Prothomalo:
2025-11-03@03:52:21 GMT

জুরাইজ এবং তাঁর মা

Published: 11th, April 2025 GMT

মহানবী মুহাম্মদ (সা.) মায়ের অনন্য মর্যাদার ঘোষণা দিয়েছেন। বলেছেন, ‘মায়েদের পদতলে জান্নাত।’ আরও বলেছেন, ‘আল্লাহ মায়ের অবাধ্য হওয়াকে তোমাদের জন্য নিষিদ্ধ করেছেন।’ ((নাসায়ি, হাদিস: ৩,১০৪; মুসলিম, হাদিস: ৪,৫৮০)

তিনজন শিশু দোলনা থেকে কথা বলেছেন। প্রথমজন ঈসা (আ.)। দ্বিতীয়জন জুরাইজ নামে বনি ইসরাইলের এক ইবাদতকারী। তৃতীয়জন বনি ইসরাইলের এক শিশু। আবু হুরাইরা (রা.

) একবার নবীজির(সা.) কাছে মায়ের অবাধ্যতা নিয়ে জুরাইজের একটি ঘটনা শুনেছেন।

একদিন জুরাইজ ইবাদত করছিলেন। এমন অবস্থায় তার মা এসে তাকে ডাক দিলেন। জুরাইজ ভাবলেন, ‘আমি কি তার ডাকে সাড়া দেব, নাকি ইবাদত করতে থাকব।’ মা বললেন, ‘আল্লাহ, ব্যভিচারিণীর মুখ না দেখিয়ে তুমি তার মৃত্যু দিয়ো না।’

আরও পড়ুনরাগ নিয়ন্ত্রণ করতে যা করা যায়১৮ ফেব্রুয়ারি ২০২৫

জুরাইজ থাকতেন তার ইবাদতখানায়। একবার তার কাছে এক নারী এলো। তার সঙ্গে কথা বলল। কিন্তু জুরাইজ তার বাসনা মানতে অস্বীকার করল। তারপর ওই নারী এক রাখালের কাছে গিয়ে তার মনোবাসনা পূর্ণ করল। পরে একটি পুত্রসন্তান প্রসব করল। তাকে জিজ্ঞেস করা হলো, সন্তানটি কার? নারী বলল, জুরাইজের। লোকেরা গিয়ে তার ইবাদতখানা ভেঙে দিল।

জুরাইজ বুঝতে পারলেন। তিনি ওজু করে ইবাদত করলেন। তারপর নবজাতকের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, ‘বলো, তোমার বাবা কে?’ শিশুটি জবাবে সেই রাখালের কথা বলল। তখন সবাই বলল, ‘আমরা আপনার ইবাদতখানা সোনা দিয়ে তৈরি করে দিচ্ছি।’ জুরাইজ বললেন, ‘না, মাটি দিয়ে।’ (সহিহ্ বুখারি, হাদিস: ৩,৪৩৬)

আরও পড়ুনতওবা যেভাবে করা যায়১৯ ফেব্রুয়ারি ২০২৫

উৎস: Prothomalo

কীওয়ার্ড: জ র ইজ

এছাড়াও পড়ুন:

জাপানের রাস্তায় রাস্তায়  ‘হিটেড বেঞ্চ’

জাপানের টোকিও, সাপোরো এবং ওসাকার মতো বড় বড় শহরগুলোর রাস্তায় হিটেড বেঞ্চ বসানো হয়েছে। তীব্র শীতের রাতে গৃহহীন মানুষদের উষ্ণতা এবং স্বস্তি দেওয়াই এই উদ্যোগের প্রধান লক্ষ্য।এই বেঞ্চগুলো সৌরশক্তি চালিত হয়ে থাকে।

হিটেড বেঞ্জগুলো দিনের বেলায় সূর্যের আলো থেকে তাপ সংগ্রহ করে বিশেষ "ফেজ-চেঞ্জ মেটেরিয়াল" ব্যবহার করে তা সংরক্ষণ করে।  এরপর সংরক্ষিত তাপ রাতে ধীরে ধীরে নির্গত হয় এবং প্রায় ১২ ঘণ্টা পর্যন্ত উষ্ণতা সরবরাহ করতে পারে। এটি পরিবেশবান্ধব এবং সাশ্রয়ী। 

আরো পড়ুন:

কারা বেশি কাঁদেন? 

যেসব কারণে মানুষ স্বর্ণ জমায়

হিটেড বেঞ্চের জন্য কোনো অতিরিক্ত জ্বালানী বা বিদ্যুতের প্রয়োজন হয় না। এই মানবিক উদ্যোগটি জাপান সরকারের একটি সহানুভূতিশীল পদক্ষেপ, যা নগর পরিকল্পনায় উদ্ভাবন এবং সামাজিক কল্যাণের এক চমৎকার উদাহরণ বলছেন দেশটির নাগরিকেরা। 

ঢাকা/লিপি

সম্পর্কিত নিবন্ধ