চ্যাম্পিয়নস লিগে নতুন ভূমিকায় বেকহাম, সঙ্গে টম ক্রুজসহ আরও যাঁরা
Published: 22nd, April 2025 GMT
ডেভিড বেকহাম মাঠের ফুটবল ছেড়েছেন আরও আগে। তবে খেলা ছাড়লেও ফুটবল থেকে কখনোই দূরে সরে যাননি এই ইংলিশ কিংবদন্তি। ইন্টার মায়ামির মালিকানা নিয়ে ফুটবলের সঙ্গেই আছেন তিনি। লিওনেল মেসির মায়ামিতে যাওয়ার পেছনেও বড় কারণ বেকহাম।
মেসির কারণে এখন নিয়মিত সংবাদের শিরোনাম হতেও দেখা যায় বেকহামকে। তবে এবার মায়ামি নয়, বেকহাম আলোচনায় এলেন চ্যাম্পিয়নস লিগে ফেরার কারণে। ইংলিশ তারকা বেকহাম ফিরছেন ভিন্ন ভূমিকায়।
৪৯ বছর বয়সী বেকহামকে এবার দেখা যাবে প্যারামাউন্ট প্লাস টিভির একটি অনুষ্ঠান উপস্থাপনা করতে। ‘বেকহাম অ্যান্ড ফ্রেন্ডস’ অনুষ্ঠানে তাঁর সঙ্গে অংশ নেবেন বিভিন্ন অঙ্গনের তারকারা। ব্রিটিশ সংবাদমাধ্যম মেইল অনলাইন জানিয়েছে, বিখ্যাত শেফ গর্ডন রামসে, অভিনেতা টম ক্রুজ, অভিনেতা রায়ান রেনল্ডসসহ শীর্ষ তারকাদের দেখা যাবে বেকহামের এ অনুষ্ঠানে।
আরও পড়ুনক্লপের প্রশংসা করে বন্ধুদের হাতে ‘খুন’ হওয়ার আশঙ্কায় বেকহাম ২১ মে ২০২৪এ অনুষ্ঠান উপস্থাপনা করা নিয়ে সিবিএস গোলাজো স্পোর্টস নেটওয়ার্ককে বেকহাম বলেছেন, ‘আমি সত্যি কয়েকজন বন্ধু ও কয়েক গ্লাস ওয়াইন নিয়ে খেলা দেখতে এবং আলোচনা করতে উন্মুখ হয়ে আছি।’
বেকহামের এ অনুষ্ঠানের প্রথম দুটি পর্ব সম্প্রচার করা হবে লন্ডন থেকে। যেটি মূলত কাভার করবে ৬ ও ৭ মের চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগের খেলা। যেখানে মুখোমুখি হবে ইন্টার মিলান-বার্সেলোনা এবং আর্সেনাল-পিএসজি।
আরও পড়ুনশাহরুখের বাড়িতে বেকহাম১৭ নভেম্বর ২০২৩সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে সবাইকে অনুষ্ঠানের সেটও দেখিয়েছেন বেকহাম। বিলাসবহুল সেটটি দেখানোর সময় বেশ উৎফুল্লই ছিলেন বেকহাম।
যেখানে বেকহামের সঙ্গে আলাপচারিতায় দেখা গেছে ফরাসি কিংবদন্তি থিয়েরি অঁরিকে। এখন বেকহামের এ অনুষ্ঠান কেমন জনপ্রিয়তা পায়, সেটাই দেখার অপেক্ষা।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: অন ষ ঠ ন
এছাড়াও পড়ুন:
আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।
ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।
আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।
আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।
ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।
আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫