সহ–অধিনায়ক থেকে ‘প্রমোশন’ হ্যারি ব্রুকের
Published: 7th, April 2025 GMT
সাদা বলের সংস্করণে ইংল্যান্ডের নতুন অধিনায়ক হ্যারি ব্রুক। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) আজ তাঁকে আনুষ্ঠানিকভাবে নতুন অধিনায়ক হিসেবে ঘোষণা করে। গত ফেব্রুয়ারি-মার্চে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্ব থেকে ইংল্যান্ডের বিদায়ের পর এই সংস্করণে অধিনায়কের দায়িত্ব ছাড়েন জস বাটলার। ২৬ বছর বয়সী ব্যাটসম্যান ব্রুক তাঁর জায়গা নিলেন।
আরও পড়ুননাসির বললেন—এগুলো হচ্ছে ভুয়া কথা, তারকা-মারকা বলে কিছু নেই৫৫ মিনিট আগেব্রুক সাদা বলে আগেই ইংল্যান্ডের সহ–অধিনায়কের দায়িত্বে ছিলেন। বাটলারের অনুপস্থিতিতে গত সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে অধিনায়কত্বও করেন। স্থায়ী অধিনায়কের দায়িত্ব পাওয়ার পর ব্রুকের প্রথম সিরিজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। মে মাসে ঘরের মাঠে ক্যারিবিয়ানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে ইংল্যান্ড।
অধিনায়কের দায়িত্ব পাওয়ার পর ব্রুক বলেছেন, ‘ইংল্যান্ড দলের সাদা বলের অধিনায়ক হওয়া আমার জন্য বিশেষ সম্মানের। হোয়ার্ফেডেলের বার্লেতে শৈশবে ক্রিকেট খেলার সময় থেকে ইয়র্কশায়ারের প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখেছি, ইংল্যান্ডের হয়ে খেলতে চেয়েছি, একদিন নেতৃত্ব দেওয়ার স্বপ্নও দেখেছি। এখন সেই সুযোগ পাওয়াটা আমার কাছে অনেক বড় বিষয়।’
২০২২ সালে আন্তর্জাতিক অভিষেকের পর সব সংস্করণে নিজেকে ইংল্যান্ড দলের অন্যতম প্রধান খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছেন ব্রুক। বাটলার সরে দাঁড়ানোর পর সম্ভাব্য অধিনায়ক হিসেবে তাঁর নামই বেশি শোনা গেছে। টেস্টে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে দ্বিতীয় এই ব্যাটসম্যান গত বছর মুলতানে পাকিস্তানের বিরুদ্ধে ৩১৭ রানের ক্যারিয়ার–সেরা ইনিংস খেলেন।
আরও পড়ুনপাকিস্তানে কাজ করে কোচিংয়ের স্বাদ মিটে গেছে গিলেস্পির৪ ঘণ্টা আগেব্রুকই যে ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক হচ্ছেন, সেটা আরও জোরালো হয় এবার আইপিএল শুরুর আগে তিনি দিল্লি ক্যাপিটালস থেকে সরে দাঁড়ানোয়। টানা দ্বিতীয়বারের মতো সিদ্ধান্ত নেওয়ার পেছনে ব্রুক জানান, ইংল্যান্ড দলই তাঁর ‘অগ্রাধিকার ও মনোযোগ’–এর জায়গা। দুই বছরের জন্য তাঁকে আইপিএলে নিষিদ্ধও করে বিসিসিআই কর্তৃপক্ষ। আগামী ১২ মাস ব্যস্ত সময়ও ইংল্যান্ড দলের সামনে। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ আছে, এ ছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে।
অধিনায়ক হিসেবে ব্রুকের অভিজ্ঞতা তেমন নেই। তবে গত সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩-২ ব্যবধানে সিরিজ হারে প্রশংসিত হয়েছিল ব্রুকের কৌশলগত নেতৃত্বগুণ। ২০১৮ বিশ্বকাপে অনূর্ধ্ব-১৯ দলকেও নেতৃত্ব দিয়েছেন ব্রুক। এ ছাড়া ছেলেদের ‘হানড্রেড’ টুর্নামেন্টে মাঝেমধ্যে নর্দান সুপারচার্জার্সেরও অধিনায়কত্ব করেছেন।
ওয়ানডেতে অনেকে ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে বেন স্টোকসকে দেখলেও টি-টোয়েন্টিতে ব্রুকের বিকল্প ছিল না। স্টোকস হ্যামস্ট্রিংয়ের অস্ত্রোপচার থেকে এখনো পুরোপুরি সেরে ওঠেননি। ইংল্যান্ড জাতীয় দলের ব৵বস্থাপনা পরিচালক রব কি বলেছেন, ‘দুই সংস্করণেই হ্যারি ব্রুক ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক হওয়ার প্রস্তাব গ্রহণ করায় আমি আনন্দিত।’
ইংল্যান্ডের হয়ে ২৬ ওয়ানডেতে ৩৪ গড়ে ৮১৬ রান করেছেন ব্রুক। ৪৪ টি-টোয়েন্টিতে ২৮.
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ই ল য ন ড দল স স করণ কর ছ ন
এছাড়াও পড়ুন:
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই শহীদ স্মৃতি শিক্ষাবৃত্তি’, শিক্ষার্থীরা পাবেন ২ ক্যাটাগরিতে
জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলোর নিয়মিত শিক্ষার্থীদের জন্য চালু করা হয়েছে ‘জুলাই শহীদ স্মৃতি শিক্ষাবৃত্তি ২০২৫’ নামের একটি শিক্ষাবৃত্তি। এর আওতায় আর্থিকভাবে অসচ্ছল, প্রান্তিক ও মেধাবী শিক্ষার্থীরা আর্থিক সহায়তা পাবেন। এ বৃত্তির আবেদন শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার (২৯ জুলাই) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক অফিস আদেশে, বৃত্তির জন্য শিক্ষার্থীদের তালিকা পাঠাতে কলেজগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।
শিক্ষাবৃত্তির জন্য প্রাথমিকভাবে দুই ধরনের শিক্ষার্থীকে বিবেচনায় নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়। এর মধ্যে প্রথম ক্যাটাগরিতে পড়বেন বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী এবং দ্বিতীয় ক্যাটাগরিতে পড়বেন আর্থিকভাবে অসচ্ছল, প্রান্তিক, সুবিধাবঞ্চিত অথচ মেধাবী শিক্ষার্থীরা। এই বৃত্তি পেতে আবেদন করতে হবে কলেজের মাধ্যমে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পোর্টালে লগইন করে ‘শিক্ষাবৃত্তি তথ্যছক’ অপশনে গিয়ে তথ্য আপলোড করতে হবে।
আরও পড়ুনএকাদশ শ্রেণিতে ভর্তিতে আবেদন শুরু, ফি-মেধা কোটা-ভর্তির যোগ্যতা-গ্রুপ নির্বাচন যেভাবে১ ঘণ্টা আগেশিক্ষাবৃত্তির জন্য স্নাতক (পাস), স্নাতক (সম্মান), মাস্টার্স প্রিলিমিনারি ও স্নাতকোত্তর কোর্সে অধ্যয়নরত যেসব নিয়মিত শিক্ষার্থী আবেদন করতে পারবেন, তাঁদের তালিকা নির্ধারণ করে দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর মধ্যে রয়েছে স্নাতক (পাস) দ্বিতীয় বর্ষ ২০২১-২২ ও ২০২২-২৩ শিক্ষাবর্ষ, স্নাতক (পাস) তৃতীয় বর্ষ ২০২০-২১ শিক্ষাবর্ষ, স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষ ২০২২-২৩ শিক্ষাবর্ষ, স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষ ২০২১-২২ শিক্ষাবর্ষ, স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষ ২০২০-২১ শিক্ষাবর্ষ (তৃতীয় বর্ষের ফলাফলের ভিত্তিতে), মাস্টার্স প্রিলিমিনারি ২০২০-২১ শিক্ষাবর্ষ, স্নাতকোত্তর ২০২২-২৩ শিক্ষাবর্ষে (অনার্সের ফলাফলের ভিত্তিতে) শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
আরও পড়ুনকমনওয়েলথ ফেলোশিপে আবেদনের সুযোগ, মাসে ৩ লাখ ৪৫ হাজার টাকার সঙ্গে নানা সুবিধা৪ ঘণ্টা আগেবিশ্ববিদ্যালয় জানায়, শিক্ষার্থীদের মনোনয়ন ও যাচাই-বাছাই কলেজ কর্তৃপক্ষের মাধ্যমেই সম্পন্ন হবে। প্রয়োজনীয় কাগজপত্র ও শিক্ষাবৃত্তির নিয়মাবলি ওয়েবসাইটের কলেজ পোর্টালের ‘শিক্ষাবৃত্তি’ অপশনে পাওয়া যাবে।
এর আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ১ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে ‘জুলাই শহিদ স্মৃতি শিক্ষাবৃত্তি’।
আরও পড়ুনসরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের ৩৪০০০ শূন্য পদ পূরণে উদ্যোগ২২ ঘণ্টা আগে