‘চাঁদ মামা’ গানে শেহতাজের নানির নাচ (ভিডিও)
Published: 4th, April 2025 GMT
দরজা ঠেলে ভেতরে ঢুকছেন মডেল-অভিনেত্রী শেহতাজ মুনিরা হাশেম। ভেতরে পা দিয়েই চমকে যান তিনি। কারণে ঘরের ভেতরে বাজছে ‘চাঁদ মামা’ গান; সঙ্গে নাচছেন স্বামী প্রীতম হাসান, বৃদ্ধ নানি চেয়ারে বসে শরীর দুলিয়ে নাচার চেষ্টা করছেন। তাদের সঙ্গে জমিয়ে নাচছেন আরো দুই নারী।
শেহতাজ মুনিরা হাশেম তার ভেরিফায়েড ফেসবুকে একটি রিলস ভিডিও শেয়ার করেন। পরে সেই ভিডিও প্রীতম তার ফেসবুকে শেয়ার করেন। এই ভিডিওতে এমন দৃশ্য দেখা যায়।
শাকিব খান অভিনীত বরবাদ সিনেমার আইটেম গান ‘চাঁদ মামা’। এটি রচনা, সুর, সংগীতায়োজন করেছেন প্রীতম হাসান, কণ্ঠ দিয়েছেন প্রীতম ও দোলা। এ গানে শাকিবের সঙ্গে নেচেছেন ওপার বাংলার নুসরাত জাহান। গানটি প্রকাশ্যে আসার পর থেকে প্রশংসা কুড়াচ্ছে। আর সেই গানের সঙ্গে শেহতাজের নানির নাচ দেখে দারুণ আনন্দ পেয়েছেন নেটিজেনরাও।
আরো পড়ুন:
শাশুড়ি মায়ের হাতের রান্না যেন মধু: শবনম বুবলী
পুরোনো দ্বন্দ্ব নিয়ে শাকিবকে যে বার্তা দিলেন নিশো
আফনাফ নামে একজন লেখেন, “আমার নানির এনজয় টা জোস লাগছে। নানির হায়াত বেড়ে গেছে। নানির জন্য দোয়া। সবাইকে অনেক সুন্দর লাগছে।” আখু নামে একজন লেখেন, “সেরা ছিল নানির মুডটা। ঈদ মোবারক।” অনেকে গানটির ভূয়সী প্রশংসা করছেন। যদিও কেউ কেউ শেহতাকজকে আক্রমণ করে মন্তব্য করছেন।
ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে ‘বরবাদ’ সিনেমা। এতে ঢালিউড কিং শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার ইধিকা পাল। এটি পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। মুক্তির পর বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে।
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
দুই মিনিটের বিতর্কিত দৃশ্য দিয়ে আলোচনায়, পরে বলিউডকে বিদায় জানান সেই অভিনেত্রী
বলিউডের ইতিহাসে এমন অনেক অভিনেত্রী আছেন, যাঁরা শূন্য থেকে শুরু করে রাতারাতি পরিচিতি পেয়েছেন; পরে আবার হঠাৎই হারিয়ে গেছেন। কিমি কাতকার তেমনই একজন। ১৯৮০-এর দশকে বলিউডে তিনি ছিলেন আলোচিত ও সাহসী অভিনেত্রীদের একজন।
কিমির উত্থান
আশির দশকটি বলিউডে সৃজনশীল ও পরিবর্তনের সময় ছিল, যেখানে অনেক প্রতিভাবান অভিনেতা-অভিনেত্রী তাঁদের ছাপ ফেলেছেন। কিমি ছিলেন সেই সময়ের অন্যতম উদীয়মান নায়িকা। পর্দায় সাহসী দৃশ্যের জন্য তিনি ব্যাপক পরিচিতি পান। যদিও তাঁর চলচ্চিত্র ক্যারিয়ার ছিল খুবই সংক্ষিপ্ত; কিন্তু এর মধ্যেই ব্যাপক আলোচনার জন্ম দেন।
মুম্বাইতে জন্ম নেওয়া কিমি ক্যারিয়ার শুরু করেছিলেন মডেল হিসেবে, পরে তিনি চলচ্চিত্রে প্রবেশ করেন। ১৯৮৫ সালে ‘অ্যাডভেঞ্চার অব টারজান’ দিয়ে আলোচিত হন তিনি। সিনেমার সাফল্য তাঁকে রাতারাতি জনপ্রিয় করে তোলে। হেমন্ত বীরজের সঙ্গে জুটি বেঁধে তিনি দর্শকদের মন মাতিয়ে দেন। তবে এ ছবিতেই একটি নগ্ন দৃশ্যে অভিনয় করে রাতারাতি আলোচনায় আসেন। দৃশ্যটি নিয়ে এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন, ‘সেই সময় আমি জানতাম না এই দৃশ্য কতটা বিতর্কিত হবে। কিন্তু অভিনয় আমার জন্য সব সময় ছিল সত্যিই একটি চ্যালেঞ্জ।’ এরপর ১৯৮০-এর দশকের শেষের দিকে অমিতাভ বচ্চন, অনিল কাপুর, গোবিন্দ ও আদিত্য পঞ্চোলির সঙ্গেও সিনেমা করেন তিনি। তাঁর নাচ ও অভিনয়ের দক্ষতা দর্শকদের কাছে তাঁকে প্রিয় করে তোলে।
‘অ্যাডভেঞ্চার অব টারজান’-এ কিমি কাতকার। আইএমডিবি