আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ মার্চ) শহরের চাষাড়া বালুর মাঠস্থ ব্লু পিয়ার রেস্টুরেন্টে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি বক্তব্যে আমার বাংলাদেশ পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট  কর্নেল মো: দিদারুল আলম বলেন, আগের সেনাবাহিনীর সাথে বর্তমান সেনাবাহিনীর মধ্যে অনেক পার্থক্য  রেয়েছে।

গত ৫ আগস্ট সেনাবাহিনী আমাদেরকে অনেক সহযোগিতা করেছে। যারা সস্ত্র বাহিনীতে  কাজ করছে তারা আমাদের সন্তান তারা আমাদের ভাই। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকলে ভারতে আমাদের কিছু করতে পারবে না। গুজব ছড়িয়ে দেশেক কেউ অশান্ত করবেন না।

তিনি আরো বলেন, শামীম ওসমানকে হুশিয়ার করে দিচ্ছি নারায়ণগঞ্জকে নিয়ে কোন ষড়যন্ত্র করবেন না। কোন ষড়যন্ত্র হলে আপনাকে কোন ছাড় দেওয়া হবে না। আপনি যেখানেই থাকেন সেখান থেকে ধরে নিয়ে আসব।

আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ঢাকা  বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলার আহবায়ক মোঃ শাহজাহান বেপারীর সভাপতিত্বে ও নারায়ণগঞ্জ জেলা ও মহানগর এবি পার্টি সংগঠক অধ্যক্ষ এম আবু শাহাদাতের সঞ্চালনায় আলোচনা সভা ও ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবি পার্টি কেন্দ্রীয় কমিটি  যুগ্ম সাধারন সম্পাদক এ, বি এম খালিদ হাসান ও এবি পার্টি ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এম আমজাদ খান।

আলোচনা সভা ও ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটি আহবায়ক মো: আবু বক্কর সিদ্দিক (সাজু) ব্যবস্থাপনায় আলোচনা সভা ও ইফতার মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন, এবি পার্টি সংগঠক সৈয়দ গোলাম সামদানী, আমার বাংলাদেশ পার্টি মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জ জেলার সংগঠক মোঃ শরিফ হোসেন, এবি পার্টি ফতুল্লা থানার সংগঠক ফেরদৌসি আক্তার রেহেনা, ইসলামী  আন্দোলন বাংলাদেশের নারায়ণগঞ্জ  জেলার সহ সভাপতি  মাওলানা শফিকুল ইসলাম, খেলাফত মজলিস নারায়নগঞ্জ জেলার সাধারণ সম্পাদক  মো: মিজানুর রহমান, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন আনু প্রমুখ।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ জ ল আম র ব আম দ র স গঠক

এছাড়াও পড়ুন:

নির্বাচন আসলেই ধর্মকে ব্যবহারের চেষ্টা দেখা যায় : সালাহউদ্দিন আহমেদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, আমরা লক্ষ্য করি নির্বাচন এলেই একটি রাজনৈতিক দল তারা রাজনৈতিক স্বার্থে ইসলামকে ব্যবহার করে জাতির মধ্যে বিভক্তি সৃষ্টি করতে চায়।

যারা ফিৎনা তৈরি করে বাংলাদেশের মুসলমানদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে চায় তাদের কাছ থেকে আমাদেরকে সাবধান হতে হবে। রাজনৈতিক কারণে কেউ বক্তব্য দিতেই পারে, সেটাকে স্বাগত জানাই।

তবে কেউ যেন আমাদের দ্বীনকে ক্ষতিগ্রস্ত করতে না পারে। শনিবার বিকেলে নারায়ণগঞ্জ শহরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে হেফাজতে ইসলামের উদ্যোগে আজমতে সাহাবা মহাসম্মেলনে তিনি এসব কথা বলেন।  

সালাহউদ্দিন আহমেদ বলেন, এখানে বয়ান করার যোগ্যতা আমার নেই। আমি এখানে এসেছি বিশিষ্ট আলেম যারা এখানে এসেছেন তাদের বক্তব্য শোনার জন্য। যারা ইসলামকে নিয়ে রাজনীতি করেনা তারা এখানে আছে।

যারা দীনকে আগে এবং দুনিয়াকে পরে মনে করেন, তারাই এখানে আছেন। একারণে আমি এখানে এসেছি। বাংলাদেশের ৯২ শতাংশ মানুষ মুসলমান। আমরা মদিনার ইসলামকে বিশ্বাস করি। আমরা আমাদের নবীর (সাঃ) ইসলামকে বিশ্বাস করি। আমরা মওদুদির ইসলামে বিশ্বাস করি না। 

তিনি বলেন, হাসিনার সরকার ইসলাম বিদ্বেষী ছিল, মুসলিম বিদ্বেষী ছিল। তারা আলেমদের নির্যাতন করেছে। আল্লাহর হুকুমে কীভাবে তাদের রাজনীতির অবসান হয়েছে আমরা তার সাক্ষী।

আমরা যেন এমন ভাবে রাজনীতি করি যার মাধ্যমে আওয়ামী অপরাজনীতি বিলুপ্ত হয়। বাংলাদেশে আদর্শিক রাজনীতি কয়েম করবো আমরা।

জমিয়তে ওলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসাইন কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হেফাজতে ইসলামের নায়েবে আমির জুনায়েদ আল হাবীব আল, জমিয়তে ওলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দি, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ, মহানগর বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেন খানসহ হেফাজতে ইসলাম ও বিএনপির নেতৃবৃন্দ প্রমুখ।  
 

সম্পর্কিত নিবন্ধ

  • সোনারগাঁয়ের কাইকারটেক হাটে নির্বাচনী প্রচারণায় মামুন মাহমুদ 
  • রূপগঞ্জে ইসলামী আন্দোলনের নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • তারুণ্যের চোখে আধুনিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার
  • বাংলাদেশ পরিবেশ আন্দোলন না’গঞ্জ জেলা আঞ্চলিক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
  • দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করুন: দুলু
  • নির্বাচন আসলেই ধর্মকে ব্যবহারের চেষ্টা দেখা যায় : সালাহউদ্দিন আহমেদ
  • অদৃশ্য শক্তি ও ফ্যাসিষ্টরা নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত খোরশেদ
  • নির্বাচন বাতিলের সব ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান সিপিবির
  • বিদেশ যেতে কেন বাধা দেওয়া হল, প্রশ্ন মিলনের
  • একটি মহল নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে: ডা. জাহিদ