বেকহ্যামের জন্মদিনে মেসি-আন্তোনেলার ঝলমলে উপস্থিতি
Published: 1st, April 2025 GMT
ফুটবল কিংবদন্তি ডেভিড বেকহ্যামের ৫০তম জন্মদিনের পার্টিতে তারকাদের মেলা বসেছিল। তবে সেই অনুষ্ঠানে আলো কেড়ে নিয়েছেন লিওনেল মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো।
ইন্টার মায়ামির মালিক ও সাবেক ইংলিশ তারকা বেকহ্যামের এই বিশেষ আয়োজনে অতিথি ছিলেন তার ক্লাবের তারকা খেলোয়াড়রাও। মেসির পাশাপাশি যোগ দেন তার সতীর্থ সার্জিও বুসকেটস, জর্ডি আলবা ও লুইস সুয়ারেজ। এছাড়াও আমন্ত্রিত ছিলেন ক্রীড়া জগতের অন্যান্য কিংবদন্তিরা, যার মধ্যে ছিলেন সাতবারের সুপার বোল জয়ী টম ব্র্যাডি এবং চারবারের এনবিএ চ্যাম্পিয়ন শাকিল ও'নিল।
বেকহ্যাম তার ইনস্টাগ্রামে পার্টির কিছু ছবি শেয়ার করে লেখেন, ‘আমি আগেভাগেই উদযাপন শুরু করলাম। মায়ামিতে দারুণ এক রাত কাটল। অসাধারণ বন্ধু ও পরিবারের সঙ্গে ৫০ বছর উদযাপন শুরু করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে।’
তবে মেসি ও তার স্ত্রী আন্তোনেলা সামাজিক যোগাযোগমাধ্যমে আরও বেশি সাড়া ফেলেন। সবুজ রঙের সুন্দর গাউনে হাজির হয়ে আন্তোনেলা নজর কাড়েন অতিথি ও ভক্তদের। ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে ক্যাপশনে কেবল একটি সবুজ হৃদয়ের ইমোজিই দিয়েছেন তিনি, যা মুহূর্তেই ভাইরাল হয়।
বেকহ্যামের স্ত্রী ভিক্টোরিয়া আন্তোনেলার পোশাকের প্রশংসা করে লিখেছেন, ‘তোমাকে এই পোশাকে অসাধারণ লাগছে, অনেক ভালোবাসা।’
ব্রাজিলিয়ান গায়িকা ও অভিনেত্রী জিউলিয়া মন্তব্য করেছেন, ‘অসাধারণ!’
অন্যদিকে, রোমারেই ভেনচুরা (জর্ডি আলবার স্ত্রী) চারটি ইমোজি পাঠান এবং সার্জিও বুসকেটসের স্ত্রী এলেনা গালেরা তিনটি হৃদয়ের ইমোজি দেন। এমনকি জনপ্রিয় লাতিন সংগীতশিল্পী বেকি জি মন্তব্য করেন, ‘মামি!’
জন্মদিনের এই পার্টির পর ইন্টার মায়ামি এখন মেজর লিগ সকারের মাঠে ফিরবে। বর্তমানে তারা ইস্টার্ন কনফারেন্সের শীর্ষস্থানে রয়েছে। তবে মাঠের লড়াইয়ের আগে বেকহ্যামের জন্মদিনের এই বিশেষ রাত ফুটবলপ্রেমীদের মনে দারুণ এক স্মৃতি হয়ে থাকবে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
দাবি মেনে নেওয়ায় অনশন ভাঙলেন জবি শিক্ষার্থীরা
দাবি মেনে নেওয়ায় ৩২ ঘণ্টা পর অনশন ভাঙলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।
বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজ্জাম্মুল হক ও অন্যান্য শিক্ষকরা আন্দোলনকারীদের জুস পান করিয়ে অনশন ভাঙান। গতকাল মঙ্গলবার শিক্ষার্থীরা তিন দফা দাবিতে দুপুর থেকে রফিক ভবনের নিচে অনশন শুরু করেছিলেন।
আরো পড়ুন:
যবিপ্রবিসাসের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
জানুয়ারি থেকে বিশেষ বৃত্তি পাবেন জবি শিক্ষার্থীরা
শিক্ষার্থীদের দাবিগুলো হলো- শিক্ষার্থীদের সম্পূরক বৃত্তি কার্যকর হওয়ার নির্দিষ্ট তারিখ ঘোষণা; জকসু নির্বাচনের রোডম্যাপ প্রকাশ; ক্যাফেটেরিয়ায় ভর্তুকি দিয়ে স্বাস্থ্যকর খাবার নিশ্চিত করা এবং কেন্দ্রীয় লাইব্রেরিতে আধুনিক সুবিধা ও শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু।
অনশনকারী বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) সদস্য সচিব শাহিন মিয়া বলেন, “আমাদের দাবি ছিল বৃত্তি প্রদানের নির্দিষ্ট তারিখ, জকসুর রোডম্যাপ ঘোষণা এবং লাইব্রেরিতে সুবিধা বৃদ্ধি। প্রশাসন এগুলো মেনে নিয়েছে। কিছুটা ধোঁয়াশা থাকলেও আমরা আস্থা রেখে অনশন ভেঙেছি।”
বাগছাসের মুখ্য সংগঠক ফেরদৌস শেখ বলেন, “আমাদের দীর্ঘদিনের ন্যায্য দাবিগুলো মেনে নিয়ে স্পষ্ট রোডম্যাপ ঘোষণা করা হয়েছে। আমরা আশা করি, প্রশাসন প্রতিশ্রুতিগুলো নির্ধারিত সময়ের মধ্যেই বাস্তবায়ন করবে। এতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নতুন স্বপ্নের দুয়ার উন্মোচিত হবে।”
অনশনকারী শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি এমকেএম রাকিব বলেন, “প্রশাসন আমাদের তিন দফা দাবি মেনে নিয়েছে, এতে আমরা সন্তুষ্ট। আশা করি, শিক্ষার্থীরা দ্রুতই তাদের কাঙ্ক্ষিত বৃত্তি পাবে এবং অন্যান্য ক্যাম্পাসের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও নির্বাচনের আমেজ তৈরি হবে।”
অনশনে অংশ নিয়েছিলেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস), ছাত্র অধিকার পরিষদ ও ছাত্রদলসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রায় দুই দশক পর এবারই প্রথমবারের মতো জকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হলো।
ঢাকা/লিমন/ইভা