গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বাজে সময় কাটাচ্ছে সুইডেন জাতীয় ফুটবল দল। ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ‘বি’ গ্রুপের তলানিতে রয়েছে সুইডিশরা। ২০২৬ বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিতে নিজেদের ম্যাচগুলো জেতার পাশাপাশি অন্য দলের ফলের ওপরও নির্ভর করতে হবে। সুইডিশদের এই হতাশায় প্রেরণা হতে পারে তাদের দেশেরই একটি ‘রূপকথার গল্প’। শুধু সুইডিশ কেন, যেকোনো দেশের মানুষ কিংবা খেলাধুলার দলগুলোর প্রেরণা হতে পারে মিয়ালবি।

মিয়ালবি? সুইডেনের শীর্ষ লিগ আলসভেনসকানে খেলা দল। দেশটির দক্ষিণাঞ্চলের জেলে গ্রাম হ্যালেভিক, যে গ্রামের জনসংখ্যা মাত্র ১০০০–এর কাছাকাছি, সেখান থেকে উঠে আসা ক্লাবটি জন্ম দিয়েছে রূপকথার।

হ্যালেভিক গ্রামের দেয়ালে একটি কথা খোদাই করা আছে, ‘মেক দ্য ইম্পসিবল পসিবল’ (অসম্ভবকে সম্ভব করো)’—সেখানকার এই ক্লাব মাঠে যেন ঠিক এই কথারই রূপান্তর ঘটিয়েছে।

৮৬ বছরের পুরোনো এই ক্লাবটি এর আগে কখনো সুইডেনের শীর্ষ লিগের শিরোপা জিততে পারেনি। ১৯৩৯ সালে যাত্রা শুরুর পর এ পর্যন্ত ১৩ মৌসুম সুইডেনের শীর্ষ লিগে খেলেছে মিয়ালবি। ২০২০ সালে আলসভেনসকানে ফেরার পর আর অবনমন ঘটেনি। অবিশ্বাস্য ব্যাপার হলো, এবার সেই পথে মিয়ালবি রীতিমতো দেশের শীর্ষ লিগ জিতেছে!

গতকাল গোথেনবার্গকে ২–০ গোলে হারানোর মধ্য দিয়ে সুইডেনের শীর্ষ লিগ জয় নিশ্চিত হয় মিয়ালবির।

আলসভেনসকানে চলতি মৌসুমে ২৬ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে মিয়ালবি। ২৭ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হ্যামারবাইয়ের সঙ্গে ১১ পয়েন্ট ব্যবধানে এগিয়ে ক্লাবটি। সবগুলো দলের হাতেই আছে আর তিনটি করে ম্যাচ। মিয়ালবি নিজেদের এই তিন ম্যাচে কোনো পয়েন্ট না পেলেও শীর্ষস্থান থেকে তাদের কেউ সরাতে পারবে না।

লিগ জয় নিশ্চিতের পর হ্যান্ড মাইক হাতে মিয়ালবির অধিনায়ক জ্যাসপার গুস্তাভসন। উদ্‌যাপন কীভাবে করা হবে তা বলছিলেন.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

জেলেদের গ্রাম, তা–ও প্রায় ১০০০ মানুষের; সেই গ্রামের এক ক্লাবের রূপকথার গল্প

গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বাজে সময় কাটাচ্ছে সুইডেন জাতীয় ফুটবল দল। ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ‘বি’ গ্রুপের তলানিতে রয়েছে সুইডিশরা। ২০২৬ বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিতে নিজেদের ম্যাচগুলো জেতার পাশাপাশি অন্য দলের ফলের ওপরও নির্ভর করতে হবে। সুইডিশদের এই হতাশায় প্রেরণা হতে পারে তাদের দেশেরই একটি ‘রূপকথার গল্প’। শুধু সুইডিশ কেন, যেকোনো দেশের মানুষ কিংবা খেলাধুলার দলগুলোর প্রেরণা হতে পারে মিয়ালবি।

মিয়ালবি? সুইডেনের শীর্ষ লিগ আলসভেনসকানে খেলা দল। দেশটির দক্ষিণাঞ্চলের জেলে গ্রাম হ্যালেভিক, যে গ্রামের জনসংখ্যা মাত্র ১০০০–এর কাছাকাছি, সেখান থেকে উঠে আসা ক্লাবটি জন্ম দিয়েছে রূপকথার।

হ্যালেভিক গ্রামের দেয়ালে একটি কথা খোদাই করা আছে, ‘মেক দ্য ইম্পসিবল পসিবল’ (অসম্ভবকে সম্ভব করো)’—সেখানকার এই ক্লাব মাঠে যেন ঠিক এই কথারই রূপান্তর ঘটিয়েছে।

৮৬ বছরের পুরোনো এই ক্লাবটি এর আগে কখনো সুইডেনের শীর্ষ লিগের শিরোপা জিততে পারেনি। ১৯৩৯ সালে যাত্রা শুরুর পর এ পর্যন্ত ১৩ মৌসুম সুইডেনের শীর্ষ লিগে খেলেছে মিয়ালবি। ২০২০ সালে আলসভেনসকানে ফেরার পর আর অবনমন ঘটেনি। অবিশ্বাস্য ব্যাপার হলো, এবার সেই পথে মিয়ালবি রীতিমতো দেশের শীর্ষ লিগ জিতেছে!

গতকাল গোথেনবার্গকে ২–০ গোলে হারানোর মধ্য দিয়ে সুইডেনের শীর্ষ লিগ জয় নিশ্চিত হয় মিয়ালবির।

আলসভেনসকানে চলতি মৌসুমে ২৬ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে মিয়ালবি। ২৭ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হ্যামারবাইয়ের সঙ্গে ১১ পয়েন্ট ব্যবধানে এগিয়ে ক্লাবটি। সবগুলো দলের হাতেই আছে আর তিনটি করে ম্যাচ। মিয়ালবি নিজেদের এই তিন ম্যাচে কোনো পয়েন্ট না পেলেও শীর্ষস্থান থেকে তাদের কেউ সরাতে পারবে না।

লিগ জয় নিশ্চিতের পর হ্যান্ড মাইক হাতে মিয়ালবির অধিনায়ক জ্যাসপার গুস্তাভসন। উদ্‌যাপন কীভাবে করা হবে তা বলছিলেন

সম্পর্কিত নিবন্ধ