৫০৪ রানের জয়, ১৩৫ বছরের পুরোনো কাউন্টি ক্রিকেটে নতুন রেকর্ড
Published: 14th, April 2025 GMT
টেস্ট ক্রিকেটের জন্ম ১৮৭৭ সালে। এর ১৩ বছর পর ১৮৯০ সালে ইংল্যান্ডের শীর্ষ ঘরোয়া লিগ কাউন্টি চ্যাম্পিয়নশিপের আনুষ্ঠানিক যাত্রা শুরু। সেই থেকে দুই বিশ্বযুদ্ধ ছাড়া আর কিছু বাধা হতে পারেনি প্রথম শ্রেণির এই ক্রিকেট টুর্নামেন্টের। ১৩৫ বছরের পুরো সেই কাউন্টি চ্যাম্পিয়নশিপে রানের হিসাবে সবচেয়ে বড় জয়টা দেখল এই ২০২৫ সালে এসে। গতকাল কাউন্টি চ্যাম্পিয়নশিপের প্রথম বিভাগে উস্টারশায়ারকে ৫০৪ রানে হারিয়ে নতুন রেকর্ড গড়েছে ইয়র্কশায়ার।
হেডিংলিতে প্রথম ইনিংসে ৪৫৬ রান করা ইয়র্কশায়ার দ্বিতীয় ইনিংস ছেড়ে দেয় ৩১৫ রান তুলে। তাতে প্রথম ইনিংসে ১৬২ রানে গুটিয়ে যাওয়া উস্টারশায়ার ৬১০ রানের লক্ষ্য পায়। রান তাড়ায় উস্টার অলআউট ১০৫ রানে। ৭২ থেকে ১০৫, ৩৩ রান তুলতেই শেষ ৮ উইকেট হারিয়েছে উস্টার।
কাউন্টিতে রানের হিসাবে এই প্রথম ৫০০ রানের ব্যবধানে জিতল কোনো দল। আগের রেকর্ডটি ছিল ৪৮৩ রানে। ২০০২ সালে লিস্টারশায়ারকে এই ব্যবধানে হারিয়েছিল সারে। সারে ভেঙেছিল ৮৯ বছরের পুরোনো রেকর্ড। ১৯১৩ সালে সাসেক্স গ্লস্টারশায়ারকে ৪৭০ রানে হারিয়ে রেকর্ডটি করেছিল।
ডন ব্র্যাডম্যানের অভিষেক টেস্টে ইংল্যান্ডের কাছে রেকর্ড ৬৭৫ রানে হারে অস্ট্রেলিয়া.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’
কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।
সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।
নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত