বাংলা নতুন বছরের প্রথম দিনে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে ‘বৈশাখী মেলা ১৪৩২’। গত সোমবার বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে এ মেলা অনুষ্ঠিত হয়। নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিস ক্লাব এ মেলার আয়োজন করে।

মেলার উদ্বোধন করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী। এ সময় বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহ-উপাচার্য ও কোষাধ্যক্ষ অধ্যাপক আবদুর রব খান।

এবারের মেলায় নাগরদোলা, বায়োস্কোপ, পুতুলনাচসহ গ্রামবাংলার নানা সাংস্কৃতিক আবহ তুলে ধরা হয়েছে। বাঙালি সংস্কৃতির নানা অনুষঙ্গ আর খাবারের আয়োজন নিয়ে মেলায় অংশ নেয় ৩৬টি স্টল, যেখানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তারা ছিলেন।

দিনব্যাপী আয়োজিত এ মেলায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক ও কর্মকর্তারা অংশ নেন। এর আগে বাংলা বর্ষবরণ অনুষ্ঠানের অংশ হিসেবে একটি শোভাযাত্রা বিশ্ববিদ্যালয় এলাকা প্রদক্ষিণ করে।

মেলার আয়োজন নিয়ে নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিস ক্লাবের প্রেসিডেন্ট মৌরিন ইসলাম বলেন, ‘আমাদের বৈশাখী মেলা শুধু একটি অনুষ্ঠান নয়, বরং আমাদের শিকড়কে ছুঁয়ে দেখার এক উপলক্ষ; যেখানে ঐতিহ্য, প্রাণবন্ত আড্ডা আর একতার আনন্দ আমাদের মনে করিয়ে দেয়—আমরা সংস্কৃতির বাহকও।’

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: অন ষ ঠ

এছাড়াও পড়ুন:

বিএনপি ৭ হাজারের বেশি সদস্যের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে: তারেক রহমান

ছবি: তারেক রহমানের ফেসবুক পোস্ট থেকে

সম্পর্কিত নিবন্ধ