কে ক্র্যাফট এর ফরমাল পোশাকের নতুন সংগ্রহ
Published: 22nd, April 2025 GMT
ক্র্যাফট এর ফরমাল পোশাকের নতুন সংগ্রহ কে ক্র্যাফট নিয়ে এসেছে ওয়ার্কওয়্যার বা অফিস উপযোগী পোশাকের নতুন কালেকশন। অফিস, মিটিং কিংবা প্রেজেন্টেশনে গ্রহণযোগ্য লুক পেতে ফরমাল পোশাক নির্বাচনে আরামে থাকা আর পরিবেশকে মাথায় রাখতে হয়। এছাড়া আবহাওয়া উপযোগী হওয়ার পাশাপাশি ভালো রুচিরও পরিচয় দিতে হবে। অফিসে দিনভর রিলেক্সড থাকা যাবে এমন পোশাকই হওয়া চাই, যা আপনার আত্মবিশ্বাসকেও বাড়িয়ে তুলবে। প্রিমিয়াম ফ্যাব্রিকে তৈরি কে ক্র্যাফট এর ফরমাল পোশাকের নতুন কালেকশন থেকে মিলবে আপনার সেই কাঙ্ক্ষিত পোশাক।
নতুন ওয়ার্কওয়্যার কালেকশনে প্রত্যেকের জন্যই রয়েছে ফর্মাল পোশাক। ছেলেদের জন্য স্ট্রাইপ, চেক ছাড়াও রয়েছে বিভিন্ন মার্জিত রঙের/শেডের ফর্মাল শার্ট এবং এই ডিজাইনগুলি গাঢ় এবং হালকা উভয় শেডের ফর্মাল প্যান্ট বা চিনোসের সাথে এমন কি ডেনিমের সাথেও মিলিয়ে পরা যাবে।
ছেলেদের পোশাকের পাশাপাশি মেয়েদের জন্যেও রয়েছে এথনিক ডিজাইনের ফর্মাল পোশাক। এছাড়াও রয়েছে অন্যান্য বিকল্প পোশাক। মেয়েদের জন্য ট্রেন্ডি কুর্তি, সালোয়ার কামিজ এবং শাড়ি থেকে বেছে নিতে পারেন আপনার ওয়ার্ক প্লেসের জন্য উপযোগী পোশাক। আপনার এথনিক ডিজাইনের পোশাকটি হতে পারে ক্লাসিক তবুও ফর্মাল দেখানোর জন্য ডিজাইনাররা চমৎকার অলঙ্করণ, স্ক্রিন প্রিন্টিং এবং পরিমিত হ্যান্ড এমব্রয়ডারি যোগ করেছেন। সকল বয়সের মেয়েরাই তাদের দৈনন্দিন অফিসের জন্য উপযোগী পোশাক পাবেন এই নতুন কালেকশন থেকে।
আপনার পছন্দের ওয়ার্কওয়্যার কে ক্র্যাফটের সকল শো-রুম ছাড়াও অনলাইন শপ থেকে অর্ডার করা যাবে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: প শ ক র নত ন ফরম ল প শ ক ক ল কশন র জন য ড জ ইন ফর ম ল উপয গ আপন র
এছাড়াও পড়ুন:
জাপানের রাস্তায় রাস্তায় ‘হিটেড বেঞ্চ’
জাপানের টোকিও, সাপোরো এবং ওসাকার মতো বড় বড় শহরগুলোর রাস্তায় হিটেড বেঞ্চ বসানো হয়েছে। তীব্র শীতের রাতে গৃহহীন মানুষদের উষ্ণতা এবং স্বস্তি দেওয়াই এই উদ্যোগের প্রধান লক্ষ্য।এই বেঞ্চগুলো সৌরশক্তি চালিত হয়ে থাকে।
হিটেড বেঞ্জগুলো দিনের বেলায় সূর্যের আলো থেকে তাপ সংগ্রহ করে বিশেষ "ফেজ-চেঞ্জ মেটেরিয়াল" ব্যবহার করে তা সংরক্ষণ করে। এরপর সংরক্ষিত তাপ রাতে ধীরে ধীরে নির্গত হয় এবং প্রায় ১২ ঘণ্টা পর্যন্ত উষ্ণতা সরবরাহ করতে পারে। এটি পরিবেশবান্ধব এবং সাশ্রয়ী।
আরো পড়ুন:
কারা বেশি কাঁদেন?
যেসব কারণে মানুষ স্বর্ণ জমায়
হিটেড বেঞ্চের জন্য কোনো অতিরিক্ত জ্বালানী বা বিদ্যুতের প্রয়োজন হয় না। এই মানবিক উদ্যোগটি জাপান সরকারের একটি সহানুভূতিশীল পদক্ষেপ, যা নগর পরিকল্পনায় উদ্ভাবন এবং সামাজিক কল্যাণের এক চমৎকার উদাহরণ বলছেন দেশটির নাগরিকেরা।
ঢাকা/লিপি