পহেলা বৈশাখে দিনাজপুরের দারাইলদিঘি এলাকায় জন্ম নেয়া নবজাতক মুশফিক ইসলামকে কেন্দ্র করে ছড়িয়ে পড়েছে আনন্দের ছোঁয়া। সমকাল নববর্ষের দিনে জেলার প্রথম জন্ম নেয়া শিশুকে শুভেচ্ছা স্বরূপ উপহার পাঠালে খুশিতে আত্মহারা হয়ে পড়ে তার পরিবার।

টিন দিয়ে ঘেরা ছোট একটি বাড়িতে থাকে রাজমিস্ত্রি ফরিদুল ইসলাম ও মুর্শিদা বেগম দম্পতি। নবজাতক মুশফিক তাদের তৃতীয় সন্তান। বাড়ির সামনের ছোট্ট বারান্দায় দোলনায় ঘুমিয়ে থাকা শিশুটির জন্য উপহার পৌঁছে দিলে পরিবারের সদস্যদের মুখে হাসি ফুটে ওঠে।

শিশুটির বড় বোন ফারিয়া আক্তার ইভা, দারাইলদিঘি মাদ্রাসার ৭ম শ্রেণির ছাত্রী, জানায়—"ভাইকে ডাক্তার বানাবো, পড়াশোনা করাবো ভালো করে। গিফট পেয়ে খুবই ভালো লাগছে। ভাইয়ের জন্য এমন আয়োজন অনেক আনন্দের।"

মুশফিকের জন্মের পরদিনই ইনফেকশনে আক্রান্ত হওয়ায় তাকে দিনাজপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করতে হয়। পরে বাড়িতে ফিরলেও আবারও ইনফেকশনের কারণে চিকিৎসকের শরণাপন্ন হতে হয় পরিবারকে, যা তাদের জন্য বাড়তি আর্থিক চাপ সৃষ্টি করে। তবুও সন্তানের সুস্থতায় স্বস্তি ফিরেছে পরিবারে।

মুশফিকের মা বলেন, “আমরা গরিব মানুষ। ওর বাবার রাজমিস্ত্রির কাজ নিয়মিত হয় না। ধার-কর্জ করে বাচ্চার চিকিৎসা করিয়েছি। এখন চেষ্টা করবো পড়ালেখা শেখাইয়া মানুষ করতে। ডাক্তার বানানোর স্বপ্ন দেখি।”

শিশুটির নানি জাহানারা বেগম বলেন, “ছাওয়ালটাক বড় করিবা লাগিবে। গিফট পেয়ে খুব ভালো লাগিছে। তোমরা আসিছো, তাই খুশি লাগিছে।”

১৪ এপ্রিল সকাল ১০টায় মুশফিকের জন্ম হয় দিনাজপুর মা ও শিশু পরিবার কল্যাণ কেন্দ্রে। এটি ফরিদুল-মুর্শিদা দম্পতির তৃতীয় সন্তান। নববর্ষের এই শিশুর হাসিতে যেন পুরো পরিবারে ছড়িয়ে পড়েছে নতুন দিনের আশার আলো।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: উপহ র সমক ল পর ব র

এছাড়াও পড়ুন:

ভালো ফলনের আশায় গাছকে খাওয়ান তাঁরা

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পাহাড়ি প্রদেশ গুইঝৌতে প্রাচীনকাল থেকে ‘গেলাও’ জনগোষ্ঠীর বসবাস। ভিয়েতনামেও এই জনগোষ্ঠীর মানুষ বাস করেন। চীনে তাঁদের সংখ্যা প্রায় ৬ লাখ ৭৭ হাজার।

কৃষিনির্ভর গেলাও জনগোষ্ঠীর সদস্যরা আজও প্রাচীনকালের পুরোনো এক ঐতিহ্য আগলে রেখেছেন। বছরের নির্দিষ্ট দিনে তাঁরা গাছকে খাওয়ান, যা চীনা ভাষায় ‘ওয়েই শু’ রীতি নামে পরিচিত।

এই প্রাচীন রীতি মূলত একধরনের প্রার্থনা। স্থানীয় অধিবাসীদের বিশ্বাস, এতে প্রকৃতি তুষ্ট হয়, ফসল ভালো হয়, পরিবারে শান্তি ও সমৃদ্ধি আসে। প্রতিবছর দুটি উৎসবের সময় এই অনুষ্ঠান পালন করা হয়—চীনা নববর্ষে, যা বসন্ত উৎসব নামে পরিচিত। আর গেলাও নববর্ষে, যা চান্দ্র পঞ্জিকার তৃতীয় মাসের তৃতীয় দিনে পালিত হয়।

অনুষ্ঠানের দিন সকালে আত্মীয়স্বজন ও গ্রামবাসী পাহাড়ের ঢালে জড়ো হন। তাঁরা সঙ্গে করে চাল থেকে তৈরি মদ, শূকরের মাংস, মাছ ও লাল আঠালো চাল নিয়ে আসেন। পাহাড়ে পৌঁছে প্রথমে আতশবাজি পোড়ানো হয়। এতে করে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

এর মধ্যেই একটি পুরোনো ও শক্তিশালী গাছ বাছাই করা হয়। এরপর সবাই ধূপ জ্বালিয়ে নতজানু হয়ে প্রার্থনা করেন। সবশেষে মূল পর্ব ‘গাছকে খাওয়ানো’ শুরু হয়।

একজন কুঠার বা ছুরি দিয়ে গাছে তিনটি জায়গায় ছোট করে কেটে দেন। সেই ক্ষতস্থানে চাল, মাংস ও মদ ঢেলে দেওয়া হয়, যাতে গাছ তাঁদের দেওয়া ভোগ গ্রহণ করতে পারে। পরে ওই জায়গা লাল কাগজে মুড়ে দেওয়া হয়।

এ ছাড়া গাছের গোড়া ঘিরে আগাছা পরিষ্কার করা হয়, মাটি আলগা করে দেওয়া হয়। এতে নতুন জীবনের বার্তা মেলে বলে মনে করেন গেলাও জনগোষ্ঠীর সদস্যরা।

যে গাছকে খাওয়ানো হয়, সেটি যদি ফলদ হয়, তাহলে ভোগ দানকারীরা একটি আশাব্যঞ্জক শ্লোক উচ্চারণ করেন। বলেন, ‘তোমায় চাল খাওয়াই, ফল দিয়ো গুচ্ছ গুচ্ছ; তোমায় মাংস খাওয়াই, ফল দিয়ো দলা দলা।’

সম্পর্কিত নিবন্ধ

  • ভালো ফলনের আশায় গাছকে খাওয়ান তাঁরা