার্ক
৪৭.
প্রথম ইন্টারনেট প্রটোকলের ধারণা দেন কে?
ক. গুগলিয়েলমো মার্কনি খ. মার্ক জাকারবার্গ
গ. স্টিভ জবস ঘ. স্যামুয়েলস টমলিনসন
৪৮.
ইন্টারনেট কী?
ক. ই-মেইল খ. ওয়েবের সমষ্টি
গ. একটি নেটওয়ার্ক ঘ. নেটওয়ার্কের নেটওয়ার্ক
৪৯.
ফেসবুক কী ধরনের ওয়েবসাইট?
ক. ভিডিও ওয়েবসাইট খ. বাণিজ্যিক সাইট
গ. এনসাইক্লোপিডিয়া ঘ. সামাজিক যোগাযোগের
৫০.
ফেসবুক চালু হয় কত সালে?
ক.১৯৮১ সালে খ.১৯৮৪ সালে
গ.২০০৪ সালে ঘ.২০১৮ সালে
৫১.
টুইটার ব্যবহারকারী ব্যক্তিকে সর্বোচ্চ কত অক্ষরের মধ্যে মনোভাব প্রকাশের সুযোগ প্রদান করা হয়?
ক.৪০ অক্ষর খ.১৪০ অক্ষর
গ.২৪০ অক্ষর ঘ.২৮০ অক্ষর
৫২.
টুইটারের বার্তাকে কী বলা হয়?
ক. টুইঙ্কেল খ. টুইটিং গ. টুইট ঘ. টুইটাং
৫৩.
টুইটারে কোনো সদস্যকে যাঁরা অনুসরণ করেন, তাঁদের কী বলা হয়?
ক. Follower খ. Follow
গ. Following ঘ. Customer
৫৪.
Stastica-এর সাইটে ২০১৮ সালে জুলাই-সেপ্টেম্বর পরিসংখ্যান অনুযায়ী বিশ্বে মোট ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা কত?
ক.২. ৭ বিলিয়ন খ.২. ৯ বিলিয়ন
গ.৩. ১ বিলিয়ন ঘ.৩. ৭ বিলিয়ন
৫৫.
ইন্টারনেট ব্যবহার করে শিক্ষাদানকে কী বলে?
ক. ডিস্ট্যান্স লার্নিং খ. ই-লার্নিং
গ. রিমোট লার্নিং ঘ. ডিজিটাল লার্নিং
৫৬.
ই-লার্নিংয়ের জন্য ‘প্রথম এবং অবশ্য প্রয়োজনীয়’ উপাদান কোনটি?
ক. শিক্ষক খ. ইন্টারনেট গ. তথ্য
ঘ. ই-লার্নিং সম্পর্কে জ্ঞান
৫৭.
সুশাসনের জন্য কী দরকার?
ক. স্বচ্ছতা ও জবাবদিহিমূলক ব্যবস্থা খ. অস্বচ্ছতা ও প্রচুর অর্থ
গ. যোগাযোগ ব্যবস্থা ঘ. আধুনিক ব্যবস্থা
৫৮.
মানুষ কোনটি ব্যবহার করে একজন লোক বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পেতে পারে?
ক. ই-পুর্জি খ. ই-পর্চা গ. টেলিমেডিসিন ঘ. ইএমটিএস
৫৯.
‘টুইট’ কী?
ক. যেকোনো ক্ষুদে বার্তা খ.১৪০ অক্ষরের মধ্যে বার্তা
গ.১৮০ অক্ষরের মধ্যে বার্তা ঘ. টুইটারে লিখিত বার্তা
৬০.
‘ই-গভর্ন্যান্স’ বলতে কী বোঝায়?
ক. অ্যানালগ পদ্ধতির প্রয়োগ
খ. শাসনব্যবস্থায় ডিজিটাল পদ্ধতির প্রয়োগ
গ. আধুনিক পদ্ধতি গ্রহণ ঘ. চিকিৎসাসেবা প্রদান
সঠিক উত্তর: ৪১. ক ৪২. খ ৪৩. ক ৪৪. গ ৪৫. ঘ ৪৬. গ ৪৭. ঘ ৪৮. ঘ ৪৯. ঘ ৫০. গ ৫১. খ ৫২. গ ৫৩. গ ৫৪. ক ৫৫. খ ৫৬. খ ৫৭. ক ৫৮. গ ৫৯. খ ৬০. খ
লেখক: প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব যবস থ ব যবহ র ট ইট র এর প র
এছাড়াও পড়ুন:
বাংলাদেশের কাছে আবারো ইলিশের জন্য অনুরোধ করেছে ভারত
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশের রূপালি ইলিশ চেয়ে অন্তর্বর্তী সরকারকে চিঠি দিয়েছে পশ্চিমবঙ্গের মৎস্য ব্যবসায়ী সংগঠন। মঙ্গলবার (২৯ জুলাই) সেই চিঠি দেওয়া হয়েছে কলকাতার ফিস ইমপোর্টারস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে।
আর মাত্র ২ মাসের কম সময় বাকি দুর্গোৎসবের। আগামী সেপ্টেম্বরের শেষে পশ্চিমবঙ্গে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে, এরপর ভারতজুড়ে কালীপূজা, দীপাবলি ইত্যাদি। এই উপলক্ষে গত কয়েক বছর ধরে পূজা মৌসুমে ভারতে ইলিশ মাছ রপ্তানি করে থাকে বাংলাদেশ সরকার। যদিও তা করা হয় ভারতের অনুরোধে। আর এবারও সেই অনুরোধের ব্যতিক্রম হলো না।
গত বছর পূজা মৌসুমে পররাষ্ট্র উপদেষ্টার হস্তক্ষেপের কারণে ইলিশ এসেছিল ভারতে। এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টাকে কৃতজ্ঞতা প্রকাশ করে ওই চিঠিতে লেখা হয়েছে, “অত্যন্ত বিনীত ও শ্রদ্ধার সঙ্গে আপনাকে জানানো যাচ্ছে যে, গত বছর আপনার হস্তক্ষেপের ফলে, ভারত ২ হাজার ৪২০ মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানির অনুমতি পেয়েছিল। পদ্মার ইলিশ পশ্চিমবঙ্গ, আসাম এবং ত্রিপুরার মৎস প্রেমীদের জন্য একটি সুস্বাদু এবং জনপ্রিয়।”
আরো পড়ুন:
সিরিজের শেষ ম্যাচে নেই স্টোকস, দায়িত্বে পোপ
শেষ ম্যাচের আগে ভারতের শিবিরে ধাক্কা, বিশ্রামে বুমরাহ
এরপরই লেখা হয়েছে, “দুর্গাপূজা-২০২৫ এর কাউন্টডাউন শুরু হওয়ায়, আমরা আপনাকে আসন্ন দুর্গাপূজার জন্য ইলিশ মাছ রপ্তানির অনুমতি দেওয়ার জন্য অনুরোধ করছি। উল্লেখ্য এ বছর দুর্গাপূজা ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে পড়েছে।”
তবে প্রতিবছর অনুমোদিত ইলিশের সম্পূর্ণ কোটা রপ্তানি না হওয়ায় আক্ষেপ প্রকাশ করেছে সংগঠনটি। চিঠিতে উল্লেখ করা হয়, “গত বছর আপনার অফিস কর্তৃক প্রদত্ত ২ হাজার ৪২০ মেট্রিক টন ইলিশ মাছের মধ্যে মাত্র ৫৭৭ মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানি করা সম্ভব হয়েছিল। তার আগের বছর (২০২৩) ৩ হাজার ৯৫০ মেট্রিক টনের মধ্যে মাত্র ৫৮৭ মেট্রিক টন, ২০২২ সালে ২ হাজার ৯০০ মেট্রিক টনের মধ্যে ১ হাজার ৩০০ মেট্রিক টন এবং ২০২১ সালে ৪ হাজার ৬০০ মেট্রিক টনের মধ্যে ১২শ মেট্রিক টন ইলিশ রপ্তানি করেছি।”
এই সমস্যার কারণ হিসেবে রপ্তানির জন্য বেঁধে দেওয়া সময়সীমাকে দায়ী করা হয়েছে। ফিশ ইম্পোর্টারস অ্যাসোসিয়েশনের সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, “প্রায় প্রতি বছরই আমরা অনুমোদিত ইলিশ মাছের সম্পূর্ণ পরিমাণ গ্রহণ করতে ব্যর্থ হই। কারণ রপ্তানি পারমিটগুলো একটি নির্দিষ্ট সময় পর্যন্ত সীমাবদ্ধ থাকে। যেমন ৩০ থেকে ৪৫ দিনের মধ্যে সম্পূর্ণ পরিমাণ রপ্তানি করতে হয়। এত বিশাল পরিমাণ রপ্তানির জন্য এই সময়সীমা আসলে যথেষ্ট নয়। তাই আপনার কাছে আমাদের অনুরোধ, যে দয়া করে কোনো সময়সীমা ছাড়াই ইলিশ মাছ রপ্তানির অনুমতি দেওয়ার কথা বিবেচনা করা হোক।”
চিঠিতে অন্তর্বর্তী সরকারের এক বছর সফলভাবে সম্পন্ন করার জন্য অভিনন্দন জানিয়েছে পশ্চিমবঙ্গের ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন।
বর্তমান সরকারের আমলে ভারতের সঙ্গে আরো শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক স্থাপনের প্রত্যাশা ব্যক্ত করেছে ব্যবসায়ীদের এ সংগঠন।
ঢাকা/সুচরিতা/ফিরোজ