ডেভিড বেকহাম মাঠের ফুটবল ছেড়েছেন আরও আগে। তবে খেলা ছাড়লেও ফুটবল থেকে কখনোই দূরে সরে যাননি এই ইংলিশ কিংবদন্তি। ইন্টার মায়ামির মালিকানা নিয়ে ফুটবলের সঙ্গেই আছেন তিনি। লিওনেল মেসির মায়ামিতে যাওয়ার পেছনেও বড় কারণ বেকহাম।

মেসির কারণে এখন নিয়মিত সংবাদের শিরোনাম হতেও দেখা যায় বেকহামকে। তবে এবার মায়ামি নয়, বেকহাম আলোচনায় এলেন চ্যাম্পিয়নস লিগে ফেরার কারণে। ইংলিশ তারকা বেকহাম ফিরছেন ভিন্ন ভূমিকায়।

৪৯ বছর বয়সী বেকহামকে এবার দেখা যাবে প্যারামাউন্ট প্লাস টিভির একটি অনুষ্ঠান উপস্থাপনা করতে। ‘বেকহাম অ্যান্ড ফ্রেন্ডস’ অনুষ্ঠানে তাঁর সঙ্গে অংশ নেবেন বিভিন্ন অঙ্গনের তারকারা। ব্রিটিশ সংবাদমাধ্যম মেইল অনলাইন জানিয়েছে, বিখ্যাত শেফ গর্ডন রামসে, অভিনেতা টম ক্রুজ, অভিনেতা রায়ান রেনল্ডসসহ শীর্ষ তারকাদের দেখা যাবে বেকহামের এ অনুষ্ঠানে।

আরও পড়ুনক্লপের প্রশংসা করে বন্ধুদের হাতে ‘খুন’ হওয়ার আশঙ্কায় বেকহাম ২১ মে ২০২৪

এ অনুষ্ঠান উপস্থাপনা করা নিয়ে সিবিএস গোলাজো স্পোর্টস নেটওয়ার্ককে বেকহাম বলেছেন, ‘আমি সত্যি কয়েকজন বন্ধু ও কয়েক গ্লাস ওয়াইন নিয়ে খেলা দেখতে এবং আলোচনা করতে উন্মুখ হয়ে আছি।’

বেকহামের এ অনুষ্ঠানের প্রথম দুটি পর্ব সম্প্রচার করা হবে লন্ডন থেকে। যেটি মূলত কাভার করবে ৬ ও ৭ মের চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগের খেলা। যেখানে মুখোমুখি হবে ইন্টার মিলান-বার্সেলোনা এবং আর্সেনাল-পিএসজি।

আরও পড়ুনশাহরুখের বাড়িতে বেকহাম১৭ নভেম্বর ২০২৩

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে সবাইকে অনুষ্ঠানের সেটও দেখিয়েছেন বেকহাম। বিলাসবহুল সেটটি দেখানোর সময় বেশ উৎফুল্লই ছিলেন বেকহাম।

যেখানে বেকহামের সঙ্গে আলাপচারিতায় দেখা গেছে ফরাসি কিংবদন্তি থিয়েরি অঁরিকে। এখন বেকহামের এ অনুষ্ঠান কেমন জনপ্রিয়তা পায়, সেটাই দেখার অপেক্ষা।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: অন ষ ঠ ন

এছাড়াও পড়ুন:

মাগুরায় শিশু ধর্ষণ-হত্যা মামলায় সাক্ষ্য ৩ চিকিৎসকের

মাগুরায় আট বছরের শিশু ধর্ষণ ও হত্যা মামলায় চতুর্থ দিনের মতো সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করা হয়।

এ দিন শিশুকে চিকিৎসা প্রদানকারী তিন চিকিৎসক সাক্ষ্য দেন। তারা হলেন– মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের ডা. সোহাস হালদার, নাকিবা সুলতানা এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের  ডা. ইসরাত জাহান। তারা সবাই শিশুটিকে ধর্ষণ করা হয়েছিল মর্মে সাক্ষ্য প্রদান করেন।  

এর আগে সকালে কড়া নিরাপত্তার মধ্যে মামলার ৪ আসামিকে আদালতে হাজির করা হয়। বাদীপক্ষের আইনজীবী ও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি মনিরুল ইসলাম মুকুল জানান, বিগত চার কার্যদিবস একটানা সাক্ষ্য গ্রহণ চলেছে। এ নিয়ে মোট ১৯ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। মামলায় মোট ৩৭ জনের সাক্ষ্য নেওয়া হবে। আগামী রোববার মামলার তদন্ত কর্মকর্তা বাদে অন্য সব সাক্ষী সাক্ষ্য দেবেন। বুধবার আসামিপক্ষের আইনজীবী স্বাধীনভাবে সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করেছেন। তিনি আদালতে আসামিরা নির্দোষ বলে যুক্তি উপস্থাপন করেন। আসামিরাও নিজেদের নির্দোষ দাবি করেছেন। 

বেড়াতে এসে ৬ মার্চ রাতে মাগুরা সদরের নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুর হিটু শেখের দ্বারা ধর্ষণের শিকার হয় ৮ বছরের শিশুটি। এই ধর্ষণের ঘটনা দেশজুড়ে ক্ষোভের সৃষ্টি করে। মাগুরা ২৫০ শয্যা হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ঘুরে ঢাকা সিএমএইচে তাকে ভর্তি করা হয়েছিল। ১৩ মার্চ শিশুটি সেখানে মারা যায়। এ ঘটনায় শিশুটির মা আয়েশা আক্তার বড় মেয়ের শ্বশুর হিটু শেখসহ চারজনকে আসামি করে মাগুরা সদর থানায় মামলা করেন। রিমান্ডে হিটু শেখ ধর্ষণের কথা স্বীকার করেছে।

সম্পর্কিত নিবন্ধ