নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ষাট জন এতিম মাদরাসা শিক্ষার্থীকে ইফতার সামগ্রী বিতরণ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১।

বুধবার বিকেলে মিজমিজি কবরস্থান হাফিজুল উলুম কওমিয়া মাদরাসার এতিম ছাত্রদের হাতে এ ইফতার সামগ্রী তুলে দেন র‌্যাব-১১'র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন। 

এসময় আরো উপস্থিত ছিলেন র‌্যাব-১১’র উপ-অধিনায়ক মো.

ইশতিয়াক হোসেন, অপস অফিসার জিয়াউল হক প্রমূখ।

এর আগে র‌্যাব-১১’র অধিনায়ক এইচ এম সাজ্জাদ হোসেন মাদরাসাটির এতিম শিশুদের বিষয়ে শিক্ষকদের সাথে আলাপ-আলোচনা করেন এবং সার্বিক বিষয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলেন। পরে শিক্ষার্থীদেরকে রাষ্ট্র ও সমাজের কল্যাণে শিক্ষা অর্জনের দিকনির্দেশনা দিয়ে সকলের উদ্দেশ্যে দোয়া কামনা করেন। 
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ম দর স

এছাড়াও পড়ুন:

জাপানের রাস্তায় রাস্তায়  ‘হিটেড বেঞ্চ’

জাপানের টোকিও, সাপোরো এবং ওসাকার মতো বড় বড় শহরগুলোর রাস্তায় হিটেড বেঞ্চ বসানো হয়েছে। তীব্র শীতের রাতে গৃহহীন মানুষদের উষ্ণতা এবং স্বস্তি দেওয়াই এই উদ্যোগের প্রধান লক্ষ্য।এই বেঞ্চগুলো সৌরশক্তি চালিত হয়ে থাকে।

হিটেড বেঞ্জগুলো দিনের বেলায় সূর্যের আলো থেকে তাপ সংগ্রহ করে বিশেষ "ফেজ-চেঞ্জ মেটেরিয়াল" ব্যবহার করে তা সংরক্ষণ করে।  এরপর সংরক্ষিত তাপ রাতে ধীরে ধীরে নির্গত হয় এবং প্রায় ১২ ঘণ্টা পর্যন্ত উষ্ণতা সরবরাহ করতে পারে। এটি পরিবেশবান্ধব এবং সাশ্রয়ী। 

আরো পড়ুন:

কারা বেশি কাঁদেন? 

যেসব কারণে মানুষ স্বর্ণ জমায়

হিটেড বেঞ্চের জন্য কোনো অতিরিক্ত জ্বালানী বা বিদ্যুতের প্রয়োজন হয় না। এই মানবিক উদ্যোগটি জাপান সরকারের একটি সহানুভূতিশীল পদক্ষেপ, যা নগর পরিকল্পনায় উদ্ভাবন এবং সামাজিক কল্যাণের এক চমৎকার উদাহরণ বলছেন দেশটির নাগরিকেরা। 

ঢাকা/লিপি

সম্পর্কিত নিবন্ধ