প্রতিবছরের মতো এবারও রমজান ও ঈদের কেনাকাটা আরও সহজ, সাশ্রয়ী ও আনন্দময় করতে দেশের বৃহত্তম মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ নিয়ে এসেছে অনলাইন ও অফলাইন কেনাকাটায় চার হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট ও ক্যাশব্যাক অফার। সুপরিচিত ব্র্যান্ড থেকে শুরু করে বিভিন্ন অনলাইন ও অফলাইন শপে পোশাক, জুতা, ইলেকট্রনিক ডিভাইস ও অ্যাকসেসরিজ কেনা, পছন্দের রেস্টুরেন্টে ইফতার ও সাহ্‌রির অর্ডার, গ্রোসারি কেনা, ই-টিকেটিংসহ বিভিন্ন কেনাকাটায় বিকাশ পেমেন্টে উপভোগ করা যাবে ডিসকাউন্ট ও ক্যাশব্যাক অফারগুলো। উল্লেখ্য, সব কটি অফারই উপভোগ করা যাবে ১ এপ্রিল ২০২৫ পর্যন্ত।

দেখে নেওয়া যাক উল্লেখযোগ্য অফারগুলো

সুপারস্টোরে ৩০০ টাকা ডিসকাউন্ট: রমজান মাসজুড়ে এবং ঈদুল ফিতর সামনে রেখে গ্রাহকেরা বিকাশ অ্যাপে ‘R2’ কুপন ব্যবহার করে দেশের শীর্ষস্থানীয় সুপারস্টোর মীনা বাজার, ইউনিমার্ট, ডেইলি শপিং, আগোরা, প্রিন্স বাজার, বেঙ্গল মিট, হোলসেল ক্লাব, আপন ফ্যামিলি মার্টসহ বেশ কিছু সুপারস্টোরে ১৫০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেতে পারেন। পাশাপাশি, ‘R3’ কুপন ব্যবহার করে সুপারস্টোর চেইন স্বপ্নে বিকাশ পেমেন্টে সর্বোচ্চ ১৫০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়ার সুযোগ রয়েছে।

বিস্তরিত জানা যাবে এই লিংকে।

লাইফস্টাইল ব্র্যান্ড: বিকাশ অ্যাপে ‘A1’ কুপন ব্যবহার করে ফুটওয়্যার ব্র্যান্ড অ্যাপেক্সে কেনাকাটায় মিলবে ২০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। সারা লাইফস্টাইলে বিকাশ পেমেন্টে ‘S1’ কুপন ব্যবহার করে পাওয়া যাবে ৩০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। পাশাপাশি আড়ং, বাটা ও ইজি ফ্যাশনে বিকাশ পেমেন্টে পাওয়া যাবে ২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। এ ছাড়া আরও শতাধিক লাইফস্টাইল ব্র্যান্ডে ‘R1’ কুপন ব্যবহার করে বিকাশ পেমেন্টে সর্বোচ্চ ৫০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়ার সুযোগ রয়েছে।

লাইফস্টাইল ব্র্যান্ডগুলোর তালিকা জানা যাবে এই লিংকে।

রেস্টুরেন্ট: নির্ধারিত ফুডকোর্ট ও রেস্টুরেন্টে বিকাশ পেমেন্টে ‘F4’ কুপন ব্যবহার করে মিলবে ২০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। এই ফুডকোর্ট ও রেস্টুরেন্টের তালিকায় আছে সিক্রেট রেসিপি, বিএফসি, বার্গার কিং, ডমিনোজ পিজ্জা, পেয়ালা, চিফস লাউঞ্জ ইত্যাদি। পাশাপাশি, ‘C4’ কুপন ব্যবহার করে ২০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে টেস্টি ট্রিট, শুমি’স হট কেক, কুপার’স, ওয়েল ফুড, কিভা হান, বাও, বারকোড ক্যাফে, মিঠাই, তাবাক, নর্থ এন্ডসহ বেশ কিছু রেস্টুরেন্ট ও ক্যাফেতে। বিস্তরিত তথ্য জানা যাবে এই লিংকে।

অনলাইন শপিং: রমজানজুড়ে ঈদের আগে ন্যূনতম ৫৫০ টাকার কেনাকাটায় অনলাইন মার্কেটপ্লেস দারাজে ১০ শতাংশ হারে সর্বোচ্চ ১০০ টাকার ডিসকাউন্ট ভাউচার পাওয়া যাবে। নির্দিষ্ট কিছু অনলাইন শপে বিকাশ পেমেন্টে কেনাকাটায় ২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে। ক্যাশব্যাক পাওয়া যাবে ফ্যাব্রিলাইফ, এক্সট্যাসি, লোটো, ফ্রিল্যান্ড, বেশি দেশি, শেভার শপ বাংলাদেশ, বিডিশপ, সেবা.

এক্সওয়াইজেড, পিকাবু, স্টার টেক অথবা, গরুর ঘাসসহ বেশ কিছু অনলাইন শপে। শপগুলোর বিস্তারিত তথ্য জানা যাবে এই লিংকে।

ইলেকট্রনিকস: স্যামসাং-ইলেকট্রো, র‍্যাংগস ই-মার্ট, মিনিস্টার, স্টার টেক, রায়ানস, বেস্ট ইলেকট্রনিকস, এস্কোয়্যার ইলেকট্রনিকস, ট্রান্সকম ডিজিটাল, সিঙ্গার, সনি র‍্যাংগসসহ বেশ কিছু ইলেকট্রনিকস ব্র্যান্ডের যেকোনো পণ্য কেনাকাটায় বিকাশ পেমেন্টে কেনাকাটায় মিলবে সর্বোচ্চ ৪০০ টাকা ক্যাশব্যাক। এ ছাড়া ওয়ালটন প্লাজায় ন্যূনতম ১০ হাজার টাকায় কেনাকাটায় ‘W1’ কুপন ব্যবহার করে বিকাশ পেমেন্টে পাওয়া যাবে ১০০ টাকা ক্যাশব্যাক এবং পরবর্তী কেনাকাটার জন্য ১০০ টাকার ডিসকাউন্ট কুপন। আর অপ্পো ও শাওমি স্টোরে ১০ হাজার টাকা বা তার বেশি কেনাকাটায় মিলবে ২০০ টাকা ক্যাশব্যাক।

বিস্তারিত জানা যাবে এই লিংকে।

ই-টিকেটিং: গ্রাহকেরা ঈদের ছুটির আগে বিকাশ পেমেন্টে ন্যূনতম এক হাজার টাকার বাস টিকিট বুকিংয়ে পেতে পারেন ১০০ টাকা ক্যাশব্যাক। অফারটি উপভোগ করা যাবে ই-টিকেটিং প্ল্যাটফর্ম ‘যাত্রী’ এবং ‘বিডিটিকেটস’-এ। পাশাপাশি শ্যামলী পরিবহন, দোয়েল এক্সপ্রেস, ইম্পেরিয়াল এক্সপ্রেস এবং লন্ডন এক্সপ্রেসের বাস টিকিট বুকিংয়েও এই অফারটি উপভোগ করা যাবে।

বিস্তারিত তথ্য জানা যাবে এই লিংকে।

এই রমজানে এবং ঈদের সময় বিকাশ পেমেন্টে কেনাকাটার সব ক্যাম্পেইন সম্পর্কে জানা যাবে এই লিংকে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ২০০ ট ক ১০০ ট ক রমজ ন

এছাড়াও পড়ুন:

রূপালী ব্যাংকে পর্ষদ ও ম্যানেজমেন্টের সমন্বয় সভা অনুষ্ঠিত 

রূপালী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ ও সিনিয়র ম্যানেজমেন্ট টিমের (এসএমটি) যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২ নভেম্বর) ঢাকার দিলকুশায় ব্যাংকের প্রধান কার্যালয়ের পর্ষদ কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল হুদা। সভায় পর্ষদ ব্যাংকের নিরীক্ষা ও পরিদর্শন কার্যক্রম জোরদার করার পাশাপাশি অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থার কার্যকারিতা বৃদ্ধির নির্দেশনা দেন। এছাড়া, প্রতি ত্রৈমাসিকে পর্ষদ ও এসএমটির মধ্যে নিয়মিত সভা আয়োজনের পরামর্শ দেওয়া হয়।

সভায় ব্যাংকের পরিচালক এবিএম আব্দুস সাত্তার, সোয়ায়েব আহমেদ, মো. শাহজাহান, মো. আবু ইউসুফ মিয়া, এ.বি.এম শওকত ইকবাল শাহিন, মুজিব আহমদ সিদ্দিকী, এ এইচ এম মঈন উদ্দীন এবং বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক এস এম আব্দুল হাকিম উপস্থিত ছিলেন।

এ সময় এসএমটির চেয়ারম্যান ও ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলামসহ উপব্যবস্থাপনা পরিচালক পারসুমা আলম, হাসান তানভীর ও মো. হারুনুর রশীদ এবং ব্যাংকের মহাব্যবস্থাপকরা সভায় অংশ নেন।

ঢাকা/ইভা 

সম্পর্কিত নিবন্ধ