দরজা ঠেলে ভেতরে ঢুকছেন মডেল-অভিনেত্রী শেহতাজ মুনিরা হাশেম। ভেতরে পা দিয়েই চমকে যান তিনি। কারণে ঘরের ভেতরে বাজছে ‘চাঁদ মামা’ গান; সঙ্গে নাচছেন স্বামী প্রীতম হাসান, বৃদ্ধ নানি চেয়ারে বসে শরীর দুলিয়ে নাচার চেষ্টা করছেন। তাদের সঙ্গে জমিয়ে নাচছেন আরো দুই নারী।

শেহতাজ মুনিরা হাশেম তার ভেরিফায়েড ফেসবুকে একটি রিলস ভিডিও শেয়ার করেন। পরে সেই ভিডিও প্রীতম তার ফেসবুকে শেয়ার করেন। এই ভিডিওতে এমন দৃশ্য দেখা যায়।   

শাকিব খান অভিনীত বরবাদ সিনেমার আইটেম গান ‘চাঁদ মামা’। এটি রচনা, সুর, সংগীতায়োজন করেছেন প্রীতম হাসান, কণ্ঠ দিয়েছেন প্রীতম ও দোলা। এ গানে শাকিবের সঙ্গে নেচেছেন ওপার বাংলার নুসরাত জাহান। গানটি প্রকাশ্যে আসার পর থেকে প্রশংসা কুড়াচ্ছে। আর সেই গানের সঙ্গে শেহতাজের নানির নাচ দেখে দারুণ আনন্দ পেয়েছেন নেটিজেনরাও। 

আরো পড়ুন:

শাশুড়ি মায়ের হাতের রান্না যেন মধু: শবনম বুবলী

পুরোনো দ্বন্দ্ব নিয়ে শাকিবকে যে বার্তা দিলেন নিশো

আফনাফ নামে একজন লেখেন, “আমার নানির এনজয় টা জোস লাগছে। নানির হায়াত বেড়ে গেছে। নানির জন্য দোয়া। সবাইকে অনেক সুন্দর লাগছে।” আখু নামে একজন লেখেন, “সেরা ছিল নানির মুডটা। ঈদ মোবারক।” অনেকে গানটির ভূয়সী প্রশংসা করছেন। যদিও কেউ কেউ শেহতাকজকে আক্রমণ করে মন্তব্য করছেন।   

ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে ‘বরবাদ’ সিনেমা। এতে ঢালিউড কিং শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার ইধিকা পাল। এটি পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। মুক্তির পর বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে।

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

সেলফি’র ধাক্কায় গণস্বাস্থ্যের কর্মীর মৃত্যু, ৬ বাস আটক

সাভারে সেলফি পরিবহনের একটি চলন্ত বাসের ধাক্কায় গণস্বাস্থ্য কেন্দ্রের একজন সাবেক নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘাতক বাস ও বাসের চালককে আটক করে স্থানীয়রা। পরে সেলফি পরিবহনের আরও পাঁচটি বাস আটক করে গণস্বাস্থ্য মেডিকেল কলেজের শিক্ষার্থী ও গণস্বাস্থ্য কেন্দ্রের কর্মচারীরা। 

বুধবার (৩০ এপ্রিল) সকাল ১০টা ২০ এর দিকে সাভারের আশুলিয়া এলাকার ঢাকা-আরিচা মহাসড়কের গণস্বাস্থ্য কেন্দ্রের কাছে ঢাকা মুখী লেনে এই দুর্ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তি হলেন, চাঁদপুর জেলার মতলব থানার লোকমান মোল্লার ছেলে শামসুল মোল্লা (৭০)। তিনি গণস্বাস্থ্য কেন্দ্রের শ্রীপুর(গাজীপুর) উপকেন্দ্রের নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। 

আটককৃত বাসের চালক হলেন, ঢাকার ধামরাই উপজেলার রোয়াইল ইউনিয়নের আব্দুল মবেদের ছেলে আব্দুল করিম (৪৫)। 

গণস্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, অল্প কিছুদিন আগেই তিনি চাকরি থেকে অব্যাহতি নিয়েছিলেন। তার পাওনাদি নেওয়ার জন্যেই তিনি আজ গণস্বাস্থ্য কেন্দ্রে এসেছিলেন।

সাভার হাইওয়ে থানার ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) বিষ্ণু পদশর্মা বলেন, “সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে আমরা এসেছি। আইনগত প্রক্রিয়া চলমান।”

ঢাকা/সাব্বির/এস

সম্পর্কিত নিবন্ধ

  • অমিতাভের চিরকুট কিংবা ফ্যাশন নিয়ে রাধিকার ১০ প্রশ্নের জবাব, ১০ ছবি
  • মাঠ নিয়ে শ্রাবণের আফসোস
  • একজন চা শ্রমিকের দিনে আয় ১৭৮ টাকা
  • বড় বন্দরে ভারী কাজ করেও চলে না সংসার 
  • নাটোরে ছুরিকাঘাতে প্রাণ গেল একজনের
  • ফরিদপুর জেলা এনসিপি’র কমিটি গঠনের দায়িত্বে মহিলা আ’লীগ সভাপতির মেয়ে
  • ফরিদপুর জেলা এনসিপি’র কমিটি গঠনের দায়িত্বে মহিলা আ’লীগ সভাপতি মেয়ে
  • ৫০ পেরোনো নারীর খাদ্যাভ্যাস যেমন হতে হবে
  • যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিশ্বকে ঐক্যবদ্ধ করতে কাজ করছে চীন
  • সেলফি’র ধাক্কায় গণস্বাস্থ্যের কর্মীর মৃত্যু, ৬ বাস আটক