সামাজিক যোগাযোগমাধ্যমে দুনিয়ার সবচেয়ে প্রভাবশালী মানুষদের একজন কিম কার্ডাশিয়ান। তাঁকে আপনি পছন্দ না-ই করতে পারেন, কিন্তু অস্বীকার করতে পারবেন না। আলোচিত-সমালোচিত এই কোটিপতি তারকার জন্মদিন আজ। এ উপলক্ষে আলো ফেলা যাক তাঁর জীবন ও ক্যারিয়ারে।

সম্প্রতি আইন পেশায় হাত পাকাচ্ছেন কিম, কাকতালীয়ভাবেই এবার তাঁকে দেখা যাবে একটি লিগ্যাল ড্রামা সিরিজে। রায়ান মার্ফির সিরিজটির নাম ‘অলস ফেয়ার’ যা আাগমী ৪ নভেম্বর হুলুতে মুক্তি পাবে। সিরিজটিতে কিম ছাড়া আছেন গ্লেন ক্লোজ, সরা পলসনও।

বড় হওয়ার গল্প
১৯৮০ সালের ২১ অক্টোবর লস অ্যাঞ্জেলেসে কিম কার্ডাশিয়ানের জন্ম। বড় হতে হতে নানা ধরনের ঘটনার সাক্ষী হন তিনি। ১৯৯১ সালে তাঁর বাবা দুঁদে আইনজীবী রবার্টের সঙ্গে মা ক্রিসের বিচ্ছেদ হয়ে যায়। আবার বিয়ে করেন মা। পাত্র ১৯৭৬ সালের অলিম্পিকে ডেকাথলনজয়ী ব্রুস জেনার। পরে ব্রুস রূপান্তরিত হন। নাম হয় কেইলিন জেনার। বছর কয়েক পর কার্ডাশিয়ানের বাবা রবার্ট বিখ্যাত এক মামলা লড়েন। ১৯৯৫ সালে মার্কিন ফুটবল কিংবদন্তি ওজে সিম্পসনের বিরুদ্ধে সাবেক স্ত্রী ও তাঁর বন্ধুকে হত্যার অভিযোগ ওঠে। সিম্পসনের হয়ে রবার্টই মামলাটি লড়েন এবং সিম্পসনকে ছাড়িয়ে আনেন।

পাদপ্রদীপের আলোয়
কিশোরী কার্ডাশিয়ান যখন লস অ্যাঞ্জেলেসে বড় হচ্ছেন, তখনই তাঁর গায়ে তারকাখ্যাতির আঁচ লাগে। নিকোল রিচি, প্যারিস হিলটনরা যাঁর বন্ধু, তিনি তো নাইট ক্লাবে গেলে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়বেনই। এ সময় রিয়েলেটি শো ‘দ্য সিম্পল লাইফ’-এ অংশ নেন তাঁরা।

আরও পড়ুনট্রাম্পের কড়া সমালোচনায় কিম কার্দাশিয়ান৩০ আগস্ট ২০২৫

তবে ২০০৭ সালে যা হয়, সেটা কিম কার্ডাশিয়ানকে রাতারাতি সারা দুনিয়ার মানুষের কাছে পরিচিত করে তোলে। প্রেমিক রে জের সঙ্গে একান্ত ব্যক্তিগত মুহূর্তের ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ে। এই কেলেঙ্কারি নিয়ে তখন বিস্তর চর্চা হয়েছিল।

কিম কার্ডাশিয়ান.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

নির্মাণাধীন ভবনের ছাদ ভেঙে পড়ল শ্রমিকের মাথায়, ঘটনাস্থলেই মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় নির্মাণাধীন ভবনের ছাদ ভেঙে হেলাল উদ্দিন (৩৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের রশিদের পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হেলাল কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলার পশ্চিম সিকদারপাড়া এলাকার কামাল উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, নির্মাণাধীন ভবনটি ছয়তলা। হেলাল উদ্দিন ওই ভবনের চতুর্থ তলায় কাজ করেছিলেন। এ সময় পাঁচতলার বারান্দার অংশের ছাদ ভেঙে তাঁর মাথায় পড়ে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

জানতে চাইলে লোহাগাড়া থানার উপপরিদর্শক জাহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, তাঁরা ঘটনাস্থল থেকে শ্রমিকের লাশ উদ্ধার করেছেন। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় তাঁরা প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেবেন।

সম্পর্কিত নিবন্ধ