ফুটবল কিংবদন্তি ডেভিড বেকহ্যামের ৫০তম জন্মদিনের পার্টিতে তারকাদের মেলা বসেছিল। তবে সেই অনুষ্ঠানে আলো কেড়ে নিয়েছেন লিওনেল মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো।  

ইন্টার মায়ামির মালিক ও সাবেক ইংলিশ তারকা বেকহ্যামের এই বিশেষ আয়োজনে অতিথি ছিলেন তার ক্লাবের তারকা খেলোয়াড়রাও। মেসির পাশাপাশি যোগ দেন তার সতীর্থ সার্জিও বুসকেটস, জর্ডি আলবা ও লুইস সুয়ারেজ। এছাড়াও আমন্ত্রিত ছিলেন ক্রীড়া জগতের অন্যান্য কিংবদন্তিরা, যার মধ্যে ছিলেন সাতবারের সুপার বোল জয়ী টম ব্র্যাডি এবং চারবারের এনবিএ চ্যাম্পিয়ন শাকিল ও'নিল।

বেকহ্যাম তার ইনস্টাগ্রামে পার্টির কিছু ছবি শেয়ার করে লেখেন, ‘আমি আগেভাগেই উদযাপন শুরু করলাম। মায়ামিতে দারুণ এক রাত কাটল। অসাধারণ বন্ধু ও পরিবারের সঙ্গে ৫০ বছর উদযাপন শুরু করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে।’

তবে মেসি ও তার স্ত্রী আন্তোনেলা সামাজিক যোগাযোগমাধ্যমে আরও বেশি সাড়া ফেলেন। সবুজ রঙের সুন্দর গাউনে হাজির হয়ে আন্তোনেলা নজর কাড়েন অতিথি ও ভক্তদের। ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে ক্যাপশনে কেবল একটি সবুজ হৃদয়ের ইমোজিই দিয়েছেন তিনি, যা মুহূর্তেই ভাইরাল হয়।  

বেকহ্যামের স্ত্রী ভিক্টোরিয়া আন্তোনেলার পোশাকের প্রশংসা করে লিখেছেন, ‘তোমাকে এই পোশাকে অসাধারণ লাগছে, অনেক ভালোবাসা।’  

ব্রাজিলিয়ান গায়িকা ও অভিনেত্রী জিউলিয়া মন্তব্য করেছেন, ‘অসাধারণ!’ 

অন্যদিকে, রোমারেই ভেনচুরা (জর্ডি আলবার স্ত্রী) চারটি ইমোজি পাঠান এবং সার্জিও বুসকেটসের স্ত্রী এলেনা গালেরা তিনটি হৃদয়ের ইমোজি দেন। এমনকি জনপ্রিয় লাতিন সংগীতশিল্পী বেকি জি মন্তব্য করেন, ‘মামি!’

জন্মদিনের এই পার্টির পর ইন্টার মায়ামি এখন মেজর লিগ সকারের মাঠে ফিরবে। বর্তমানে তারা ইস্টার্ন কনফারেন্সের শীর্ষস্থানে রয়েছে। তবে মাঠের লড়াইয়ের আগে বেকহ্যামের জন্মদিনের এই বিশেষ রাত ফুটবলপ্রেমীদের মনে দারুণ এক স্মৃতি হয়ে থাকবে।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

বেড়েছে মাছ, মুরগি ও ডিমের দাম

উৎপাদন ও বাজারে সরবরাহ কম থাকায় বেড়েছে ডিমের দাম। বিক্রেতারা বলছেন, উৎপাদন কম হওয়ায় খামারিরা মুরগি বিক্রি করে দিচ্ছেন এবং টানা বৃষ্টিপাতের জন্য সরবরাহ ব্যাহত হচ্ছে।

শুক্রবার (১ আগস্ট) রাজধানীর নিউ মার্কেট, রায়েরবাজারসহ গুরুত্বপূর্ণ বাজারগুলো ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত সপ্তাহে ফার্মের মুরগির ডিম বিক্রি হয়েছে প্রতি ডজন ১২০ টাকায়, এ সপ্তাহে তা বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৩৫ টাকায়। সেই হিসেবে ডিমের দাম বেড়েছে ১০ থেকে ১৫ টাকা।

সবজির দাম স্বাভাবিক
এ সপ্তাহে বাজারে টমেটো ছাড়া অন্যান্য সবজির দাম স্বাভাবিক আছে। গত সপ্তাহে টমেটো বিক্রি হয়েছিল ১২০ থেকে ১৩০ টাকায়, এ সপ্তাহে বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। কাঁচামরিচ ২০০ টাকা, শশা ৭০ টাকা, বেগুন ৭০ থেকে ৮০ টাকা, করলা ৭০ টাকা, গাজর (দেশি) ১২০ থেকে ১৩০ টাকা, চিচিঙ্গা ৪০ টাকা, বরবটি ৭০ থেকে ৮০ টাকা, ঢেঁড়স ৪০ টাকা, মিষ্টি কুমড়া ৩০ টাকা, পটল ৫০ টাকা, কাকরোল ৬০ টাকা, কচুরমুখী ৬০ টাকা, প্রতিটি পিস জালি কুমড়া ৫০ টাকা এবং লাউ ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

মুদিবাজারে চালসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল আছে। তবে, পেঁয়াজের দাম সামান্য বেড়েছে। এ সপ্তাহে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে। গত সপ্তাহে ৫৫ টাকায় কেজিতে বিক্রি হয়েছে। প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকায়। রসুন ১৮০ থেকে ২০০ টাকা এবং দেশি আদা ১৭০ থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে।

বেড়েছে মাছ ও মুরগির দাম
বিক্রেতারা বলছেন, নদীতে পানি বৃদ্ধির জন্য জেলেদের জালে মাছ কম ধরা পড়ছে এবং উজানের পানিতে খামারিদের পুকুর ও ঘের তলিয়ে যাওয়ায় মাছের দাম বেড়েছে। বাজারে এখন মাঝারি সাইজের চাষের রুই মাছ বিক্রি হচ্ছে ৩০০ থেকে থেকে ৩৫০ টাকায়। চাষের পাঙাসের কেজি ২০০ থেকে ২২০ টাকা, তেলাপিয়া ২০০ থেকে ২২০ টাকা, মাঝারি সাইজ কৈ মাছ ২৫০ থেকে ২৮০ টাকা, দেশি শিং ৬৫০ থেকে ৭০০ টাকা, বড় সাইজের পাবদা ৬০০ টাকা, চিংড়ি ৭০০ থেকে ৮০০ টাকা, দেশি পাঁচমিশালি ছোট মাছ ৬০০ টাকা এবং এক কেজির বেশি ওজনের ইলিশ মাছ বিক্রি হচ্ছে ২ হাজার ৫০০ থেকে ২ হাজার ৬০০ টাকায়।

এ সপ্তাহে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে  ১৭০ থেকে ১৮০ টাকা, যা গত সপ্তাহ ছিল ১৫০ থেকে ১৬০ টাকা। সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকায়। গরুর মাংস ৭৫০ থেকে ৮০০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ১৫০ থেকে ১ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

ঢাকা/রায়হান/রফিক 

সম্পর্কিত নিবন্ধ