কুড়িগ্রাম প্রেসক্লাবের বর্তমান কমিটি ভেঙে প্রেসক্লাব দখল ও নতুন সদস্য অন্তর্ভুক্তির প্রস্তাবে রাজি না হওয়ায় দৈনিক সমকালের জেলা প্রতিনিধি সুজন মোহন্তকে গালিগালাজ ও ডেকে নিয়ে মারধর করার অভিযোগ উঠেছে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও কালবেলার জেলা প্রতিনিধি সাঈয়েদ আহমেদ বাবুর বিরুদ্ধে।

শনিবার (২৯ মার্চ) রাত ১১টার দিকে কুড়িগ্রাম পৌরসভা সংলগ্ন একটি মোটরসাইকেল শোরুমের ভেতরে এ ঘটনা ঘটে।

ঘটনাসূত্রে জানা যায়, গত ১ সপ্তাহ ধরে কুড়িগ্রাম প্রেসক্লাবের বাইরে থাকা সাংবাদিকরা প্রেসক্লাব দখল করতে একটি ১৫ সদস্যের কমিটি গঠন করেন। সেই কমিটিতে সুজন মোহন্ত নাম অন্তর্ভুক্তের ব্যাপারে অপারগতা জানালে শনিবার (২৯ মার্চ) রাতে সাইয়েদ আহমেদ বাবু ফোনে গালিগালাজ করেন। প্রতিবাদ জানাতে গেলে সুজন মোহন্তকে বেধরক মারপিট করেন তিনি।

ভুক্তভোগী সাংবাদিক সুজন মোহন্ত বলেন, আমি প্রেসক্লাব দখলের পক্ষে না। আমাকে প্রস্তাব দিলে আমি তা প্রত্যাখান করি ও প্রতিবাদ জানাই। যার কারণে তিনি প্রথমে ফোনে গালিগালাজ ও পরে মারধর করেন।

হাসপাতালে অবস্থানরত সুজন মোহন্তের বন্ধু অমিত চন্দ্র পাল জানান, অভিযুক্ত সাঈয়েদ আহমেদ বাবু মারধরের কথা অস্বীকার করেছেন। তিনি যে ফোনে গালিগালাজ করেছেন তার প্রমাণ আছে। এছাড়াও মারধরের পর তিনি বিষয়টির জন্য ক্ষমা চেয়েছেন। বিষয়টিকে এখন তিনি তার গ্রুপের মাধ্যমে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি রাশেদুল ইসলাম বলেন, মারধরের ঘটনাটি কাকতালীয়ভাবে ঘটেছে। আমার করার কিছু ছিল না।

কুড়িগ্রাম প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজার রহমান বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। প্রেসক্লাব ভাঙার ষড়যন্ত্রে সুজন লিপ্ত না হওয়ায় পেশিশক্তি দেখিয়েছেন অপসাংবাদিকরা।

টেলিভিশন সাংবাদিক ফোরামের সদস্য মো.

বাদশা সৈকত বলেন, আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। 

কুড়িগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ বলেন, এখন পর্যন্ত কেউ অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উৎস: Samakal

কীওয়ার্ড: দ ন ক সমক ল ম রধর ম রধর র সদস য

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (১৮ সেপ্টেম্বর ২০২৫)

এশিয়া কাপে আজ মুখোমুখি শ্রীলঙ্কা ও আফগানিস্তান। চ্যাম্পিয়নস লিগে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি, নাপোলি, বার্সেলোনা।

সিপিএল: কোয়ালিফায়ার-১

গায়ানা-সেন্ট লুসিয়া
সকাল ৬টা, স্টার স্পোর্টস ২

এশিয়া কাপ ক্রিকেট

আফগানিস্তান-শ্রীলঙ্কা
রাত ৮-৩০ মি., টি স্পোর্টস ও নাগরিক

অ্যাথলেটিকস

বিশ্ব চ্যাম্পিয়নশিপ
বেলা ৩টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

উয়েফা চ্যাম্পিয়নস লিগ

কোপেনহেগেন-লেভারকুসেন
রাত ১০-৪৫ মি., সনি স্পোর্টস ২

ম্যানচেস্টার সিটি-নাপোলি
রাত ১টা, সনি স্পোর্টস ১

নিউক্যাসল-বার্সেলোনা
রাত ১টা, সনি স্পোর্টস ২

ফ্রাঙ্কফুর্ট-গালাতাসারাই
রাত ১টা, সনি স্পোর্টস ৫

সম্পর্কিত নিবন্ধ