সড়ক দুর্ঘটনায় আহত ঈশ্বরদীর দুই এসএসসি পরীক্ষার্থী মারা গেছে। ঢাকা ও রাজশাহীর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তারা মারা যায়। 
নিহত মো. হৃদয় (১৭) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং মো. নয়ন (১৭) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার মারা যায়। 
হৃদয় উপজেলার সুলতানপুর পূর্বপাড়া গ্রামের হাদিস ব্যাপারীর ছেলে। আর নয়ন গাইবান্ধার মো.

কামাল হোসেনের ছেলে। সে ঈশ্বরদীর দাশুড়িয়া ইউনিয়নের বাড়াহুসিয়া গ্রামের মফিজ উদ্দিনের নাতি। নয়ন নানাবাড়িতে থেকে লেখাপড়া করত। তারা দুজনই দরগা বাজার উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষার্থী ছিল। 
নিহত দুজনের পারিবারিক সূত্র জানায়, ঈদের দিন মোটরসাইকেল চালিয়ে দুই বন্ধু বেড়াতে বের হয়। পাবনার আটঘরিয়া উপজেলার খিদিরপুর দেবোত্তর সড়কের বেরুয়ান-সরাবাড়িয়া এলাকায় তাদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হয় তারা। 
তাদের অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকের পরামর্শে হৃদয়কে রাজশাহী এবং নয়নকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে নয়ন মারা যায়। ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় হৃদয়।
দরগা বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম বলেন, নয়ন ও হৃদয় দুজনেই এ স্কুলের ছাত্র ছিল। তাদের ১০ এপ্রিল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। 
এদিকে রাজশাহীর পবা উপজেলার হরিপুর মোড়ে বাসের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শারমিন (২৫) নামের এক তরুণীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন শিশুসহ চারজন। গতকাল শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শারমিন গোদাগাড়ী উপজেলার হুজরাপুর এলাকার শামীম হোসেনের মেয়ে। আহতদের পরিচয় জানা যায়নি। হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন। দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, বাসটি ঘটনাস্থলে ফেলে চালক ও তার সহযোগীরা পালিয়ে গেছে।

উৎস: Samakal

কীওয়ার্ড: উপজ ল র পর ক ষ

এছাড়াও পড়ুন:

বাংলাদেশ বিমানে ইন্টার্নশিপ, দৈনিক হাজিরায় সম্মানী ৬০০ টাকা

বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টারের উৎপাদন শাখায় কিচেন ও বেকারি ইউনিটে ইন্টার্নশিপে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। নির্ধারিত সম্মানী প্রদান করা হবে। শুধু ছয় মাসের জন্য করা যাবে ইন্টার্নশিপ।

কিচেন হেলপার পদে ইন্টার্ন—

বয়স: সর্বোচ্চ-৩২ বছর।

যোগ্যতা: ১. কমপক্ষে এসএসসি পাস।

২.City & Guilds, UK/NHTTI অথবা সরকার অনুমোদিত সংস্থা হতে কমপক্ষে ছয় মাস মেয়াদি ফুড অ্যান্ড বেভারেজে কুকিং কোর্স সার্টিফিকেট থাকতে হবে।

৩. যেকোনো ফাইভ স্টার হোটেল, বিএফসিসি বা সমমানের ক্যাটারিং প্রতিষ্ঠানে ফুড অ্যান্ড বেভারেজের ওপর ন্যূনতম ছয় সপ্তাহের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট সম্পন্ন থাকতে হবে।

বেকার হেলপার পদে ইন্টার্ন—

বয়স: সর্বোচ্চ-৩২ বছর।

যোগ্যতা: ১. কমপক্ষে এসএসসি পাস।

২.City & Guilds, UK/NHTTI অথবা সরকার অনুমোদিত সংস্থা থেকে কমপক্ষে ছয় মাস মেয়াদি বেকারি অ্যান্ড পেস্ট্রিতে সার্টিফিকেট কোর্স থাকতে হবে।

৩. যেকোনো ফাইভ স্টার হোটেল, বিএফসিসি বা সমমানের ক্যাটারিং প্রতিষ্ঠানে বেকারি অ্যান্ড পেস্ট্রির ওপর ন্যূনতম ছয় সপ্তাহের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট সম্পন্ন থাকতে হবে।

যোগ্যতা—

১. প্রত্যেক প্রার্থীকে কমপক্ষে এসএসসি পাস অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ২২ সেপ্টেম্বর ২০২৫ তারিখে বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।

২. চূড়ান্তভাবে নির্বাচিত ইন্টার্নকে বিএফসিসিতে ভর্তির সময় পুলিশ ক্লিয়ারেন্স রিপোর্ট বাধ্যতামূলকভাবে সঙ্গে আনতে হবে।

৩. প্রত্যেক নির্বাচিত ইন্টার্নকে ভর্তির আগে বিমান মেডিকেল থেকে শারীরিক ফিটনেস সংগ্রহ করতে হবে।

সুযোগ-সুবিধা—

১. শুধু ছয় মাসের জন্য ইন্টার্ন হিসেবে ভর্তি করা হবে।

২. প্রত্যেক নির্বাচিত ইন্টার্নকে দৈনিক হাজিরা সাপেক্ষে ছয় শ টাকা হারে সম্মানী দেওয়া হবে। নির্ধারিত সম্মানী ব্যতীত অন্য কোনো ভাতা দেওয়া হবে না।

৩. রোস্টার মোতাবেক দৈনিক আট ঘণ্টা ডিউটি সম্পন্ন করতে হবে।

আবেদনের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে

সম্পর্কিত নিবন্ধ

  • জনবল নিয়োগ দিচ্ছে বাংলাদেশ নৌবাহিনী, পদ ৪৩০
  • আইএইচটি ও ম্যাটসের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন
  • জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আবেদন আজ বিকেলে, ক্লাস ১৩ নভেম্বর
  • বাংলাদেশ বিমানে ইন্টার্নশিপ, দৈনিক হাজিরায় সম্মানী ৬০০ টাকা