ইংলিশ প্রিমিয়ার লিগে সেমি-অটোমেটেড অফসাইড প্রযুক্তি চালু হতে যাচ্ছে, যা রেফারিদের সিদ্ধান্ত গ্রহণে আরও স্বচ্ছতা ও গতি আনবে। আগামী ১২ এপ্রিল ম্যানচেস্টার সিটি ও ক্রিস্টাল প্যালেসের মধ্যকার ম্যাচে প্রথমবারের মতো এই প্রযুক্তি ব্যবহার করা হবে।

প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ জানিয়েছে, মার্চে এফএ কাপের পঞ্চম রাউন্ডের আটটি ম্যাচের মধ্যে সাতটিতে সফলভাবে প্রযুক্তিটির পরীক্ষা চালানো হয়েছে। এছাড়া প্রি-লাইভ ট্রায়ালেও ইতিবাচক ফলাফল পাওয়া গেছে, যার ভিত্তিতে প্রযুক্তিটি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সেমি-অটোমেটেড অফসাইড প্রযুক্তি ভিডিও সহকারী রেফারিকে (ভিএআর) দ্রুত ও নির্ভুল সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। প্রযুক্তিটি কিছু গুরুত্বপূর্ণ উপাদান স্বয়ংক্রিয়ভাবে বিশ্লেষণ করবে, ফলে অফসাইড চিহ্নিত করা আরও সহজ হবে।

প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, ‘এই প্রযুক্তি অফসাইড সিদ্ধান্তের গতি, দক্ষতা ও সামঞ্জস্যতা বাড়াবে।’

সেমি-অটোমেটেড অফসাইড প্রযুক্তিটি প্রথম চালু হয়েছিল ২০২২ সালের কাতার বিশ্বকাপে। এরপর সিরি আ, লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগেও এটি সফলভাবে ব্যবহার করা হয়েছে।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

পায়ের আঙুল লাগানো হলো হাতে

হাতের আঙ্গুলের জায়গায় পায়ের আঙ্গুল এনে সফলভাবে প্রতিস্থাপন করেছেন একদল চিকিৎসক। গত সপ্তাহে কুমিল্লার পিপলস হাসপাতালে এই অস্ত্রোপচার হয়েছে। এর নেতৃত্ব দিয়েছেন অর্থোপেডিক সার্জন কামরুল ইসলাম মামুন। কুমিল্লায় প্রথমবারের মতো এমন জটিল অস্ত্রোপচার সফল হয়েছে বলে দাবি চিকিৎসকদলের।

শনিবার (২ আগস্ট) রাইজিংবিডির সঙ্গে কথা হয় সার্জন কামরুল ইসলাম মামুনের। তিনি বলেন, ‘‘এর আগে আমরা একটি বিচ্ছিন্ন হাত জোড়া লাগিয়েছিলাম। এবার সফলভাবে হাতের আঙ্গুলের জায়গায় পায়ের আঙ্গুল একটি পায়ের আঙুল হাতে প্রতিস্থাপন করেছি। কুমিল্লায় অঙ্গ প্রতিস্থাপন এটাই প্রথম।’’

জানা যায়, গাজীপুরের কাপাসিয়া উপজেলার বাসিন্দা আশরাফুল আলম (৪২) সৌদি আরবে গাড়ি চালাতেন। ২০২৪ সালে সড়ক দুর্ঘটনায় তার বাম হাতের বৃদ্ধাঙ্গুল কাটা যায়। এরপর দেশে ফিরে একাধিক হাসপাতালে ঘুরলেও হতাশ হন তিনি। পরে কুমিল্লায় আসেন। এখানকার চিকিৎসকেরা তার হাতের আঙ্গুলের জায়গায় পায়ের একটি আঙুল এনে প্রতিস্থাপন করেন।

আশরাফুল বলেন, ‘‘ভাবিনি দেশে এমন চিকিৎসা সম্ভব। কাটা আঙ্গুল নিয়ে সৌদি আরবেও গিয়েছিলাম। কিন্তু, কাজের অক্ষমতায় ফিরে আসতে হয়েছে। অবশেষে কুমিল্লায় এসে আবার আশার আলো দেখলাম।’’

জেলা সিভিল সার্জন ডা. আলী নূর মোহাম্মদ বশীর আহমদ বলেন, ‘‘কুমিল্লায় অঙ্গ প্রতিস্থাপনের ঘটনা আগে কখনো শুনিনি। এ ধরনের অস্ত্রোপচার দেশে কম খরচে করা গেলে সাধারণ মানুষের উপকার হবে।’’

ঢাকা/রুবেল/রাজীব

সম্পর্কিত নিবন্ধ

  • পায়ের আঙুল লাগানো হলো হাতে