অস্ট্রেলিয়ায় হাউজফুল, দাগি এবার মুক্তি পাচ্ছে আমেরিকার ১৫ শহরে
Published: 18th, April 2025 GMT
শিহাব শাহীন পরিচালিত ‘দাগি’ অস্ট্রেলিয়ায় মুক্তি পেয়েছে ১২ এপ্রিল। মুক্তির পর থেকেই সিডনির প্রতিটি শো হাউসফুল যাচ্ছে বলে খবর এসেছে। সিনেমাটির আবেগঘন মুহূর্তগুলো মন ছুঁয়ে গেছে প্রবাসী বাংলাদেশি দর্শকদের। সিনেমা শেষে চোখের পানি গড়িয়ে পড়েছে দর্শকের।
দাগির বিদেশ যাত্রায় এবার যুক্তরাষ্ট্র ও কানাডায়। আগামী ২৫শে এপ্রিল শিহাব শাহিন পরিচালিত সিনেমাটি একযোগে মুক্তি পাচ্ছে নিউ ইয়র্কসহ উত্তর আমেরিকার মোট ১৫টি শহরে। বায়োস্কোপ ফিল্মস-এর ব্যানারে এটি পরিবেশিত হতে যাচ্ছে, যা প্রতিষ্ঠানটির ৪৯তম পরিবেশনা।
নিউ ইয়র্কের কেউ গার্ডেন সিনেমাসে দাগির জন্য সাতদিনব্যাপী ২১টি শোয়ের বিশেষ আয়োজন করা হয়েছে। এ ছাড়া মুক্তির দিন থেকে যে শহরগুলোতে ‘দাগি’ দেখা যাবে সেগুলো হলো— নিউ ইয়র্ক, বোস্টন , ডেট্রয়েট , সান ফ্রান্সিস্কো , আটল্যান্টা , ড্যালাস , কানেকটিকাট , ফিনিক্স , শিকাগো, পিনিয়াপলিস, লস অ্যাঞ্জেল,ওকলাহোমা সিটিসহ বেশ কয়েকটি সিটিতে।
এরপর ২ মে থেকে যুক্ত হচ্ছে আরও ১৩টি শহর, যেগুলোর মধ্যে রয়েছে —ওয়েস্ট পাম বিচ, পোর্টল্যান্ড, সিয়াটেল, অস্টিন, স্যাক্রামেন্টো, নিউ জার্সি, ভার্জিনিয়া, শার্লট, মিয়ামি, সান দিয়েগো এবং আরও কিছু শহরে।
সিনেমাটি আন্তর্জাতিক পরিবেশনা সংস্থা বায়োস্কোপ ফিল্মস ৪৯তম পরিবেশনা। সিনেমাটি নিয়ে প্রতিষ্ঠানটির কর্ণধার রাজ হামিদ ও নওশাবা রশিদ জানান, “দাগি আমাদের ৪৯তম পরিবেশনা। এই সাড়ে ছয় বছরের পথচলায় আমাদের যতটুকু অর্জন, তার কৃতিত্ব সম্পূর্ণভাবেই উত্তর আমেরিকার বাংলা সিনেমার দর্শকদের। তাদের ভালোবাসা ও সমর্থনের ঋণে আমরা আবদ্ধ। দাগি নিয়ে আমরা অত্যন্ত আশাবাদী। বাংলাদেশের দর্শকদের মত এই ছবি এখনকার দর্শকদের মনে সত্যিই দাগ কাটবে বলে আমার বিশ্বাস।
দাগি নিয়ে সিনেমাটির পরিচালক শিহাব শাহীন বলেন, দাগি সম্পূর্ণ একটি বাংলাদেশের ছবি। দেশের বাইরেও শুটিংয়ের প্রস্তাব ছিল, কিন্তু আমি সম্পূর্ণ দেশের লোকেশনেই শুট করেছি। পুরো ছবিটিই বাংলাদেশের গন্ধে ভরপুর।। আমার বিশ্বাস বাংলাদেশের মত উত্তর আমেরিকার দর্শকদের কাছেও সিনেমাটি দারুণভাবে সাড়া ফেলবে।
চলচ্চিত্রটি যৌথভাবে প্রযোজনা করেছে বাংলাদেশের আলফা আই ও ভারতীয় প্রযোজনা সংস্থা । বিভিন্ন চরিত্রে এতে অভিনয় করেছেন আফরান নিশো, তর্মা মির্জা, সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিমসহ অনেকেই।
.উৎস: Samakal
কীওয়ার্ড: আফর ন ন শ তম ম র জ আম র ক র পর ব শ
এছাড়াও পড়ুন:
৪৯তম বিসিএস: অনলাইন আবেদন ও ফি জমাদানে পিএসসির নতুন নির্দেশনা
৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষা ২০২৫–এর অনলাইন আবেদনপত্র পূরণ, ফি জমাদান ও প্রবেশপত্র প্রাপ্তি–সংক্রান্ত নতুন একটি নির্দেশনা প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। গতকাল মঙ্গলবার রাতে এ নির্দেশনা প্রকাশ করে পিএসসি।
আবেদনের প্রক্রিয়াপ্রার্থীরা বিপিএসসির অফিশিয়াল ওয়েবসাইট অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট –এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শুরুতে প্রার্থীর এসএসসি বা সমমানের তথ্য সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ডাটাবেজ থেকে স্বয়ংক্রিয়ভাবে যাচাই করা হবে। ব্যক্তিগত, শিক্ষাগত ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য নির্ভুলভাবে পূরণ করতে হবে প্রার্থীদের।
আরও পড়ুন৪৯তম বিসিএসের সিলেবাস প্রকাশ, পদ ৬৮৩২৪ জুলাই ২০২৫ছবি ও স্বাক্ষর আপলোডআবেদন ফরমে প্রার্থীর অনধিক তিন মাস আগে তোলা রঙিন ছবি (দৈর্ঘ্য-প্রস্থ: ৩০০x৩০০ পিক্সেল, ফাইল সাইজ: সর্বোচ্চ ১০০ কেবি) ও স্বাক্ষর (দৈর্ঘ্য-প্রস্থ: ৩০০x৮০ পিক্সেল, ফাইল সাইজ: সর্বোচ্চ ৬০ কেবি) নির্ধারিত স্থানে আপলোড করতে হবে।
আবেদন ফি জমা কীভাবেআবেদনপত্র সফলভাবে সাবমিট করার পর প্রাপ্ত ইউজার আইডি ব্যবহার করে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। সাধারণ প্রার্থীদের জন্য আবেদন ফি ২০০/- (দুই শত) টাকা। ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য আবেদন ফি ৫০/- (পঞ্চাশ) টাকা।
আরও পড়ুনসরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের ৩৪০০০ শূন্য পদ পূরণে উদ্যোগ২০ ঘণ্টা আগেপ্রবেশপত্র প্রাপ্তিআবেদন ফি সফলভাবে জমাদানের পর প্রার্থী একটি কনফার্মেশন এসএমএস ও পিন নম্বর পাবেন, যা প্রবেশপত্র ডাউনলোড করার জন্য প্রয়োজন হবে।
৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষা ২০২৫–এর অনলাইন আবেদনগ্রহণ প্রক্রিয়া চলাকালীন প্রতি কার্যদিবসে সময় সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত (অফিস চলাকালীন) 01555555149/01555555150/ 01555555151/01555555152 মোবাইলফোন নম্বরে যোগাযোগ করে কারিগরি যেকোনো ধরনের সহায়তা পাওয়া যাবে। ফরম পূরণের আনুষঙ্গিক নির্দেশনা পেতে ওয়েবসাইটের Help Tab অনুসরণ করা যাবে। এ ছাড়া ভিডিও টিউটরিয়াল থেকে ফরম পূরণের পূর্ণাঙ্গ ধাপ দেখে নেওয়া যাবে। প্রয়োজনে ই-মেইল করুন ([email protected])
* বিস্তারিত দেখুন এখানে
আরও পড়ুনবস্ত্র অধিদপ্তরে বড় নিয়োগ, চাকরির সুযোগ ১৯০ জনের২৯ জুলাই ২০২৫আরও পড়ুন৪৯তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি, পদ ৬৮৩ ২১ জুলাই ২০২৫