এবার পবিত্র ঈদুল ফিতরে আবহাওয়া ভ্রমণের অনুকূল ছিল না। প্রচণ্ড গরম। মার্চের শেষ নাগাদ তাপমাত্রা ৪১ ডিগ্রি পর্যন্ত উঠেছিল। স্বাভাবিকভাবে ধারণা করা হয়েছিল, পর্যটনকেন্দ্রগুলোয় ভিড় কম থাকবে। কিন্তু স্বস্তির খবর হলো, বৈরী আবহাওয়া উপেক্ষা করে মানুষ পর্যটনকেন্দ্রগুলোয় ছুটেছেন একটু স্বস্তি ও শান্তির আশায়। শহরে নিত্যদিনের কাজে তাঁরা হয়ে পড়েছিলেন ক্লান্ত।

কক্সবাজার থেকে প্রথম আলোর প্রতিনিধি আব্দুল কুদ্দুসের পাঠানো খবরে বলা হয়, গত শনিবার সকাল থেকে কক্সবাজারে আসতে শুরু করেন হাজার হাজার পর্যটক। বাস-ট্রেন, এমনকি বিমানেও এসেছেন পর্যটকেরা। রমজান মাসজুড়ে সমুদ্রসৈকতে পর্যটকসংখ্যা কম থাকলেও গত রোববার থেকে পা ফেলার জায়গা নেই। এই ভিড় আরও কয়েক দিন থাকবে। এবারে ঈদের লম্বা ছুটির সুযোগটিই নিয়েছেন ভ্রমণপিপাসু মানুষ।

হোটেলমালিকেরা জানান, ৫ এপ্রিল পর্যন্ত ৫ দিনে ৭ লাখ পর্যটকের সমাগম ঘটবে বলে আশা করছেন তাঁরা। ইতিমধ্যে পাঁচ শতাধিক হোটেল, রিসোর্ট, গেস্টহাউসের ৯০ শতাংশ কক্ষ আগাম বুকিং হয়ে গেছে। পর্যটক টানতে রোজার মাসে হোটেলকক্ষ ভাড়ার বিপরীতে সর্বোচ্চ ৭০ শতাংশ ছাড়ের যে ঘোষণা দেওয়া হয়েছিল, তা প্রত্যাহার করা হয়েছে। এখন শতভাগ ভাড়া দিয়ে হোটেলে থাকতে হচ্ছে।

কেবল কক্সবাজার নয়, তিন পাহাড়ি জেলা সদর ও অন্য পর্যটনকেন্দ্রগুলোতেও পর্যটকদের ভিড় ছিল লক্ষণীয়। রাঙামাটি পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা বলেন, ‘বর্তমানে আমাদের হোটেল-মোটেলগুলোয় ৬০ শতাংশ বুকিং রয়েছে। আগামী ৩ তারিখ থেকে শতভাগ বুকিং রয়েছে।’ সিলেটে ১৫ থেকে ২০ লাখ পর্যটক আশা করছেন পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তিরা। হোটেল-মোটেলের প্রায় সব কক্ষ বুকিং হয়ে গেছে। সিলেট অঞ্চলের উল্লেখযোগ্য পর্যটনকেন্দ্র হলো জাফলং, সাদাপাথর, লালাখাল, শ্রীপুর, রাতারগুল, পান্তুমাই, মায়াবতী ঝরনা, জৈন্তিয়া রাজবাড়ি, ডিবির হাওর, বিছনাকান্দি, লোভাছড়া, মাধবকুণ্ড, চেরাপুঞ্জি প্রভৃতি। পর্যটকদের একটা বড় অংশ এ সময় সুন্দরবনেও বেড়াতে যায়।

অন্যান্য বছর পর্যটকদের একটা বড় অংশ প্রতিবেশী ভারত, নেপাল ও ভুটান যেত। কিন্তু ভারত সরকার ভিসার ওপর কড়াকড়ি আরোপ করায় তাঁদের বড় অংশ দেশের প্রিয় পর্যটনকেন্দ্রগুলোই বেছে নিয়েছে। নেপাল ও ভুটানেও সীমিতসংখ্যক পর্যটক যাচ্ছেন। কিন্তু বেশির ভাগ স্বদেশমুখী হয়েছেন। এটা দেশের অর্থনীতি ও পর্যটনশিল্পের বিকাশ ত্বরান্বিত করবে বলে আশা করা যায়।

প্রতিবেশী ভারত, নেপালসহ যেসব দেশে পর্যটনশিল্প বিকশিত হয়েছে, সেসব দেশে ট্যুর অপারেটর বা ভ্রমণ পরিচালনাকারী প্রতিষ্ঠানের সংখ্যা অনেক বেশি। তুলনায় বাংলাদেশে ট্যুর অপারেটরের সংখ্যা কম। বেশির ভাগ পর্যটক পারিবারিকভাবে বা বন্ধুবান্ধব নিয়ে ভ্রমণের ব্যবস্থা করে থাকেন, যেখানে নিরাপত্তাঝুঁকি থাকে। ট্যুর অপারেটরদের মাধ্যমে ভ্রমণ করলে খরচ ও ঝুঁকি দুটোই কম। সরকার প্রণীত ২০২১ সালের আইন ও ২০২৪ সালের বিধিমালা ট্যুর অপারেটরদের স্বার্থের পরিপন্থী বলে দাবি করেছেন এই শিল্পের অংশীজনেরা। তাঁদের দাবি, আওয়ামী লীগ সরকারের আমলে কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী এই ব্যবসাকে মনোপলি করার লক্ষ্যে নিবন্ধন ফি বাড়িয়ে দেওয়া হয়। এ ছাড়া তিন লাখ টাকা জমানত রাখার যে বিধান চালু করা হয়েছে, তা–ও ছোট অপারেটরদের পক্ষে বহন করা সম্ভব নয়। এ কারণে অনেকেই ব্যবসা ছেড়ে দিয়েছেন। ট্যুর অপারেটরদের পক্ষ থেকে ব্যবসা পরিচালনার জন্য ২০ হাজার টাকা নিবন্ধন ফি ও ৫ হাজার টাকা নবায়ন ফি নির্ধারণের দাবি জানানো হয়েছে।

সে ক্ষেত্রে ট্যুর অপারেটরের মাধ্যমে পর্যটন বাড়লে এই খাতে অনেকের কর্মসংস্থান হতে পারে। সরকার বিষয়টির প্রতি নজর দেবে আশা করি।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: সরক র ভ রমণ ব যবস

এছাড়াও পড়ুন:

ভারতীয় নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৩ জন পেহেলগামের হামলাকারী: পার্লামেন্টে অমিত শাহ

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলার ঘটনায় জড়িত তিন বন্দুকধারী ভারতীয় নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হয়েছেন। গতকাল সোমবার অভিযানটি চালানো হয়।

আজ মঙ্গলবার ভারতের সংসদের নিম্নকক্ষ লোকসভায় দেওয়া বক্তব্যে অমিত শাহ এসব কথা বলেন।

তিন মাসেরও বেশি আগে গত ২২ এপ্রিল কাশ্মীরের জনপ্রিয় পর্যটন এলাকা পেহেলগামের বৈসরানে পর্যটকদের ওপর বন্দুকধারীরা হামলা চালান। ওই ঘটনায় ২৬ জন নিহত হন।

অমিত শাহ বলেন, ‘আমি পার্লামেন্টে জানাতে চাই, বৈসরানে যে তিন সন্ত্রাসী হামলা চালিয়েছিলেন, তাঁদের সবাইকে হত্যা করা হয়েছে।’ তাঁর দাবি, নিহত ব্যক্তিদের মধ্যে দুজন পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তাইয়েবার সদস্য। জাতিসংঘ এটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে।

অমিত শাহ আরও বলেন, ‘হামলায় তাঁদের জড়িত থাকার ব্যাপারে আমাদের নিরাপত্তা সংস্থাগুলোর কাছে বিস্তারিত প্রমাণ আছে।’

ভারতীয় সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, কাশ্মীরের দাচিগাম এলাকার পাহাড়ে গতকাল ওই অভিযান চালানো হয়েছে। শ্রীনগর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে দাচিগামের অবস্থান।

এপ্রিলে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে জঙ্গলের ভেতর লুকিয়ে থাকা বন্দুকধারীরা হঠাৎ বেরিয়ে এসে পর্যটকদের ওপর গুলি চালান। ওই ঘটনায় নিহত ব্যক্তিদের প্রায় সবাই ভারতীয়। একজন নেপালি ছিলেন।

আরও পড়ুনকাশ্মীরে পর্যটকদের গুলি করার আগে কী হয়েছিল, জানালেন প্রত্যক্ষদর্শীরা২৫ এপ্রিল ২০২৫

ভারতের অভিযোগ, এ হামলার পেছনে পাকিস্তানের মদদ আছে। তবে ইসলামাবাদ তা অস্বীকার করেছে। পেহেলগামে হামলার ঘটনাকে কেন্দ্র করে গত মে মাসে পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যে চার দিন ধরে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। এতে দুই পক্ষে ৭০ জনের বেশি মানুষ নিহত হন।

১৯৪৭ সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা পাওয়ার পর থেকেই মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীর অঞ্চলটি ভারত ও পাকিস্তানের মধ্যে বিভক্ত হয়ে আছে। উভয় দেশ পুরো কাশ্মীরকে নিজেদের অংশ বলে দাবি করে থাকে। কাশ্মীরের নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে তারা দুটি যুদ্ধসহ বেশ কয়েকবার সংঘর্ষে জড়িয়েছে।

আরও পড়ুনপেহেলগামে হামলায় জড়িত সবাইকে এবার পাকিস্তানি নাগরিক বলে দাবি ভারতের২৪ জুন ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • সেন্ট মার্টিন ভালো নেই, সেন্ট মার্টিনের মানুষ ভালো নেই
  • কাপ্তাই হ্রদে পানি বেড়ে ডুবে গেছে রাঙামাটির ঝুলন্ত সেতু
  • ভারতীয় নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৩ জন পেহেলগামের হামলাকারী: পার্লামেন্টে অমিত শাহ