চ্যাম্পিয়নস লিগে নতুন ভূমিকায় বেকহাম, সঙ্গে টম ক্রুজসহ আরও যাঁরা
Published: 22nd, April 2025 GMT
ডেভিড বেকহাম মাঠের ফুটবল ছেড়েছেন আরও আগে। তবে খেলা ছাড়লেও ফুটবল থেকে কখনোই দূরে সরে যাননি এই ইংলিশ কিংবদন্তি। ইন্টার মায়ামির মালিকানা নিয়ে ফুটবলের সঙ্গেই আছেন তিনি। লিওনেল মেসির মায়ামিতে যাওয়ার পেছনেও বড় কারণ বেকহাম।
মেসির কারণে এখন নিয়মিত সংবাদের শিরোনাম হতেও দেখা যায় বেকহামকে। তবে এবার মায়ামি নয়, বেকহাম আলোচনায় এলেন চ্যাম্পিয়নস লিগে ফেরার কারণে। ইংলিশ তারকা বেকহাম ফিরছেন ভিন্ন ভূমিকায়।
৪৯ বছর বয়সী বেকহামকে এবার দেখা যাবে প্যারামাউন্ট প্লাস টিভির একটি অনুষ্ঠান উপস্থাপনা করতে। ‘বেকহাম অ্যান্ড ফ্রেন্ডস’ অনুষ্ঠানে তাঁর সঙ্গে অংশ নেবেন বিভিন্ন অঙ্গনের তারকারা। ব্রিটিশ সংবাদমাধ্যম মেইল অনলাইন জানিয়েছে, বিখ্যাত শেফ গর্ডন রামসে, অভিনেতা টম ক্রুজ, অভিনেতা রায়ান রেনল্ডসসহ শীর্ষ তারকাদের দেখা যাবে বেকহামের এ অনুষ্ঠানে।
আরও পড়ুনক্লপের প্রশংসা করে বন্ধুদের হাতে ‘খুন’ হওয়ার আশঙ্কায় বেকহাম ২১ মে ২০২৪এ অনুষ্ঠান উপস্থাপনা করা নিয়ে সিবিএস গোলাজো স্পোর্টস নেটওয়ার্ককে বেকহাম বলেছেন, ‘আমি সত্যি কয়েকজন বন্ধু ও কয়েক গ্লাস ওয়াইন নিয়ে খেলা দেখতে এবং আলোচনা করতে উন্মুখ হয়ে আছি।’
বেকহামের এ অনুষ্ঠানের প্রথম দুটি পর্ব সম্প্রচার করা হবে লন্ডন থেকে। যেটি মূলত কাভার করবে ৬ ও ৭ মের চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগের খেলা। যেখানে মুখোমুখি হবে ইন্টার মিলান-বার্সেলোনা এবং আর্সেনাল-পিএসজি।
আরও পড়ুনশাহরুখের বাড়িতে বেকহাম১৭ নভেম্বর ২০২৩সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে সবাইকে অনুষ্ঠানের সেটও দেখিয়েছেন বেকহাম। বিলাসবহুল সেটটি দেখানোর সময় বেশ উৎফুল্লই ছিলেন বেকহাম।
যেখানে বেকহামের সঙ্গে আলাপচারিতায় দেখা গেছে ফরাসি কিংবদন্তি থিয়েরি অঁরিকে। এখন বেকহামের এ অনুষ্ঠান কেমন জনপ্রিয়তা পায়, সেটাই দেখার অপেক্ষা।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: অন ষ ঠ ন
এছাড়াও পড়ুন:
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিশেষ সুবিধা নিয়ে নির্দেশনা মাউশির, কে কত টাকা পাবেন
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিশেষ সুবিধা নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এতে কোন গ্রেডের শিক্ষকেরা বিশেষ সুবিধা পাবেন বা বিশেষ সুবিধা বাবদ কত শতাংশ হারে টাকা পাবেন, তা জানানো হয়েছে।
আরও পড়ুনসরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের ৩৪০০০ শূন্য পদ পূরণে উদ্যোগ২৯ জুলাই ২০২৫গতকাল বুধবার মাউশির অফিস আদেশে বলা হয়েছে, এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, বেসরকারি মাদ্রাসা ও বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত জাতীয় বেতন স্কেলের তুলনীয় গ্রেড-৯ থেকে তদূর্ধ্ব (ওপরের) গ্রেডে অন্তর্ভুক্ত শিক্ষক-কর্মচারীরা ১ জুলাই ২০২৫ থেকে প্রতিবছর ১ জুলাই প্রাপ্য মূল বেতনের ১০ শতাংশ হারে ‘বিশেষ সুবিধা’ প্রাপ্য হবেন। এ ছাড়া গ্রেড-১০ থেকে তদনিম্ন (নিচের) গ্রেডে অন্তর্ভুক্ত শিক্ষক-কর্মচারীরা ১ জুলাই ২০২৫ থেকে প্রতিবছর ১ জুলাই প্রাপ্য মূল বেতনের ১৫ শতাংশ হারে, তবে ১ হাজার ৫০০ টাকার কম নয়, ‘বিশেষ সুবিধা’ প্রাপ্য হবেন। এই গ্রেডের শিক্ষকেরা ‘বিশেষ সুবিধা’র ক্ষেত্রে কেউই ১ হাজার ৫০০ টাকার কম পাবেন না।
আরও পড়ুনআমেরিকার ফুলব্রাইট বৃত্তি: আবেদনের সময় বৃদ্ধি, প্রয়োজন টোয়েফলে ৮০ কিংবা আইইএলটিএসে ৭৫ ঘণ্টা আগেদেশে এখন ২২ হাজার ১৭৪টি এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারীর সংখ্যা ৩ লাখ ৫৯ হাজার ৬০৮ জনের মতো।