পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে সিদ্ধিরগঞ্জে মুক্তিনগর ফ্রেন্ডস ফাউন্ডেশন ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) সন্ধ্যায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সিদ্ধিরগঞ্জের ৩ নম্বর ওয়ার্ডের নয়াআটি মুক্তিনগর এলাকাস্থ ডা: মাসুদ করিমের বাস ভবনে বন্ধু মহলের সৌজন্যে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা এবং এলাকার প্রয়াত ব্যক্তিদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

নাসিক ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট চিকিৎসক ডা: মাসুদ করিমের আয়োজনে উক্ত ইফতার মাহফিলে বন্ধু মহলের মধ্যে উপস্থিত ছিলেন, তারিক ইকবাল নিপু, আ: গফুর রাজু, মো: ইউসুফ, কামাল হোসেন, আ: রহিম, কাজী জহিরুল ইসলাম, বেলায়েত হোসেন ও কামরুজ্জামান রিংকু সহ প্রমূখ।

এসময় নাসিক ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট চিকিৎসক ডা: মাসুদ করিম তার বন্ধু মহলের উদ্দেশ্যে বলেন, বিগত দিনে পতিত স্বৈরাচারী সরকারের দু:শাসনের আমলে নানান নৈরাজ্যের কারণে সমাজে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজী, কিশোরগ্যাংয়ের অপতৎপরতা এবং ভুমিদস্যুতাসহ নানাবিধ অপরাধ কর্মকান্ড ব্যাপক বিস্তার ঘটেছে। ফলে সমাজে বিশৃঙ্খলা বিরাজ করছে। তাই আগামী দিনে এলাকার সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে এসব অন্যায়-অপরাধকে নির্মূল করে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। সবাই আমাকে সহযোগিতা করবেন। সবাইকে নিয়ে একটি বাসযোগ্য এলাকা গড়ে তুলতে চাই।
এসময় আমন্ত্রিত মেহমানদের মধ্যে উপস্থিত ছিলেন, এড.

মশিউর রহমান, বিশিষ্ট সমাজ সেবক জাকির হোসেন রাজু, হাফেজ আহমেদ খন্দকার, মো: ইয়াকুব, মো: সেলিম, রমজান আলী ও তালেব হোসেন বাবুল।
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ ইফত র

এছাড়াও পড়ুন:

উপদেষ্টা আসিফের সমর্থকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া

কুমিল্লার মুরাদনগর স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সমর্থকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় আসিফ মাহমুদের পক্ষের ১০ থেকে ১৫ জন সমর্থক আহত হয়েছেন। তাদের মধ্যে একজন ইউপি সদস্য রয়েছেন। 

বুধবার (৩০ জুলাই) বিকেলে উপজেলা সদরের আল্লাহ চত্বরে ঘটনাটি ঘটে। 

এলাকাবাসী জানান, বুধবার বিকেলে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সদরের আল্লাহ চত্বরে উপদেষ্টা আসিফ মাহমুদের সমর্থকরা বিক্ষোভ মিছিল নিয়ে জড়ো হন।  সমাবেশ লক্ষ্য করে পার্শ্ববর্তী জেলা পরিষদের মার্কেট থেকে কয়েকটি ইট, পাটকেল নিক্ষেপ করা হয়। এরপর দুই পক্ষের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়া শুরু হয়। এসময় উপদেষ্টা আসিফ মাহমুদের ১০ থেকে ১৫ জন সমর্থক আহত হন, তাদের মধ্যে একজন ইউপি সদস্যও রয়েছেন।

আরো পড়ুন:

কুষ্টিয়া প্রেস ক্লাবে বিএনপির অভিযোগ বক্স, যা পাওয়া গেল

সরকারের একটি অংশ অপকৌশলের আশ্রয় নিচ্ছে: তারেক রহমান

মিছিল নিয়ে আসা নাগরিক সমাজের আহ্বায়ক মিনাজুল হক বলেন, “উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিএনপির লোকজন আমাদের ওপর হামলা চালিয়েছে। মিছিল নিয়ে আসার পর শত শত ইটপাটকেল ছুড়ে আমাদের ধাওয়া দিতে থাকে। আমাদের অনেক সমর্থক আহত হন।”

হামলার অভিযোগ অস্বীকার করেছেন বিএনপি নেতাকর্মীরা। বিএনপির মুরাদনগর উপজেলার আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন বলেন, “তারা হামলা করার পর আমাদের ছেলেরা প্রতিরোধ করেছে।”

কুমিল্লার মুরাদনগর থানার তদন্ত কর্মকর্তা আমিন কাদের খান জানান, আজ মুরাদনগর সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ চলছিল। এ সময় পাশে অবস্থান করা কিছু লোক বিনা উসকানিতে তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এরপরে দুইপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাজ করে। 

ঢাকা/রুবেল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • উপদেষ্টা আসিফের সমর্থকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • সোনারগাঁয়ে মাদ্রাসায় কমিটি গঠনের বিরুদ্ধে মানববন্ধন
  • ফতুল্লার  শিবু মার্কেট এলাকায় মাও. জব্বারের গণসংযোগ,: ভোটারদের মন জয়ে ব্যস্ত প্রার্থী
  • সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে মাছের পোনা অবমুক্ত করলো বিএনপি
  • ‘এইচ টি ইমামের’ বন্ধ কারখানায় ডাকাতির চেষ্টা, আটক ৬