যুক্তরাষ্ট্রে বসবাসকারী শিক্ষার্থীরা আগের চেয়ে আরও বেশি করে এখন কানাডার বিশ্ববিদ্যালয়গুলোয় আবেদন করছেন কিংবা সেখানে পড়াশোনার ব্যাপারে আগ্রহ দেখাচ্ছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোয় কেন্দ্রীয় তহবিল স্থগিত এবং বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল করার পর এমন প্রবণতা বাড়তে দেখা গেছে।

কানাডার ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ভ্যাঙ্কুভার ক্যাম্পাসের কর্মকর্তারা বলেছেন, ২০২৫ শিক্ষাবর্ষে স্নাতক ভর্তি-ইচ্ছুক মার্কিন নাগরিকদের আবেদনের হার ১ মার্চ নাগাদ ২০২৪ সালের পুরো বছরের তুলনায় ২৭ শতাংশ বেড়েছে।

স্নাতক পর্যায়ে ভর্তি-ইচ্ছুক মার্কিন নাগরিকদের সংখ্যা ক্রমাগত বাড়তে থাকায় চলতি সপ্তাহে ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ভ্যাঙ্কুভার ক্যাম্পাস কর্তৃপক্ষ স্নাতক পর্যায়ের বিভিন্ন ক্ষেত্রে নতুন করে ভর্তি কার্যক্রম শুরু করেছে। মার্কিন শিক্ষার্থীদের যাঁরা সেপ্টেম্বরে শিক্ষা কার্যক্রম শুরু করার আশা করছেন, তাঁদের কাছ থেকে আবেদন গ্রহণের পরিকল্পনা করা হচ্ছে।

শিক্ষার্থীদের সংখ্যার দিক থেকে কানাডার সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় হলো টরন্টো বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টির কর্তৃপক্ষও বলেছে, তাদের ২০২৫ সালের শিক্ষা কার্যক্রমে অংশ নিতে জানুয়ারি পর্যন্ত সময়সীমা দেওয়া হয়েছিল। এ সময়ের মধ্যে আরও অনেক মার্কিন নাগরিক আবেদন করেছেন। অন্যদিকে ওয়াটারলু বিশ্ববিদ্যালয়ের একজন মুখপাত্র বলেছেন, সেপ্টেম্বর থেকে ক্যাম্পাসে এবং এর ওয়েবসাইটে মার্কিন নাগরিকদের আনাগোনা বেড়েছে।

টরন্টো ও ওয়াটার লু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভর্তিচ্ছুদের আগ্রহ বৃদ্ধির কারণ উল্লেখ করেনি। তবে ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ভ্যাঙ্কুভার ক্যাম্পাস কর্তৃপক্ষ এর জন্য ট্রাম্প প্রশাসনের নীতিমালাকে দায়ী করেছে।

ট্রাম্প প্রশাসন বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের জন্য লাখ লাখ ডলার কেন্দ্রীয় তহবিল স্থগিত করেছেন। বিশ্ববিদ্যালয়গুলোকে তাদের নীতিমালা পরিবর্তনের জন্য চাপ দিতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।

ট্রাম্প প্রশাসন বলছে, ক্যাম্পাসগুলো ইহুদিবিদ্বেষের বিরুদ্ধে লড়াইয়ে ব্যর্থ হয়েছে। যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে অংশ নিয়ে আটক হওয়া কিছু বিদেশি শিক্ষার্থীকে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে প্রশাসন। পাশাপাশি শত শত শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়েছে।

ট্রাম্প প্রশাসনের এসব সিদ্ধান্তের কারণে যুক্তরাষ্ট্রে বাক্‌স্বাধীনতা এবং শিক্ষাঙ্গনের স্বাধীনতা প্রশ্নে উদ্বেগ তৈরি হয়েছে।

একই সময়ে বিদেশি শিক্ষার্থীদের প্রবেশ সীমিত করেছে কানাডা। টানা দ্বিতীয় বছরের মতো এমন পদক্ষেপ নিয়েছে তারা। এর মানে যুক্তরাষ্ট্র ও অন্য বিদেশি শিক্ষার্থীরা সেখানকার বিশ্ববিদ্যালয়গুলোতে জায়গা কম পাবে।

কানাডার অভিবাসন মন্ত্রণালয় বলেছে, যতজন শিক্ষার্থীকে আবাসনসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দেওয়া সম্ভব হবে, ঠিক ততজন শিক্ষার্থীকেই শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ভর্তি করাবে বলে তারা আশা করছে।

যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের আবেদনের সংখ্যা বাড়ায় ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ভ্যাঙ্কুভার ক্যাম্পাস কর্তৃপক্ষ স্নাতক পর্যায়ের বিভিন্ন ক্ষেত্রে নতুন করে ভর্তি কার্যক্রম শুরু করেছে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব র ট শ কল ম ব

এছাড়াও পড়ুন:

এমি অ্যাওয়ার্ডস ২০২৫: বিজয়ী হলেন যারা

মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে স্থানীয় সময় সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে অনুষ্ঠিত হয় প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডসের ৭৭তম আসর। এবারের আসরে ১৩টি পুরস্কার জিতে বাজিমাত করেছে ‘দ্য স্টুডিও’। এর মধ্যে সেরা কমেডি সিরিজের পুরস্কারও রয়েছে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নেট বারগেৎজি।

এমি বিজয়ী হলেন যারা—
সেরা কমেডি সিরিজ: দ্য স্টুডিও
সেরা ড্রামা সিরিজ: দ্য পিট
সেরা লিমিটেড বা অ্যানথোলজি সিরিজ: অ্যাডোলেসেন্স

আরো পড়ুন:

সত্যিই কি ফের বাবা হয়েছেন তাহসান?

রিসোর্ট খুঁজছেন ফারিয়া, সারজিস কী পরামর্শ দিলেন?

সেরা অভিনেতা (ড্রামা সিরিজ): নোয়া হয়াইল, (দ্য পিট)
সেরা অভিনেতা (কমেডি সিরিজ): সেঠ রোগেন (দ্য স্টুডিও)
সেরা অভিনেত্রী (ড্রামা সিরিজ): ব্রিট লোয়ার (সেভারেন্স)
সেরা অভিনেত্রী (কমেডি সিরিজ): জিন স্মার্ট (হ্যাকস)

সেরা অভিনেতা (লিমিটেড/অ্যানথোলজি সিরিজ): স্টিফেন গ্রাহাম (অ্যাডোলেসেন্স) 
সেরা অভিনেত্রী (লিমিটেড সিরিজ/মুভি): ক্রিস্টিন মিলিওতি (দ্য পেঙ্গুইন)

সেরা পরিচালক (ড্রামা সিরিজ): অ্যাডাম র‍্যানডাল, (স্লো হর্সেস, হ্যালো গুডবাই)
সেরা পরিচালক (কমেডি সিরিজ): সেঠ রোগেন ও ইভান গোল্ডবার্গ (দ্য স্টুডিও, দ্য অনার)
সেরা পরিচালক (লিমিটেড সিরিজ): ফিলিপ বারান্তিনি (অ্যাডোলেসেন্স)

সেরা পার্শ্ব অভিনেত্রী (কমেডি): হান্না আইনবাইন্ডার (হ্যাকস)
সেরা পার্শ্ব অভিনেতা (কমেডি): জেফ হিলার (সামবডি সামহোয়ার)
সেরা পার্শ্ব অভিনেত্রী (ড্রামা): ক্যাথেরিন লানাসা (দ্য পিট)
সেরা পার্শ্ব অভিনেতা (ড্রামা): ট্রামেল টিলম্যান (সেভারেন্স)

সেরা পার্শ্ব অভিনেত্রী (লিমিটেড সিরিজ অথবা টিভি চলচ্চিত্র): এরিন ডোহার্টি (অ্যাডোলেসেন্স)
সেরা পার্শ্ব অভিনেতা (লিমিটেড সিরিজ অথবা টিভি চলচ্চিত্র): ওয়েন কুপার (অ্যাডোলেসেন্স)

ভ্যারাইটি টক সিরিজ: দ্য লেট শো
ভ্যারাইটি স্ক্রিপ্টেড সিরিজ: লাস্ট উইক টুনাইট উইথ জন অলিভার

 

তথ্যসূত্র: ভ্যারাইটি

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ

  • জানুয়ারি থেকে বিশেষ বৃত্তি পাবেন জবি শিক্ষার্থীরা
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে রাশিয়া-বেলারুশ সামরিক মহড়ায় কেন অংশ নিল ভারত
  • তদন্ত করে ভুয়া নাম বাদ দিন
  • আজ টিভিতে যা দেখবেন (১৭ সেপ্টেম্বর ২০২৫)
  • পাট গবেষণা ইনস্টিটিউটে ৫৪ পদের চাকরি, করুন আবেদন
  • বাংলাদেশে সফরের সূচি জানিয়ে দিল ওয়েস্ট ইন্ডিজ
  • আজ টিভিতে যা দেখবেন (১৬ সেপ্টেম্বর ২০২৫)
  • রাশিয়া-বেলারুশের সামরিক মহড়া চলছিল, ‘অবাক করে দিয়ে’ হাজির মার্কিন কর্মকর্তারা
  • ভোট ম্যানুয়ালি গণনার আবেদন করলেন উমামা ফাতেমা
  • এমি অ্যাওয়ার্ডস ২০২৫: বিজয়ী হলেন যারা