রূপগঞ্জের ডাক্তারখালী এলাকায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে বাড়ি-ঘরে হামলা, ভাংচুর, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটপাটের ঘটনা ঘটেছে। রবিবার গভীর রাতে স্থানীয় সন্ত্রাসীরা এ হামলা চালায়।

এসময় বাড়ির মালিক হাসিবুর রহমান (৫৫), স্ত্রী রিনা আক্তার (৪৭), ছেলে সাফওয়ান (১৩), মেয়ে মোহাইমিনা আক্তার (১৭) সহ নারী ও শিশু সহ ৯জনকে  কুপিয়ে গুরুত্বর জখম করা হয়েছে। 

পরে আহতদের উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে হাসিবুর রহমান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। 

ভুক্তভোগী হাসিবুর রহমান জানান, আমার বাড়ির পাশের একটি জমি নিয়ে পাশের বাড়ির লোকজনের সাথে আদালতে মামলা চলছে। ওই মামলার সূত্রধরে গতরাতে একই এলাকার আবুল কাশেম, আবুল হাশেম, আব্দুল জব্বার, আব্দুস সাত্তার, উজ্জল, আব্দুল গফুর, নাসির, জাফর, মফিদুল ইসলাম সহ ২০/২৫জনের একটি সস্ত্রাসী বাহিনী ধারালো অস্ত্রসস্ত্র নিয়ে রাত ২টার দিকে বাড়িতে হামলা চালায়। 

এসময় আমার বসত ঘরের দরজা ভেঙ্গে ঘরে ঢুকে সবাইকে এলোপাথালী কোপাতে থাকে পরে আমাদের চিৎকারে আসপাশের লোকজন ছুটে এসে সন্ত্রসীরা তাদেরকেও এলাকাথারী কোপাতে থাকে।

এসময় ঘটনা সামলাতে না পেরে স্থানীয়রা আশপাশের কয়েকটি মসজিদের মাইকে এলাকায় ডাকাত পড়েছে ঘোষণা দিলে পরে গ্রামবাসী সবাই এগিয়ে আসলে সন্ত্রসীরা আমার পরিবারের সদস্যদের হত্যার হুমকী দিয়ে দ্রুত পালিয়ে যায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ প্রধান উপদেষ্টরা কাছে আমি এ ঘটনার সঠিক বিচার চাইা।    

ঘটনার সত্যতা নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে বাড়ি ঘরে হামলা, ভাংচুর ও লুটপাট সহ ৯জনকে কুপিয়ে জখমের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: র পগঞ জ ন র য়ণগঞ জ র পগঞ জ

এছাড়াও পড়ুন:

রূপগঞ্জে ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরণ 

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে লিফলেট বিতরণ করা হয়েছে।

শুক্রবার সকালে নারায়ণগঞ্জ জেলা জজ কোর্টের পিপি এডভোকেট আবুল কালাম আজাদের নেতৃত্বে (জাকির) উপজেলার মুড়াপাড়া বাজার এলাকায় এ লিফলেট বিতরণ করা হয়। 

এসময় জেলা জজ কোর্টের পিপি এডভোকেট আবুল কালাম আজাদ বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে ৩১ দফা মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার মূলমন্ত্র। বিগত ১৭ বছর দেশের মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত ছিল।

মানুষের কথা বলার অধিকার ছিল না। ভোটের অধিকার ছিলনা। তাই ২৪’এর গণঅভ্যুত্থানের সৃষ্টি হয়েছিল। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট চান তিনি। 

এসময় উপস্থিত ছিলেন যুবদল নেতা আল আমিন, সৈয়দ গোলাপ, মোক্তার, কাজী শান্ত, সেচ্ছাসেবকদলের দেলোয়ার হোসেন প্রধান, আসাদ, মোশাররফ, ছাত্রদলের লাদেন হোসেন, শিপন, আবির, আপন প্রমুখ।

সম্পর্কিত নিবন্ধ

  • ‘নির্বাচনের আগেই শিক্ষার্থীদের হাতে নতুন বই দেওয়া হবে’ 
  • প্যারোলে মুক্তি পেয়ে স্ত্রীর জানাযায় মতি, কান্নাজড়িত কণ্ঠে চাইলেন ক্ষমা
  • সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যার বিচার ও ২১ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ
  • কষ্টি পাথরের শিবলিঙ্গসহ গ্রেপ্তার ৩
  • ১২ ও ১৩ নং ওয়ার্ডের পোলিং এজেন্টদের নিয়ে প্রশিক্ষণ ও কর্মশালা অনুষ্ঠিত 
  • রূপগঞ্জে ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরণ