ট্রান্সকম গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ট্রান্সকম ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, ট্রান্সকম বেভারেজেস লিমিটেড, ট্রান্সকম ফুডস লিমিটেডসহ অন্যান্য প্রতিষ্ঠানের পক্ষে শ্রমিক কল্যাণ তহবিলে বার্ষিক লভ্যাংশের শূন্য দশমিক ৫ শতাংশ প্রদান করেছে। মোট ১ কোটি ২৫ লাখ ৩০ হাজার ৪৮৬ টাকা সরকার নির্ধারিত এই তহবিলে জমা দেওয়া হয়েছে।

গতকাল রোববার সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম শফিকুজ্জামান আনুষ্ঠানিকভাবে ট্রান্সকম গ্রুপের পক্ষ থেকে এই চেক গ্রহণ করেন। ট্রান্সকম গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন ট্রান্সকম লিমিটেডের করপোরেট মানবসম্পদ বিভাগের প্রধান মো.

সাব্বির আলী, এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মানবসম্পদ প্রধান মো. রফিকুল ইসলাম ও ট্রান্সকম লিমিটেডের অর্থ বিভাগের উপব্যবস্থাপক এইচ এম রুমান উদ্দিন। অনুষ্ঠানে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক মো. মুনির হোসেন খান এবং অন্যান্য গুরুত্ব ব্যক্তি উপস্থিত ছিলেন। খবর বিজ্ঞপ্তি।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম শফিকুজ্জামান ট্রান্সকম গ্রুপের এই উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, ট্রান্সকম গ্রুপ শুরু থেকেই নৈতিকতার মানদণ্ড মেনে চলে। ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত লতিফুর রহমান থেকে শুরু করে এখন পর্যন্ত প্রতিষ্ঠানটি সৎ ও দায়িত্বশীল ব্যবসায়িক নীতি মেনে চলে আসছে। তিনি আরও বলেন, ট্রান্সকমের এই অবদান দেশের অন্যান্য প্রতিষ্ঠানের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে এবং বৃহত্তর স্বার্থে সবাইকে শ্রমিক কল্যাণে এগিয়ে আসার অনুপ্রেরণা জোগাবে।

শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের এই তহবিল থেকে অসহায় শ্রমিকদের সহায়তা, মৃত শ্রমিকদের পরিবারের জন্য অনুদান, শিক্ষাবৃত্তি ও জরুরি চিকিৎসা ব্যয়ের জন্য অর্থ ব্যয় করা হয়। ট্রান্সকম গ্রুপ ভবিষ্যতেও শ্রমিকদের কল্যাণে এ ধরনের সামাজিক উদ্যোগ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: তহব ল

এছাড়াও পড়ুন:

ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল ও হা-মীম গ্রুপের সমঝোতা স্মারক সই

ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল ও হা-মীম গ্রুপের (টঙ্গী জোন) মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

রোববার ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিদের উপস্থিতিতে এই সমঝোতা স্মারক সই হয়।

সমঝোতা স্মারকের মাধ্যমে হা-মীম গ্রুপের কর্মী ও শ্রমিকরা ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল থেকে বিভিন্ন স্বাস্থ্যসেবা সুবিধা, ওয়েলনেস প্রোগ্রাম, মেডিকেল ক্যাম্প, ইমার্জেন্সি রেফারেল সাপোর্ট এবং অন-সাইট মেডিকেল সাপোর্ট সার্ভিস গ্রহণের সুযোগ পাবেন। উভয় প্রতিষ্ঠান যৌথভাবে কর্মীদের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্যসেবা উন্নয়ন এবং জরুর স্বাস্থ্যসেবার দ্রুত ব্যবস্থা নিশ্চিত করতে কাজ করবে।

এছাড়াও, কর্মীদের সামগ্রিক সুস্থতা নিশ্চিত করতে ভবিষ্যতে বিভিন্ন স্বাস্থ্যবিষয়ক কর্মশালা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনাও নেওয়া হয়েছে।

সমঝোতা স্মারক স্বাক্ষর শেষে ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পরিচালক হা-মীম গ্রুপের সিনিয়র কর্মকর্তাদের হাসপাতালের বিভিন্ন সেবাকক্ষ, চিকিৎসা সুবিধাদি ও আধুনিক ব্যবস্থাপনা ঘুরিয়ে দেখান। অতিথিরা হাসপাতালের সেবা ও সুবিধা সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন। এই সমঝোতা স্মারক হা-মীম গ্রুপের কর্মীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

অনুষ্ঠানে ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.), উপ-পরিচালক ডা. মো. আব্দুল্লাহ আল যোবায়ের, সহকারী পরিচালক লে. কর্নেল (অব.) মো. জাহাঙ্গীর হোসেন, ডা. মো. শাহেদ আরাফাত ও জেনারেল ম্যানেজার (কর্পোরেট মার্কেটিং) বিশ্বজিৎ পোদ্দার।

অন্যদিকে হা-মীম গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন মানবসম্পদ বিভাগের মহাব্যবস্থাপক ইমরান আহমেদ, প্রধান পরিচালন র্কমর্কতা এএফএম আখতরুজ্জামান, মানবসম্পদ বিভাগের সহকারী মহাব্যবস্থাপক নিজাম উদ্দিন, সিনিয়র মেডিকেল অফিসার ডা. পারিজা আশরাফী ও জেনারেল ম্যানেজার (অ্যাডমিন) মিজানুর রহমানসহ আরও অনেকে।

সম্পর্কিত নিবন্ধ

  • সেরা বিশ্ববিদ্যালয়গুলো ধনী দেশেই হয় নাকি সেগুলোই দেশগুলোকে ধনী বানিয়েছে?
  • ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল ও হা-মীম গ্রুপের সমঝোতা স্মারক সই